নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নাজিম হাসান, জার্মানির কোলন শহরের প্রেমে পড়েছি। পড়ছি যন্ত্র প্রকৌশল এবং কম্পিউটার প্রকৌশলে একসাথে । ভালোবসি ভ্রমন করতে, শখের জন্য গিটার নিয়ে অবসরে টুংটাং।কিছুটা আত্মকেন্দ্রিক, রান্না করা অনেক পছন্দের কাজ। এতোকিছুর পরও কিছু সময় অবশিষ্ট থেকেই যায়,

নাজিম হাসান

আমি নাজিম হাসান, জার্মানির কোলন শহরের প্রেমে পড়েছি। পড়ছি যন্ত্র প্রকৌশল এবং কম্পিউটার প্রকৌশলে একসাথে । ভালোবসি ভ্রমন করতে, শখের জন্য গিটার নিয়ে অবসরে টুংটাং।কিছুটা আত্মকেন্দ্রিক, রান্না করা অনেক পছন্দের কাজ। এতোকিছুর পরও কিছু সময় অবশিষ্ট থেকেই যায়, তাই ভাবলাম ব্লগ লিখি।

নাজিম হাসান › বিস্তারিত পোস্টঃ

বাংলা কর্ড - লক্ষ্মীসোনা ( হৃদয় খান )

২৮ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১৬

(c)

মুনাস সাবাহ (আমার শ্বাশুড়ি, আমার মেয়ে ( প্রাণপ্রিয় ভাগ্নী ))

আজ অনেকদিন পর লিখছি..। আজ একটা গানের কর্ড নিয়ে এলাম, আমার শ্বাশুড়ি, আমার মেয়ে ( প্রাণপ্রিয় ভাগ্নী ), আমার রাজকুমারির জন্য। ওঁকে অনেক মিস করি..। ও যখন হাঁপিয়ে হাঁপিয়ে গুটি গুটি পাঁকা পাঁকা কথা বলে, মন চায় সারাদিন ওর কথা শুনি..। সত্যিই ইচ্ছে করে তোকে পৃথিবীটা দিয়ে দেই মা..। অনেক ভালোবাসা তোমার জন্য।

কর্ডটা আমার নিজের করা..। ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।


(Em) লক্ষ্মীসোনা, আদর করে দিচ্ছি তোকে (D),
(Bm) লক্ষ চুমু, মায়া ভরা তোরই (Em) মুখে।
(Em) লক্ষ্মীসোনা, আদর করে দিচ্ছি তোকে (D),
(Bm) লক্ষ চুমু, মায়া ভরা তোরই (Em) মুখে।




(Em) কলিজা তুই (G) আমার, তুই যে (Em) নয়নের (D) আলো,
(D) লাগেনা তুই (Bm) ছাড়া, (D) লাগেনা তো যে (Em) ভালো।

(Em) রূপকথা তুই তো (D) আমারই,
(C) জীবনের চেয়ে আরো দামি।
(Em) রূপকথা তুই তো (D) আমারই,
(C) জীবনের চেয়ে আরো দামি।

(Em) তুই আমার জীবন,
(Am) তুই ছাড়া মরণ,
(D) তুই যে আমারই
(Bm) সাত রাজারও ধন। - [ ২ বার ]

(Em) কলিজা তুই (G) আমার, তুই যে (Em) নয়নের (D) আলো,
(D) লাগেনা তুই (Bm) ছাড়া, (D) লাগেনা তো যে (Em) ভালো।
(Em) রূপকথা তুই তো (D) আমারই,
(C) জীবনের চেয়ে আরো দামি।
(Em) রূপকথা তুই তো (D) আমারই,
(C) জীবনের চেয়ে আরো দামি।

(Em)তুই চাঁদের কণা
(Am)তুই ছানা বোনা,
(D)তুই যে আমারই
(Bm)সব সুখেরই ঘর। [ ২ বার ]



(Em) কলিজা তুই (G) আমার, তুই যে (Em) নয়নের (D) আলো,
(D) লাগেনা তুই (Bm) ছাড়া, (D) লাগেনা তো যে (Em) ভালো।
(Em) রূপকথা তুই তো (D) আমারই,
(C) জীবনের চেয়ে আরো দামি।
(Em) রূপকথা তুই তো (D) আমারই,
(C) জীবনের চেয়ে আরো দামি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৩

মাহমুদুর রহমান বলেছেন: বাহ! বাহ!
ভাগ্নির জন্য লিখা এই আবেগধর্মী কথাগুলো যখন সে পড়বে তখন পুরো পৃথিবীর সমস্ত ভালোবাসা মামা কেন্দ্রিক হয়ে যাবে তো!

চান্দা মামা সে পেয়ারা
মেরা মামা,
মেরে আঁখিও কি তারা
মেরা মামা।

ভাগ্নির প্রতি পরম স্নেহের এই শক্তিশালী বহিঃপ্রকাশে অজস্র ভালো লাগা রেখে গেলাম কিন্তু।

৩০ শে এপ্রিল, ২০১৯ ভোর ৪:২০

নাজিম হাসান বলেছেন: অসংখ্য ধন্যবাদ, আমার প্রাণের আবেগ বুঝতে পারার জন্য। তবে কথাগুলো ওর জন্য সত্য। আজও ইচ্ছা হয় হুট করে ছুটে যাই ও যখন বলে বড় মামা, তুমি কবে বেড়াতে আসবা আমাদের বাসায় ? আর সত্যি বলছি আপনার শেষের পঙ্কতি গুলো আর আপনার শেষ কথাতে আপনার প্রতি শ্রদ্ধা বেড়ে গেলো । আপনার জন্য শুভ কামনা রইলো !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.