নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নাজিম হাসান, জার্মানির কোলন শহরের প্রেমে পড়েছি। পড়ছি যন্ত্র প্রকৌশল এবং কম্পিউটার প্রকৌশলে একসাথে । ভালোবসি ভ্রমন করতে, শখের জন্য গিটার নিয়ে অবসরে টুংটাং।কিছুটা আত্মকেন্দ্রিক, রান্না করা অনেক পছন্দের কাজ। এতোকিছুর পরও কিছু সময় অবশিষ্ট থেকেই যায়,

নাজিম হাসান

আমি নাজিম হাসান, জার্মানির কোলন শহরের প্রেমে পড়েছি। পড়ছি যন্ত্র প্রকৌশল এবং কম্পিউটার প্রকৌশলে একসাথে । ভালোবসি ভ্রমন করতে, শখের জন্য গিটার নিয়ে অবসরে টুংটাং।কিছুটা আত্মকেন্দ্রিক, রান্না করা অনেক পছন্দের কাজ। এতোকিছুর পরও কিছু সময় অবশিষ্ট থেকেই যায়, তাই ভাবলাম ব্লগ লিখি।

নাজিম হাসান › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা পথে পথে

১৪ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:০২

হোক না কিছু ভালোবাসা পথের সাথে
না হয় হোক অযত্নে জন্মা কিছু ঘাঁসের সাথে
অথবা অযত্নে পড়ে থাকা ডেইজির সাথে।

তুমি কি সত্যিই রাগ করবে?
জানি করবেনা। কথা দিয়েছিলে গোলাপের ১৩ টি পাঁপড়ি ছুয়ে
কিংবা ১৭টি জোঁনাকির আভা গুনে।
মনে আছে তোমার?

কেমন হয় যদি ভালোবাসি বলি পথের নাম না জানা হলুদ ফুলটাকে
কিংবা ছুয়ে দেই দুরন্ত কোন সাদা প্রজাপতিকে
রাগ করবে না জানি
কথা তো দিয়েছিলে
বলেছিলে ২৩টি কদমের শপথ
মন আছে তোমার?


পথের বাঁকে ঐ ঘাসের বুকে যদি কিছুক্ষন শুয়ে থাকি
যদি বুকে জড়িয়ে ধরি কিছু ঘাসফুল
রাগ করবে? সত্যি করে বলতো
আমি জানি রাগ করবে না।
পুরো ১১৩টি ঘাসফুল দিয়ে রাগ ভাঙনো
ভুলোনি নিশ্চই?


আচ্ছা যদি ঘাস ফড়িংয়ের সাথে ছেলেমানুষি করি
কিংবা হঠাৎ খপ করে আমার হাত মুঠ করে
তোমার সামনে এনে বলি কোনটা নেবো
তুমি কি আগের মতোই বলবে ডান হাত?
আর আমি হাসি দিয়ে বলবো এক মিনিট চোখ বন্ধ করো
ডান হাত ভরে আমার ভালোবাসা নিয়ে বলবো চোখ খুলো
আমি দেখবো তোমার আনন্দ, তোমার ছেলেমানুষি
সত্যিই কি তুমি এখনোও ডান হাত বলবে?


আচ্ছা আমি যদি আজও আমার পকেটে পাথর ভরে তোমাকে বলি দেখো আমি কতো ধনী
তুমি কি এখনোও হেঁসে বলবে
তোমার ধনীর হিসাব আমি জানি?
পুরো ৭টা পাথর আজও পকেটে ভরে নিয়েছি।



তুমি কোথায়.. আমার পাশে বসবে না?
হাঁসবে না আমার পাগলামী দেখে?
রাগ করবে না আমার ছেলেমানুষিতে?
আমি কি একাই থাকবো এমন জনমভর?
সবাই কে আজও এই প্রশ্ন করে যাই ঘুরেফিরে
জানো উত্তরটা কি? - নিশ্চুপ, নিরুত্তর জীবন আমার।
ভালো থেকো অপর পাশের ভুবনময়ী আমার
ভালো থেকো।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০২০ রাত ১০:০৫

নেওয়াজ আলি বলেছেন: খুব ভালো লেগেছে ।

১৫ ই জুলাই, ২০২০ রাত ১২:৫৯

নাজিম হাসান বলেছেন: ধন্যবাদ ।

২| ১৪ ই জুলাই, ২০২০ রাত ১০:২৩

আজাদ প্রোডাক্টস বলেছেন: ভুবনময়ী ভালো থাক।
খুব ভালো লিখেছেন।

১৫ ই জুলাই, ২০২০ রাত ১:০০

নাজিম হাসান বলেছেন: ধন্যবাদ ।

৩| ১৪ ই জুলাই, ২০২০ রাত ১১:০৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

১৫ ই জুলাই, ২০২০ রাত ১:০১

নাজিম হাসান বলেছেন: ধন্যবাদ, জনাব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.