নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাগতম আপনাকে এক প্রব্রজ্যার প্রবচন রাজ্যে !
অতঃপর এই অবহিত সময়ের শেষে
আবার যখন ফিরে আসে চেনা কোন ক্ষণ
ক্রমশ প্রৌঢ় হয়ে আসা মন
অথবা দীক্ষিত দুটো নয়ন
স্মৃতির চারণে চর্চিত করে অনুচ্চার্য কিছু কথা !!
মেঘের ঘোমটা টানা চাঁদ
কিংবা এই আটপৌরে পাথুরে ছাদ
নিজের সাথে নিজের বিসম্বাদ
তবুও আঁকড়ে ধরে আবৃত্তি করা বাঁচার কবিতা !!
জন্ম মানে কী ?
মৃত্যুকে আলিঙ্গণ করবার ভূমিকা মাত্র ?
নাকি জন্ম মানে নিজেকে এই প্রবোধ দেয়া
একদিন শূণ্য থেকে জন্মেছিলাম মৃত্যুতে মিশে মৃত্যুকে অতিক্রম বলে ।
কী তা আমি জানি না ।
আপনি জানেন কী অগ্রজ ?
না জানা থাক তবে ,এইটুকু হয়ে যাক কালেতে লীন
শুভ হোক আগামি , শুভ হোক জন্মদিন !!
শুভ জন্মদিন @শেরজা_তপন
বিঃদ্রঃ আপনার জন্মদিন উপলক্ষ্যে কিছু লিখবার প্রয়োজন বোধ করলাম তাই লিখলাম । ভালো থাকবেন বড় ভাই বিজ্ঞান ও ইতিহাসের উত্তরী গায়ে জড়িয়ে !!
২৪ শে জুলাই, ২০২৩ বিকাল ৩:২৪
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনাকেও ধন্যবাদ জানালাম তার পক্ষ থেকে !!
২| ২৪ শে জুলাই, ২০২৩ দুপুর ২:০২
অপু তানভীর বলেছেন: ট্রিট চাই ট্রিট !
২৪ শে জুলাই, ২০২৩ বিকাল ৩:২৫
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমিও জোর দাবি জানাচ্ছি আপনার সাথে !!
তবে বেশি জোরে জানাচ্ছি তো তাই দেখবেন ভাগে আমি যেন বেশি পাাই !! হেহেহেহেহে
৩| ২৪ শে জুলাই, ২০২৩ দুপুর ২:০৫
শেরজা তপন বলেছেন: জীবনে একটা সময় আসে যখন মনে হয় অনেক দৌড়েছি আর নয়- এবার সুস্থির হয়ে বসি। যা হবার হয়েই গেছে- আর কিছু হবার নয়।এটা হয়তো হতাশা বোধ কিংবা তৃপ্তিবোধের মাঝামাঝি একটা অবস্হা। সেই বয়স সন্ধিকালটাই হয়তো আমি এখন অতিক্রম করছি। অনেক ধন্যবাদ আপনাকে সুপ্রিয় ব্লগার আমার জন্মদিনে এমন কঠিন কছু প্রশ্ন রেখে যাওয়া কবিতার জন্য।
ভাল থাকুন নিরন্তর!
২৪ শে জুলাই, ২০২৩ বিকাল ৩:২৯
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনি এখন যে অবস্থায় আছেন । ঠিক সেই অবস্থাই আমাকে এখন তাড়া করে । আর তাই এই কবিতা লিখা !!
আপনিও ভালো থাকুন তপন ভাই । লিখে যান পুরুষের যন্ত্রণা কিংবা বিজ্ঞান ভিত্তিক লিখাগুলো , সমৃদ্ধ করুণ এই ব্লগকে । শুভেচ্ছা রৈল নিরন্তর !
৪| ২৪ শে জুলাই, ২০২৩ দুপুর ২:২১
আলমগীর সরকার লিটন বলেছেন: শুভ জন্মদিন বেচেঁ থাকুন অনেক দিন
২৪ শে জুলাই, ২০২৩ বিকাল ৩:২৫
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: তার পক্ষ ধন্যবাদ জানাচ্ছি । আপনিও ভালো থাকুন নিরন্তর !!
