নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নাজিম হাসান, জার্মানির কোলন শহরের প্রেমে পড়েছি। পড়ছি যন্ত্র প্রকৌশল এবং কম্পিউটার প্রকৌশলে একসাথে । ভালোবসি ভ্রমন করতে, শখের জন্য গিটার নিয়ে অবসরে টুংটাং।কিছুটা আত্মকেন্দ্রিক, রান্না করা অনেক পছন্দের কাজ। এতোকিছুর পরও কিছু সময় অবশিষ্ট থেকেই যায়,

নাজিম হাসান

আমি নাজিম হাসান, জার্মানির কোলন শহরের প্রেমে পড়েছি। পড়ছি যন্ত্র প্রকৌশল এবং কম্পিউটার প্রকৌশলে একসাথে । ভালোবসি ভ্রমন করতে, শখের জন্য গিটার নিয়ে অবসরে টুংটাং।কিছুটা আত্মকেন্দ্রিক, রান্না করা অনেক পছন্দের কাজ। এতোকিছুর পরও কিছু সময় অবশিষ্ট থেকেই যায়, তাই ভাবলাম ব্লগ লিখি।

নাজিম হাসান › বিস্তারিত পোস্টঃ

২০১৮ প্রসঙ্গে

৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

খুব নেতিবাচক একটা বছর পার করলাম’ ২০১৮। আমার পুরা জীবনে আমি এমন সময়, এমন একটা বছর পার করিনি। সুঁই হয়ে ঢুকে ফোঁড় হয়ে বের হয়ে গেলো পুরো বছরটা। উফ পর্যন্ত করতে পারিনি, তবে মনে সাহস রেখেছি অনেক। অনেক কিছু দেখেছি, হজম করেছি।সকলেরই একটা দুর্বলতা থাকে, আমার ক্ষেত্রে সম্ভবত আমি অবিমৃশ্যকারী। হুটহাট কিছু করার মাঝেও একটা থ্রিল কাজ করে। চোরাবালিতে ঘর ক’জনই বা বানাতে পারে। তবে দিনশেষে কোন আক্ষেপ নেই। বিদায় ২০১৮, ভালো থেকো ওপারে !



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.