নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বই পড়তে ভালো লাগে, আড্ডা দিতে বেশি ভালো লাগে ।

নুর ফ্য়জুর রেজা

জাতিসংঘের সনদ অনুযায়ী মানুষের বাঁচার অধিকার আছে । মানুষের ম্রতু্য তাই একধরনের অপরাধ - ইউভাল হারারী

নুর ফ্য়জুর রেজা › বিস্তারিত পোস্টঃ

শর্টেস্ট সিরিয়াল রিভিউ: Deathnote

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৮

একদিন অলস কোন দুপুরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। আপনার সামনে কিছুদূরেই একজন সুন্দরী হেঁটে যাচ্ছে। হঠাৎ রাস্তার মাথা থেকে একজন সন্ত্রাসী বের হয়ে আসলো।সুন্দরীর দিকে ছুরি ধরে তার হাতের ব্যাগটা ছিনিয়ে নিতে গেল। এই দৃশ্য দেখেই আপনার মাথায় রক্ত চড়ে গেলো। আপনি সন্ত্রাসীকে শায়েস্তা করার জন্য এগিয়ে যেতে গিয়েও থেমে গেলেন। বাস্তবতা আপনাকে পিছে টেনে ধরল। আপনি আস্তে করে মুখ ঘুরিয়ে অন্য দিকে হাঁটা শুরু করলেন। কিন্তু ভিতরে ভিতরে আপনি দগ্ধ হতে লাগলেন। একটা কন্ঠ আপনার ভিতরে বার বার চিৎকার করে বলতে থাকল, “এটা ঠিক না, এটা ঠিক না!” কিন্তু কি করবেন ! আপনার হাত-পা যে বাঁধা! মনে মনে এই সমাজের হাজারো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হলেও, বাস্তবে আপনি নিপাট ভদ্রলোক, একজন নিখুঁত মধ্যবিত্ত।

এই সমাজের প্রায় প্রতিটা মানুষেরই মানসিক অবস্থা কম-বেশি এমনই।এখন এই অবস্থায় একদিন হঠাৎ দৈবক্রমে আপনি “মৃত্যুর বই” নামে একটা নোটবুক কুড়িয়ে পেলেন। প্রথম পৃষ্ঠাটা উল্টিয়ে দেখলেন তাতে লেখা, এই বইয়ে যার নাম লেখা হবে সে-ই মারা যাবে! ব্যাপারটা আপনার কাছে প্রথমে কৌতুক মনে হলেও একসময় আপনি ঠিকই আগ্রহী হয়ে উঠলেন। হাজার হোক, আপনি অতিষ্ঠ, নির্যাতিত- একটা বইয়ে নাম লিখার ফলে যদি কোন অপরাধী মারাও যায়, তাতে ক্ষতি কী! পরীক্ষামুলকভাবে প্রথম নাম লেখার পর আপনি বিস্ময়করভাবে আবিষ্কার করলেন, বইয়ে যা লেখা আছে তা পুরোটাই সঠিক! আপনি এখন কী করবেন? অবশ্যই আপনি এই ক্ষমতা ব্যবহার করে নিজের মনমত করে পৃথিবী গড়ার দিকে মন দিবেন। যে পৃথিবীতে আপনি থাকবেন স্রষ্টার ক্ষমতায়। আপনার কথাই হবে আইন। আসল স্রষ্টার সাথে আপনার পার্থক্য শুধু হবে- আপনি সৃষ্টি করতে পারবেন না, পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারবেন শুধু ধ্বংসের মাধ্যমে! কিন্তু এই অপরিসীম ক্ষমতা কী শেষপর্যন্ত নৈতিকতার মাপকাঠিতে পাস নম্বর পাবে? এর পরিণতি কী সুখকর নাকি আসলে এর কোন পরিণতিই নেই?



