নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নাজিম হাসান, জার্মানির কোলন শহরের প্রেমে পড়েছি। পড়ছি যন্ত্র প্রকৌশল এবং কম্পিউটার প্রকৌশলে একসাথে । ভালোবসি ভ্রমন করতে, শখের জন্য গিটার নিয়ে অবসরে টুংটাং।কিছুটা আত্মকেন্দ্রিক, রান্না করা অনেক পছন্দের কাজ। এতোকিছুর পরও কিছু সময় অবশিষ্ট থেকেই যায়,

নাজিম হাসান

আমি নাজিম হাসান, জার্মানির কোলন শহরের প্রেমে পড়েছি। পড়ছি যন্ত্র প্রকৌশল এবং কম্পিউটার প্রকৌশলে একসাথে । ভালোবসি ভ্রমন করতে, শখের জন্য গিটার নিয়ে অবসরে টুংটাং।কিছুটা আত্মকেন্দ্রিক, রান্না করা অনেক পছন্দের কাজ। এতোকিছুর পরও কিছু সময় অবশিষ্ট থেকেই যায়, তাই ভাবলাম ব্লগ লিখি।

নাজিম হাসান › বিস্তারিত পোস্টঃ

তীর্থের কাঁক - নাজিম হাসান

১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৯



তীর্থের কাঁক

নাজিম হাসান


যতদূর মনে পড়ে, তোমার গোধূলি অনেক ভালো লাগতো,
সেদিন বিকেলের পর বুকের রক্তিম ভালবাসা আকাশের নীল আঁচলে মেখে দিয়েছিলাম।
তুমি নিশ্চয়ই দেখনি, তাই না?

আচ্ছা, তোমার তো ঘাসের বুকে ভোরের শিশিরের ঝলমল ভালো লাগতো,
তুমি কি আর কোনদিন হেঁটেছিলে খালি পায়ে ঘাসে?
হাঁটোনি, তাই না?
হাঁটলে তুমি দেখতে পেতে, ঘাসের বুকে অশ্রু কতটা নির্মল দেখায়।


যতদূর মনে পড়ে, সন্ধ্যার নামাযের পর তুমি উদাস হয়ে কিছু ভাবতে,
তুমি কি এখনও তেমনি ভাবো?
ভাবলে ঠিকই তোমার ভাবনা জড়িয়ে খুঁজে পাবে কারো দীর্ঘশ্বাস।


আচ্ছা, মনে আছে তুমি হঠাৎ তোমার ঘরে আসা জোনাকি দেখে কতো খুশি হতে?
মনে নেই তো?
আমি জানি, আর তাইতো আমার চারিদিক জুড়ে শুধু আজ জোনাকির সমাধি।


তুমি ভুলে গেছো; তাই না? নীল রঙয়ে কতো সুন্দর লাগতো তোমাকে।
আর তাই আজ আমার সূর্য থাকার পরও আকাশ নীল রাঙ্গা শাড়ি পড়েনা।


যতদূর মনে পড়ে, তুমি তোমার চারিপাশে আমায় খুঁজতে।
এখন হয়ত আর খুঁজো না।
খুঁজলে তুমি বুঝতে পারতে এক একটা রাত কতো দীর্ঘ।


আচ্ছা, তুমি কি ভুলে গেছো শীতে তোমার ঠাণ্ডা পায়ে আমার হাতের তালুর উষ্ণতা?
আমি জানি তুমি ভুলে গেছো।
আর তাই তো আজ আমার হাত জুড়ে শীতলতার রেখা।

তুমি সব ভুলে যাও, না বলব না আমি।
ডাকব না আর পিছু।
মনে রেখো, আছে তীর্থের কাঁক আজও প্রতীক্ষায়।







মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২১

রাজীব নুর বলেছেন: ভালো হয়নি।

১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৩

নাজিম হাসান বলেছেন: দুঃখিত, ক্ষমা করবেন আপনার ভালো না লাগার কারনে।

২| ১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩০

মাহমুদুর রহমান বলেছেন: প্রতিটি একাকী মানব বেচে থাকে এক তুমিহীন তোমার কথা ভেবে।

১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩২

নাজিম হাসান বলেছেন: দারুণ বলেছেন। ভালো লেগেছে আপনার মন্তব্য !

৩| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২১

ইসিয়াক বলেছেন: এক দিনে সবাই দারুন কিছু করে ফেলে না।বেশি বেশি বই পড়া।ভালো ভালো মুভি দেখা।আরো আরো অনেক কবিতা পড়া।এগুলো ই আপনার হাত আরো শাণিত করবে ।আমার কাছে কবিতা ভালো লেগেছে।ভবিষ্যতে আপনি অনেক ভালো লিখবেন সেই শুভ কামনা রইলো।আপনি অবশ্যই আরো কবিতা বা অন্য কিছু লিখবেন।আশায় রইলাম।শুভসন্ধ্য।

১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯

নাজিম হাসান বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আসলে দেশের বাইরে এসে বাংলা চর্চা করা খুব দুষ্কর। জার্মান মিডিয়ামে পরাশুনা করে বাংলা - ইংলিশ প্রায় ভুলে যেতে বসেছি। আর বাংলা বই পাওয়াটা ও দুষ্কর, তাই ব্লগে এসে বাংলা পড়া, বাংলা লিখা। ভালবাসা কাজ করে বাংলার প্রতি। আপনার উপদেশগুলো সত্যিই অনুসরণীয়। ভালো থাকবেন।

৪| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: দুঃখিত, ক্ষমা করবেন আপনার ভালো না লাগার কারনে।

মন্তব্যের উত্তর দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
ভালো থাকুন। সুস্থ থাকুন।

১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪২

নাজিম হাসান বলেছেন: আপনিও অনেক ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.