![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একদিন মারা যাব, এই সত্যটা নিয়ে আমার খুব বেশি আক্ষেপ নেই। তবে, আমার মৃত্যুর পর আরও অসংখ্য অসাধারণ সব বই লেখা হবে, গান সৃষ্ট হবে, চলচিত্র নির্মিত হবে। কিন্তু আমি সে সব পড়তে, শুনতে কিংবা দেখতে পারবো না। এই সত্যটা আমাকে খুব যন্ত্রণা দেয়।
তোমার দিকে তাকাতে আমার ভয় লাগে কারন আজো তোমার দিকে তাকালে মনে হয় এই বুঝি নতুন করে আবার তোমার প্রেমে পড়বো ...
এই বুঝি আবার তুমি আমাকে কষ্ট দিবে...
এই বুঝি আমাকে ফেলে দূরে চলে যাবে...
তখন কোন এক অজানা ভয়ে নিজেকে সরিয়ে আনি তোমার কাছ থেকে...কিন্তু শরীর টাকে সরিয়ে আনতে পারলেও মনটাকে আমি রেখে আসি তোমারি কাছে কোন এক অজানা ভালবাসার টানে...
সত্যি অনেক ভালবাসি তোমায়..
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৬ সকাল ৯:৫৩
আর. এন. রাজু বলেছেন: আমি আরেকটি বার প্রেমে পড়তে চাই।