৫| ২৪ শে জুলাই, ২০২৩ দুপুর ২:৩৩
মোগল সম্রাট বলেছেন:
শুভ জন্মদিন শেরজা তপন ভাই
২৪ শে জুলাই, ২০২৩ বিকাল ৩:২৬
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: শেরজা ভাইয়ের পক্ষ থেকে জানাচ্ছি , শুভেচ্ছা !!
৬| ২৪ শে জুলাই, ২০২৩ দুপুর ২:৪৬
গেঁয়ো ভূত বলেছেন: শুভ হোক আগামি , শুভ হোক জন্মদিন !!
২৪ শে জুলাই, ২০২৩ বিকাল ৩:২৬
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনিও ভালো থাকুন সব সময় !!
৭| ২৪ শে জুলাই, ২০২৩ দুপুর ২:৫১
নজসু বলেছেন:
আমার অতি প্রিয় একজন।
জন্মদিনের শুভেচ্ছা।
আপনাকেও অনেক ধন্যবাদ।
২৪ শে জুলাই, ২০২৩ বিকাল ৩:২৭
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমারও প্রিয় । তাইতো এই লিখাটা চট করে লিখলাম !!
ধন্যবাদ আপনাকেও মন্তব্য ও শুভেচ্ছার জন্য !
৮| ২৪ শে জুলাই, ২০২৩ বিকাল ৫:৪৪
ফেনা বলেছেন: ব্লগার “নিবর্হণ নির্ঘোষ” এর পোষ্টের প্রতি উত্তরের মাধ্যমে শেরজা_তপন ভাইকে জন্ম দিনের শুভেচ্ছা
২৪ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:১৯
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আরে করলেন কী । আমি তো হতবাক হয়ে গেলাম । দাঁড়ান পড়ে মন্তব্য করছি !!
৯| ২৪ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৩০
ইসিয়াক বলেছেন:
একগুচ্ছ ইরানি গোলাপের শুভেচ্ছা রইলো।
২৪ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:১৯
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনাকেও এক আঁজলা বকুল ফুলের শুভেচ্ছা !! ভালো থাকবেন ভাই সবসময় !!
১০| ২৪ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৩৫
শায়মা বলেছেন: হ্যাপী বার্থডে ভাইয়া!
নির্বহন তোমাকেও ......
২৪ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:২০
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: প্রথমে শেরজা ভাইয়ের পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ জানাই ।
আর দ্বিতীয়ত আজ তো আমার জন্মদিন নয় !!!!
১১| ২৪ শে জুলাই, ২০২৩ রাত ৮:৫১
সাড়ে চুয়াত্তর বলেছেন: শুভ জন্মদিন শেরজা ভাই। আর নিবর্হণকে ধন্যবাদ সুন্দর কবিতার মাধ্যমে জন্মদিন স্মরণ করার জন্য।
২৪ শে জুলাই, ২০২৩ রাত ৮:৫৫
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: শেরজা ভাইয়ের পক্ষ থেকে আপনাকেও ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই!
আমার পক্ষ থেকেও শুভেচ্ছা জানবেন । ইয়ে মানে আরেকটা ধাঁধাঁ দেবেন !!
১২| ২৪ শে জুলাই, ২০২৩ রাত ১০:০১
পদাতিক চৌধুরি বলেছেন: জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা আমাদের প্রিয় তপন ভাইকে। আর এমন বর্ণিল উৎসবমুখর জন্মদিন পালনের সুযোগ করানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। কবিতাটি সত্যিই ভালো হয়েছে।++
নিরন্তর শুভেচ্ছা আপনাকেও।
২৪ শে জুলাই, ২০২৩ রাত ১০:৪১
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: শেরজা ভাইয়র পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানবেন !!
আপনাকে ধন্যবাদ ভাইজান কবিতাটা পড়বার ও মন্তব্য করবার জন্য । ভালো থাকবেন সবসময় । আপনার প্রতিও শুভেচ্ছা রৈল !!
