নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নাজিম হাসান, জার্মানির কোলন শহরের প্রেমে পড়েছি। পড়ছি যন্ত্র প্রকৌশল এবং কম্পিউটার প্রকৌশলে একসাথে । ভালোবসি ভ্রমন করতে, শখের জন্য গিটার নিয়ে অবসরে টুংটাং।কিছুটা আত্মকেন্দ্রিক, রান্না করা অনেক পছন্দের কাজ। এতোকিছুর পরও কিছু সময় অবশিষ্ট থেকেই যায়,

নাজিম হাসান

আমি নাজিম হাসান, জার্মানির কোলন শহরের প্রেমে পড়েছি। পড়ছি যন্ত্র প্রকৌশল এবং কম্পিউটার প্রকৌশলে একসাথে । ভালোবসি ভ্রমন করতে, শখের জন্য গিটার নিয়ে অবসরে টুংটাং।কিছুটা আত্মকেন্দ্রিক, রান্না করা অনেক পছন্দের কাজ। এতোকিছুর পরও কিছু সময় অবশিষ্ট থেকেই যায়, তাই ভাবলাম ব্লগ লিখি।

নাজিম হাসান › বিস্তারিত পোস্টঃ

নকশাম্যান

০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ১১:০১

আমার পরিচিত এক বড় ভাই, ফাহাদ ভাই। মানুষ হিসেবে খুব ভালো মানুষ। পড়াশুনা শেষ করেছেন টেকনিকাল ইউনিভার্সিটি অফ কোলন থেকে। একদিন কথা প্রসঙ্গে ফাহাদ ভাই আমাদের ( আমি আর সাজ্জাদ ভাই) কে জিজ্ঞেস করলেন আমরা নকশা করবো কিনা ? আমরা দুইজনের একজনও বুঝলাম না নকশা করাটা আসলে কি? তখন উনি সাবওয়ে ষ্টেশনে এক ট্রেন থেকে নেমে কিছুক্ষন হেঁটেছেন এসে অন্য ট্রেনে উঠে বুঝালো এটা একটা নকশা করা হলো। মজার লাগলো ব্যাপারটা , সবচেয়ে বড় কথা নকশামো কথাটা খুব ভালো লেগে গেলো। তখন থেকে শুরু হলো কথায় কথায় নকশামো বলা

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩১

মাহের ইসলাম বলেছেন: নকশার সাথে ট্রেন বদলানোর সম্পর্ক কি?

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৩

রাজীব নুর বলেছেন: হুম।
একসময় নকশা নামে একটা ব্লগ ছিল। এখন আছে কিনা জানি না।

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৬:২৭

নাজিম হাসান বলেছেন: নকশা বলতে ফাহাদ ভাই এখানে নাকশামো বলতে যা বুঝায় তা বুঝিয়েছেন। আসলে যে কাজটা সোজা করা যেত তা সোজা না করে দীর্ঘায়িত করাটাই নকশা। মন্তব্যের জন্য ধন্যবাদ। যে ট্রেনে সোজা বাড়ি আসা যেত তা দিয়ে না এসে তা থেকে নেমে অন্য ট্রেনে ঘুরে আসাটাই ছিলো ইনস্ট্যান্ট নকশা।

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৬:২৯

নাজিম হাসান বলেছেন: হ্যাঁ, আমি ও জানতাম। মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.