এরকমই একটা দৃশ্যপট নিয়ে গড়ে উঠেছে অ্যানিমেশন সিরিজ “Deathnote ” এর চিত্রনাট্য। জাপানের একজন সাধারণ বালক “ইয়াগামী লাইট”, যে ব্যক্তিজীবনে একজন ভালো ছাত্র, সুনাগরিক এবং তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। সমাজ এবং রাষ্ট্রের অসংগতিগুলো তাকে ভাবায়। কিন্তু তারমত সাধারন মানুষের যে আসলে কিছুই করার নেই। তার হাতেই একসময় দৈবক্রমে “Deathnote” এসে পরে। সে প্রথমে চমকে গেলেও পরবর্তীতে ধীরে ধীরে অপরাধীদের দমন করতে শুরু করে। কিন্তু তার এই দমননীতি আইনপ্রণেতাদের পছন্দ হয় না। আইনের বাইরে চলা যেকোন কিছুই যে আইনের দৃষ্টিতে অপরাধ! তাই তার বিরুদ্ধে পুলিশ তদন্ত চালায়। তদন্তে নেতৃত্ব দেয় “এল” নামে একজন গোয়েন্দা, যার খ্যাতি বিশ্বজোড়া। প্রশাসনে প্রচলিত একটা ধারণা যে, “এল” এর পছন্দ না হলে সে কখনও কোন তদন্তে হাত দেয় না।তার উপর আবার “এল” এর চেহারা কেউ কখনও দেখে নি!সবসময় গোপনে থেকেই একজন সহকারীর সাহায্যে সে অনেক জটিল সমস্যার সমাধান করেছে। শুরু হয়ে যায়, “এল” বনাম “ইয়াগামী লাইট” এর বুদ্ধিদীপ্ত ও উপভোগ্য লড়াই।

এই অ্যানিম সিরিজটা জাপানী জাতীয় টেলিভিশনে (NHN) এ প্রচারের শুরু থেকেই বিপুল জনপ্রিয়তা পায়। এমনকি দর্শকদের অনুরোধে সিরিজটা একবার শেষ করার পরও নির্মাতারা চিত্রনাট্যে আংশিক পরিবর্তন করে আবার হাজির হয় টিভি পর্দায়। এই সিরিজের চরিত্রগুলো নিয়ে পরবর্তীতে মুভীও তৈরি হয়। অন্যান্য অ্যানিমেশন সিরিজের সাথে এর মুল পার্থক্য হচ্ছে চিত্রনাট্যের অনন্যতা। মুলত অ্যানিমেশন সিরিজগুলোতে কাহিনীগুলো হয় কিছুটা রুপকথা নির্ভর। এই সিরিজের মুল ভিত্তি কাল্পনিক হলেও কাহিনীর প্রতি পদে পদে দর্শকদের ধাক্কা খেতে হয়। হঠাৎ পাওয়া ক্ষমতা মানুষকে অবিশ্বাস্যভাবে বদলে দেয়। ইয়াগামী লাইটও নিজেকে সকল সমালোচনার ঊর্ধে ভাবতে শুরু করে। “গড” কমপ্লেক্সে ভুগতে থাকা ইয়াগামীর মন থেকে ভালো-মন্দের পার্থক্য মুছে যায়। ক্ষমতাধর স্বৈরশাসক এর মত সে তার বিরুদ্ধ মতকে ধ্বংস করতে চায়। কিন্তু তার পথে বাঁধা হয়ে দাড়ানো “এল” এর মত চরম সাহসী এবং ধূর্ত একজন প্রতিপক্ষকে কী সে আসলেই ঘায়েল করতে পারবে? আর পাশাপাশি আছে তাঁর পক্ষে নীরবে-নিভৃতে গড়ে উঠা ভক্তকুলের বিড়ম্বনা। মনে মনে নিজেকে “গড” মানলেও, ইয়াগামী চাটুকারিতা দেখতে পারে না। সে চায় কেউ তার ইবাদাত করুক, কিন্তু ইবাদাতের বাহুল্যতা তার অস্তিত্বকে হুমকীর মুখে ঠেলে দেয়। শেষ পর্যন্ত কী ইয়াগামীর স্বপ্নের পৃথিবী বাস্তবতার মুখ দেখেছিলো?



