![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
void(1);
করবী নানা রঙের হয়। লাল, গোলাপী, সাদা- তবে লাল ও সাদাই দেখা যায় বেশি। ছোট ছোট ফুলগুলি গুচ্ছবদ্ধ হয়ে ফোটে। করবী ফুলে বিশেষ কোন গন্ধ থাকে না।করবী গাছ আমাদের দেশের অনেক বাগানেই দেখতে পাওয়া যায়। করবী ফুল রবীন্দ্রনাথের নানান কবিতায় উল্লেখিত হয়েছে। যেমন-
আবেশ লাগে বনে
শ্বেত করবীর অকাল জাগেরণে।
রবীন্দ্রনাথের লেখা বসন্তের একটি গানে ঋতুরাজ প্রশ্ন করেছেন
‘যখন বিদায়-বাঁশির সুরে সুরে শুকনো পাতা উড়ে
সঙ্গে কে র’বি।’
তখন করবী উত্তর দিয়েছে
‘আমি রব, উদাস হব ওগো উদাসী
আমি তরুন করবী।’
উত্তরটা অবশ্য বসন্তের মন রাখার জন্য, কারণ বসন্ত বিদায় নেবার পরও করবী অনেক দিন ধরে ফোটে।
করবীকে ইংরেজিতে Sweet-Scented Oleander, Indian Oleander বলা হয়। এর বৈজ্ঞানিক নাম Nerium indicum , এটি Apocynaceae পরিবারভুক্ত। Nerium শব্দটি এসেছে গ্রীক nerion বা Olender থেকে। Indicum শব্দের অর্থ of India। অর্থাৎ করবী আমাদের উপমহাদেশেরই ফুল। করবী গাছ মাঝারি ঝোপের আকারে হয়। এর পাতগুলি সরু ও বল্লমাকার।করবী না দেখে থাকলেও নামটি সবার চেনা। বিশেষ করে লাল বা রক্তকরবী নামটির সঙ্গে বাঙালীদের পরিচিতিটা বেশি, রবীন্দ্রনাথের বিখ্যাত নাটকের দৌলতে।
২| ০৯ ই নভেম্বর, ২০১০ রাত ৯:১০
বরুণা বলেছেন: নন্দিনী আর রক্তকরবী
৩| ১৪ ই মে, ২০১২ সকাল ১০:৫৩
তারিফ ০০৭ বলেছেন: ফুল সম্পর্কে এত তথ্য আমিও জানি না। খুব ভাল লাগলো করবী ফুল সম্পর্কে তথ্য দেবার জন্য
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩৮
রানা বলেছেন:
৫| ২২ শে এপ্রিল, ২০১৯ সকাল ৮:৫৩
খায়রুল আহসান বলেছেন: এই এতটুকুতে করবী বা রক্তকরবী সম্বন্ধে জানার আগ্রহ মিটলো না। এ ফুলটি এবং তার সৌন্দর্য সম্পর্কে আরো কিছু নান্দনিক বিবরণ জানার আশা নিয়ে আপনার এ পোস্টে ঢুকেছিলাম। গুগল করেও জানা যায়, তবে সেখানে ফুল ও মানবমনের স্নিগ্ধ মিথষ্ক্রিয়া অনুপস্থিত।
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১০ দুপুর ১:৪৬
রাইসুল সাগর বলেছেন: ভালোলাগলো++