নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নাজিম হাসান, জার্মানির কোলন শহরের প্রেমে পড়েছি। পড়ছি যন্ত্র প্রকৌশল এবং কম্পিউটার প্রকৌশলে একসাথে । ভালোবসি ভ্রমন করতে, শখের জন্য গিটার নিয়ে অবসরে টুংটাং।কিছুটা আত্মকেন্দ্রিক, রান্না করা অনেক পছন্দের কাজ। এতোকিছুর পরও কিছু সময় অবশিষ্ট থেকেই যায়,

নাজিম হাসান

আমি নাজিম হাসান, জার্মানির কোলন শহরের প্রেমে পড়েছি। পড়ছি যন্ত্র প্রকৌশল এবং কম্পিউটার প্রকৌশলে একসাথে । ভালোবসি ভ্রমন করতে, শখের জন্য গিটার নিয়ে অবসরে টুংটাং।কিছুটা আত্মকেন্দ্রিক, রান্না করা অনেক পছন্দের কাজ। এতোকিছুর পরও কিছু সময় অবশিষ্ট থেকেই যায়, তাই ভাবলাম ব্লগ লিখি।

নাজিম হাসান › বিস্তারিত পোস্টঃ

( বাবা - জেমস )গানের কর্ড

০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৫




অবসরে গিটার দারুন এক সঙ্গী আমার। যদিও তেমন ভাল বাজাতে পারিনা, তবে মন ভাল করতে গিটারের চেয়ে ভাল বিকল্প নেই। আজ আমার খুব প্রিয় একটি গানের কর্ড দিচ্ছি, আশা করি কাজে লাগবে গিটারিস্ট বন্ধুদের।

D#...............A#......................D#...............
ছেলে আমার বড় হবে,........ মাকে বলত সে কথা
D#...................A#............................D#............Cm
হবে মানুষের মত মানুষ এক.......... লেখা ইতিহাসের পাতায়
D#..........A#....................
নিজ হাতে খেতে পারতাম না................
D#...........Cm…
বাবা বলত ও খোকা
D#..............A#........................D#............Cm
যখন আমি থাকবো না,........... কি করবি রে বোকা…
…….G#............A#...........D#.......................
এতো রক্তের সাখে রক্তের টান স্বার্থের অনেক উর্ধ্বে
G#.......................A#...................D#..............................
হঠাৎ অজানা ঝড়ে তোমায় হারালাম মাথায় আকাশ ভেঙ্গে পড়ল
…….Cm………G#............Fm….
বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়,..
…….Cm……………..A#.......................D#........
কেউ বলেনা তোমার মত কোথায় খোকা ওরে বুকে আয়
…….Cm…….G#...............Fm….
বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়,..
…….Cm………..A#......................D#
কেউ বলেনা মানিক কোথায় আমার ওরে বুকে আয়॥

(স্তবক)

F#..................D#............F#...................D#
চশমাটা তেমনি আছে, আছে লাঠি ও পাঞ্জাবী তোমার
D#.........................G#.............D#...........................
ইজিচেয়ারটাও আছে, নেই সেখানে অলস দেহ শুধু তোমার
F#...........................D#.....F#............................D#
আযানের ধ্বনি আজো শুনি, ভাঙ্গাবেনা ভোরে ঘুম জানি
D#..............................G#....................B……………….D#
শুধু শুনিনা তোমার সেই দরাজ কন্ঠে পড়া পবিত্র কোরআনের বানী…

( বাকি গান আগের মতো )

বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়,
কেউ বলেনা তোমার মত কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কতরাত কতরাত দেখিনা তোমায়,
কেউ বলেনা মানিক কোথায় আমার ওরে বুকে আয়॥

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৮

হাবিব বলেছেন: গানটা আমি শুনেছি.........
ভালো লেগেছে গানের কথাগুলো.........

০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৮

নাজিম হাসান বলেছেন: আসলেই দারুন একটা গান। খুব পছন্দের গান আমার।

২| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩১

ঝিগাতলা বলেছেন: শুনেছি গানটা......

০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৯

নাজিম হাসান বলেছেন: হুম। দারুন গান এটা ।

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৬

মাহমুদুর রহমান বলেছেন: বেশ।

০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৯

নাজিম হাসান বলেছেন: ধন্যবাদ ।

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪৬

অপু দ্যা গ্রেট বলেছেন:



গিটারের তার ছিড়ে গিয়েছে আজ ৫ বা ৬ মাস

তাই বাশি বাজাই

০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪৮

নাজিম হাসান বলেছেন: দারুন ! বাঁশি শেখার ইচ্ছা আছে সামনে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.