এর উত্তর না হয় দর্শকরা সিরিজটা দেখেই জেনে নিক। প্রথম প্রথম একটু বিরক্ত লাগলেও (অ্যানিম দেখার অভ্যাস না থাকলে)২/৩ পর্ব পরই সিরিজটা উপভোগ্য লাগা শুরু হবে।



সিরিজ সম্পর্কে আমার রেটিং: ৮/১০

IMDB রেটিং: ৮.৮/১০

টরেন্ট ডাউনলোড লিংক এখানে।

মন্তব্য ৩২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: এনিমে দেখা হয় না যদিও, রিভিউ পড়ে এটা দেখার ইচ্ছা হচ্ছে। দেখব সময় পেলে।

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১৮

নুর ফ্য়জুর রেজা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ, প্রফেসর। এনিমে আমিও দেখি না। কিন্তু এই সিরিজটা কিছু বন্ধুর অনুরোধে দেখেছিলাম। শুরুতে বিরক্ত লাগলেও পরে একটানা দেখে শেষ করেছি। এন্ডিংটা অনেক শ্বাসরুদ্ধকর।

২| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩১

অবাধ্য সৈনিক বলেছেন: এর উপর বেস করে করা মুভিটার নাম কি

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৩

নুর ফ্য়জুর রেজা বলেছেন: Deathnote: L change the world

৩| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: এটা দিয়েই শুরু করছিলাম এনিমে দেখা ......

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০১

নুর ফ্য়জুর রেজা বলেছেন: হুম...

৪| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪১

তানিয়া হাসান খান বলেছেন: দেখব সময় পেলে। :) ধন্যবাদ :)

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৯

নুর ফ্য়জুর রেজা বলেছেন: আপনাকেও ধন্যবাদ। :)

৫| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ২:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: সিরিয়াল দেখিনা , রিভিউ ভালো লেগেছে , অফলাইনেই পড়েছিলাম এখন বলতে এলাম ভালো লিখেছেন !

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ২:২৪

নুর ফ্য়জুর রেজা বলেছেন: ধন্যবাদ, অভি ভাই। সিরিয়াল না দেখা একদিক দিয়ে ভালোই, কারণ এটা ভীষণ টাইমকিলিং !

৬| ২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৯

এম মশিউর বলেছেন: দারুন রিভিউ! এমন একটা বই পেলে আগে বাংলাদেশের দুই নেত্রী'র নাম লিখতাম।

ভালো লাগা রইলো।

২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩২

নুর ফ্য়জুর রেজা বলেছেন: ধন্যবাদ। :)

দুই নেত্রীর আশেপাশে থাকা চাটুকারের দলকে নির্মুল না করতে পারলে তাদেরকে মেরে কোন লাভ নেই !

৭| ২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৯

মাহতাব সমুদ্র বলেছেন: দেখা হয় না। তবে দেখবো একবার। সুন্দর বর্ণনা

২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৩

নুর ফ্য়জুর রেজা বলেছেন: ধন্যবাদ। :)


হাতে ৩/৪ দিনের অবসর থাকলে দেখে ফেলতে পারেন! ভালোলাগা গ্যারান্টিড।

৮| ২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৮

একজন আরমান বলেছেন:
প্লটটা সুন্দর।

২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৭

নুর ফ্য়জুর রেজা বলেছেন: প্লটটা আসলেই অনন্য। আমরা সবাই-ই কোন না কোনভাবে এমন কিছু ক্ষমতা পেতে চাই যা দিয়ে অপরাধীদের হাত থেকে দুর্বলদের বাচানো যায়। "Deathnote" দর্শকদের এই জায়গাতেই হিট করেছে।

মন্তব্যের জন্য ধন্যবাদ, আরমান। :)

৯| ২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার একটা রিভিউ! দেখা ইচ্ছা পোষন করি।

২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩১

নুর ফ্য়জুর রেজা বলেছেন: ধন্যবাদ কাল্পনিক ভাই ! :)

দেখে ফেলুন, ভালোলাগা গ্যারান্টিড !