১৩| ২৪ শে জুলাই, ২০২৩ রাত ১১:৫৯
চারাগাছ বলেছেন:
জন্মদিনের শুভেচ্ছা শেরজা কে।
আপনার কবিতা ভালো হয়েছে।
২৫ শে জুলাই, ২০২৩ সকাল ৮:৫২
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: শেরজা ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানুন !!
আপনাকেও ধন্যবাদ চারা , কবিতাটা পড়বার ও মন্তব্য করবার জন্য । ভালো থাকুন সবসময় আর বিটপী হবার সাধনায় রত থাকুন অবিরত !!
১৪| ২৫ শে জুলাই, ২০২৩ ভোর ৪:২১
খায়রুল আহসান বলেছেন: জনপ্রিয় ব্লগার শেরজা তপন এর জন্মদিনে তাকে জানাই আন্তরিক শুভকামনা- শুভ জন্মদিন! আগামীর দিনগুলো তার জীবনকে সুখে, শান্তিতে ও সাফল্যে ভরে দিক!
সবার প্রিয় এই ব্লগারের জন্মদিন স্মরণ করে কবিতা রচনার জন্য আপনাকেও সাধুবাদ জানাচ্ছি।
২৫ শে জুলাই, ২০২৩ সকাল ৮:৫৩
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: শেরজা ভাইয়ের পক্ষ থেকে আমি জানাচ্ছি , ধন্যবাদ অগ্রজ !!!
আমার পক্ষ থেকেও ধন্যবাদ জানবেন । আর হ্যাঁ ভালো থাকবেন সব সময় যত দূরেই থাকুন না কেন !!
১৫| ২৫ শে জুলাই, ২০২৩ সকাল ৮:৩৪
আহমেদ জী এস বলেছেন: নিবর্হণ নির্ঘোষ,
চলমান সময়ের মাঝে নিয়ে এলেন একটি চেনাক্ষন। যে ক্ষনটিতে ভূমিষ্ট নামহীন এক শিশু এতোটি বছর পেরিয়ে "শেরজা তপন" নামে ব্লগে নিজের একটা জায়গা করে নিয়েছেন ; নিজের স্বকীয়তায় - মহিমায় - সুন্দরতায়।
নিটোল একটি কবিতায় আপনি নির্ঘোষে সে ক্ষনটির জাতককের কথা জানিয়ে দিয়ে গেলেন। জানিয়ে দিয়ে গেলেন এক অনন্য মাত্রায়।
জীবন হোক "শেরজা তপন" এর আরো মহিমাময়। সুন্দর হোক তার আগামীর পথচলা........
২৫ শে জুলাই, ২০২৩ সকাল ৮:৫৭
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: প্রথমত দারুণ এক মন্তব্যের জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানবেন !!
কী সুন্দর করে বললেন আপনি ! পড়ে সত্যিই আরাম পেলাম ।
আপনার প্রতিও স্রষ্টার কাছে প্রার্থনা রৈল , আপনার আগামির দিনগুলি সুন্দর হোক , বাঁচুন নিজের মত করে । ভালো থাকবেন অগ্রজ , সামুর অংশ হয়ে !!!
১৬| ২৫ শে জুলাই, ২০২৩ সকাল ১১:৪৩
মাস্টারদা বলেছেন: ভালো লেগেছে। এখন তো পড়তে বসলে, বিশেষ করে কবিতা.. বিরক্তি ধরে যায়। আপনারটা তা নয়।
শেরজাদা'কে জন্মদিনের শুভেচ্ছা।
২৫ শে জুলাই, ২০২৩ দুপুর ১:০৪
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ মাস্টারদা , শেরজা ভাইয়ের পক্ষথেকে ধন্যবাদ জানবেন !!
খুব আনন্দিত হলাম আমার কবিতা সম্পর্কে আপনার মন্তব্য জেনে । ব্লগে আমার আরও কবিতা ও কবিতার অনুবাদ আছে , পড়বার আমন্ত্রণ রইল !!
