![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“হে করুনাময়, তুমি আমাদের দেশে শান্তি দাও। প্রভু হে! আমাদের আর কোনো মায়ের বুক যেনো খালি না হয়, কেউ যেনো আগুনে ঝলসে না যায়। রাস্তায় নেমে সকলে যাতে সুস্থ শরীরে আবার বাসায় ফিরে আসতে পারে। প্রভু হে! তুমি আমাদের নেতা নেত্রীদের মাঝে প্রজ্ঞা ও ধৈর্য দান করো, যাতে তারা দেশের জন্য কল্যানকর সিদ্ধান্তগুলো গ্রহন করতে পারেন। আমাদের মাঝের বৈরিতা দূর করে দাও। হে করুনাময়! আমাদের দেশে কল্যানকামী মমতাময় নেতৃত্ব সৃষ্টি করে দাও। আমিন।”
আসুন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রতিটা নামায, আরাধনা, উপাসনার পরে নিয়মিত এবং আগামীকাল শুক্রবার জুম্মার নামাযের পরে এভাবেই দেশের জন্য অন্তর থেকে দোয়া করতে থাকি।
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৭
কসমিক- ট্রাভেলার বলেছেন:
সহমত।