১০| ২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৪

প‌্যাপিলন বলেছেন: চমৎকার রিভিউ....নামাচ্ছি

২৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

নুর ফ্য়জুর রেজা বলেছেন: ধন্যবাদ, প্যাপিলন। :)

১১| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:০১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল লাগল।

২১ শে নভেম্বর, ২০১৩ রাত ২:২২

নুর ফ্য়জুর রেজা বলেছেন: ধন্যবাদ। :)

১২| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৮

নীলপথিক বলেছেন: খুব ইন্টারেস্টিং দেখছি!

অ্যনিমেশন -এর জবর ভক্ত আমি। জ্যাপ-দের আইডিয়ার কোন তুলনা নেই। অ্যাভাটার এর আইডিয়ার কথাই ধরুন না। তবে সমস্যা হলো এদের ক্যারেক্টারগুলো আমার বিরক্তিকর লাগে। লম্বা লম্বা চুল, কোন মেয়ের শরীর হয়তো সানি লিওনের মতন কিন্তু চেহারা ছোট্ট শিশুর মতন... বড্ড বেমানান।

কেমন আছেন আপনি?

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

নুর ফ্য়জুর রেজা বলেছেন: জাপানীদের ক্যারেক্টারগুলো আসলেই বিরক্তিকর। বিশেষ করে নারী ক্যারেক্টারগুলোতে একটু পার্ভার্টনেসের ছোঁয়া দেখা যায়। আর অ্যানিমি এর বাইরে ওদের আলাদা কোন কালচার না থাকায় আমার কাছে ওদের মিডিয়াটাই কেমন জানি লাগে।
ভালো আছি ভাই। পরিবারের কিছু দায়িত্ব আর পড়াশুনা নিয়ে বেশি পরিমাণে ব্যস্ত। আর অনেকদিন এভাবে চলবে বোধহয়! :(

আপনি কেমন আছেন? বিশ্বভ্রমণ কেমন চলছে? আর বিয়ে কী করে ফেলেছেন? না করলে কী দাওয়াত পাবো? ;)

১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ২:২৪

অন্তরন্তর বলেছেন:

সিরিয়াল দেখা হয় না বা বলতে গেলে সময়
হয়ে উঠে না। কিন্তু আপনার রিভিউ ভাল হয়েছে।
শুভ কামনা।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

নুর ফ্য়জুর রেজা বলেছেন: ধন্যবাদ। :)
সিরিয়াল না দেখাই ভালো, পুরাই টাইম কিলিং !

১৪| ১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২২

আরজু পনি বলেছেন:
এনিমেশন ম্যুভি সাধারণত বাচ্চাদের নিয়েই দেখি । তাই দেখবো আশা করি ।
তবে এর উপর বেস করা ম্যুভিটাও দেখতে ইচ্ছে করছে ।

ব্লগে আমি নিজেও কিছুটা অনিয়মিত হয়ে গেছি ব্যস্ততায়...আপনিতো দেখি আমার চেয়ে অনিয়মিত !

অনেক শুভকামনা রইল, রেজা ।।

১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২১

নুর ফ্য়জুর রেজা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। :)

১৫| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৩

অরুদ্ধ সকাল বলেছেন:
একদিবসে হয়তো আমিও চিত্রনাট্য লিখিব ভ্রাতা তবে সেসবে কারো রুচী ঘুছবে কি-না জানিনে তবে লিখিব।

২৭ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১০

নুর ফ্য়জুর রেজা বলেছেন: আপনার কমেন্টখানা এই অধমের বোধগম্য হইল না ! :(

১৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪১

আমি তুমি আমরা বলেছেন: সিরিয়ালটা এখনো দেখা হয়নি।দেখার আশা রাখি। :)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৩

নুর ফ্য়জুর রেজা বলেছেন: অবশ্যই দেখবেন। তবে অ্যানিম দেখার অভ্যাস না থাকলে প্রথম দিকে বিরক্ত লাগতে পারে। অনেকদিন পর আপনাকে দেখলাম। কেমন আছেন আপনি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.