একটা কবিতার লিংক দিলাম : হে বুর্জোয়া প্রেমিকা
১৭| ২৫ শে জুলাই, ২০২৩ সকাল ১১:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাল করেছেন একটা কবিতা উপহার জন্মদিনে, এটাই সেরা পাওয়া। ধন্যবাদ।
২৫ শে জুলাই, ২০২৩ দুপুর ১:০৫
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ মাইদুল ভাই । ভালোবাসা জানবেন আমার পক্ষ থেকে !!!
১৮| ২৫ শে জুলাই, ২০২৩ দুপুর ১:১২
রাজীব নুর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।
শেরজা কে জন্মদিনের শুভেচ্ছা জানাই।
২৫ শে জুলাই, ২০২৩ দুপুর ১:১৭
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: শেরজা ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানবেন রাজীব ভাই !!
আমার পক্ষ থেকেও ধন্যবাদ জানবেন । ভালো থাকুন নিরন্তর !!
১৯| ২৬ শে জুলাই, ২০২৩ রাত ১১:২৮
করুণাধারা বলেছেন: শুভ জন্মদিন শেরজা তপন!
কবিতা চমৎকার হয়েছে! আগামী ১৭ আগস্ট কাজী ফাতেমা ছবি আর শায়মার জন্মদিন। এবার জোড়া কবিতা চাই।
২৭ শে জুলাই, ২০২৩ রাত ১২:০৫
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: প্রথমা আমার ও শেরজা ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানবেন আপা !
কবিতা চমৎকার হয়েছে! আগামী ১৭ আগস্ট কাজী ফাতেমা ছবি আর শায়মার জন্মদিন। এবার জোড়া কবিতা চাই।
বাপরে , এখন তো দেখছি আমার ওপর বড় দায়িত্ব এসে পড়ল । ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ! ধন্যবাদ আপা এভাবে আমার কবিতার প্রশংসা করবার জন্য । ভালো থাকবেন সব সময় !!
২০| ২৭ শে জুলাই, ২০২৩ সকাল ৮:৫০
শেরজা তপন বলেছেন: করুণাধারা বলেছেন: কবিতা চমৎকার হয়েছে! আগামী ১৭ আগস্ট কাজী ফাতেমা ছবি আর শায়মার জন্মদিন। এবার জোড়া কবিতা চাই।
~ আপু আগষ্ট মাস মানে জাতীয় শোকের মাসে জন্মদিন -ভাবিয়া বলিয়েন।
২৭ শে জুলাই, ২০২৩ বিকাল ৫:২৫
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এই যাহ্ আমিও ভুলে গিয়েছিলাম !! মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ ভাইজান । তবে একটা প্রশ্ন শোকের মাসে মাসুদ রানা মুক্তি পাবে এটাও কী উচিত !!!
২১| ২৭ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৫০
করুণাধারা বলেছেন: শেরজা তপন, শোকের মাসেও শায়মার জন্মদিন উপলক্ষে কবিতা লেখা হয়েছে, আপনি শোক চেপে রেখে কবিতাটা পড়েছেন এবং মন্তব্য করেছেন; দেখে আমি মুগ্ধ হলাম।
view this link
২৭ শে জুলাই, ২০২৩ রাত ৮:৪৯
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: তাহলে শোক চেপে কবিতা লিখা যাবে তাই না আপা ???
২২| ২৭ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:২৮
শেরজা তপন বলেছেন: আমিতো ভুলেই গিয়েছিলাম!
তাইতো চমৎকার এক মন্তব্য করেছি- নিজের মন্তব্য দেখে নিজেই টাস্কি খাইলাম
স্যরি আপু। শোকের মাস হোক আর যাই হোক 'নিবর্হণ নির্ঘোষ' অবশ্যই কবিতা লিখবেন।
২৭ শে জুলাই, ২০২৩ রাত ৮:৫০
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: শোকের মাস হোক আর যাই হোক 'নিবর্হণ নির্ঘোষ' অবশ্যই কবিতা লিখবেন।
ভাইজান এই ছিল আপনার মনে ?
©somewhere in net ltd.
১| ২৪ শে জুলাই, ২০২৩ দুপুর ১:৫২
আমি সাজিদ বলেছেন: শুভ জন্মদিন তপন ভাই