![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একদিন মারা যাব, এই সত্যটা নিয়ে আমার খুব বেশি আক্ষেপ নেই। তবে, আমার মৃত্যুর পর আরও অসংখ্য অসাধারণ সব বই লেখা হবে, গান সৃষ্ট হবে, চলচিত্র নির্মিত হবে। কিন্তু আমি সে সব পড়তে, শুনতে কিংবা দেখতে পারবো না। এই সত্যটা আমাকে খুব যন্ত্রণা দেয়।
কিছু প্রশ্ন ও আপনার উত্তর
নিচে ৪টা প্রশ্নের
সাথে একটা বোনাস প্রশ্ন
দেওয়া হলো ।
আপনাকে সবগুলো প্রশ্নের
তাৎক্ষনিক
উত্তর দিতে হবে ; উত্তর
ভাবতে বেশী সময়
নেওয়া চলবেনা । ঠিক আছে? চলুন
দেখা যাক
আপনি কতটা বুদ্ধিমান/বুদ্ধিমতি !
রেডি??গো..!!
* ১ম প্রশ্নঃ আপনি একটা দৌড়
প্রতিযোগিতায় অংশ
নিয়েছেন । আপনি এইমাত্র
২য়স্থানে থাকা প্রতিযোগীকে ওভারটেক
করলেন ।এখন
আপনি কোন পজিশনে আছেন?
"
"
"
"
"
যদি আপনি উত্তর দিয়ে থাকেন
আপনি ১মপজিশনে,
উত্তরটা ভুল!
যদি আপনি ২য়স্থানে থাকা প্রতিযোগীকে ওভারটেক
করেন,তাহলে আপনি তার
পজিশনেই থাকবেন ।
তাইআপনি ‘২য়’ !! আচ্ছা, এবার
কনফিডেন্টলি পরেরপ্রশ্নে চলুন ।
১ম প্রশ্নের উত্তর
দিতে যে সময় নিয়েছিলেন, ২য়
টার উত্তর
দিতে আরো কম সময় নিন ।
* ২য়
প্রশ্নঃ যদি আপনি শেষস্থানে থাকা প্রতিযোগীকে ওভারট
করেন,তাহলে আপনি কত নম্বর
পজিশনে থাকবেন?~
"
"
"
"
"
উত্তরঃ যদি আপনার উত্তর হয়
‘পেছন থেকে ২য়’ ,
তাহলে আপনি দ্বিতীয় বারের
মতো ভুল করলেন ! একটু
ভাবুন তো, লাস্ট পজিশনের
প্রতিযোগীকে ওভারটেক
করা কি সম্ভব?!
ইশশ..এবারো একটা ঝামেলা পাকিয়ে ফেললেন!
*৩য়প্রশ্নঃ এক্সট্রিমলি ট্রিকি গাণিতিক
প্রবলেম!
নোটঃ এই প্রশ্নের উত্তর দিতে শুধু
আপনার ব্রেইনটাই
ব্যবহার করুন ; কোন কাগজ-
কলমঅথবা ক্যালকুলেটর
ব্যবহার করবেন না ।মনে মনে ১০০০
সংখ্যাটি ভাবুন
এবং এর সাথে ৪০ যোগকরুন । এখন
আরো ১০০০ যোগ
করুন । এবারআরো ৩০ যোগ করুন ।
আবারো ১০০০ যোগ
করুন ।এর সাথে আরো ২০ যোগ করুন ।
শেষবারেরমতো ১০০০ যোগ করুন
এবং এর
সাথে আরো ১০ যোগদিন ।
"
"
"
"
"
যোগফল কত হলো?
৫০০০? সঠিক উত্তরহলো ৪১০০ ।
বিশ্বাস
না হলে ক্যালকুলেটর ব্যবহার
করে দেখুন! আজকের
দিনটা সম্ভবত আপনার জন্যনা , তাই
নয় কি?
হয়তো শেষ প্রশ্নটার সঠিক
উত্তরদিতে পারবেন ....
সম্ভবত ....
*৪র্থ প্রশ্নঃ মেরি’রবাবার
৫টা মেয়ে: ১. Nana, ২.
Nene, ৩. Nini, ৪.Nono ৫ম মেয়ের নাম
কি?~
"
"
"
"
"
~আপনি কি উত্তর দিয়েছেন,
‘Nunu’?না না না...!
আবারো ভুল উত্তর । ৫ম জনের নাম
মেরি ।
প্রশ্নটা আবার পড়ে দেখুন!
ওকে, এবারবোনাস রাউন্ড:
একটা বোবা লোক
দোকানে গেলটুথ ব্রাশ কিনতে ।
সে ব্রাশ করার মত
অঙ্গভঙ্গি করে বুঝিয়ে দিলো যে সে ব্রাশ
কিনতে চায়।
দোকানি তাকে একটা ব্রাশ
দিলো ;
সে ব্রাশকিনে বাড়ি চলে আসলো।
এবার একটা অন্ধ
লোক ঐএকই
দোকানে আসলো একজোড়া সানগ্লাস
কিনতে ।সে কি চায় এবার
সে দোকানিকে এটা কিভাবে বুঝাবে?
~
"
"
"
"
"
নরমাল!
সে মুখ খুলে দোকানির
কাছে সানগ্লাসচাইবে ....
আপনার
মতোই..! **সন্দেহ নাই আপনি অনেক
বুদ্ধিমান ; দেখুন
তো আপনার স্মার্টফ্রেন্ডর কয়টা সঠিক উত্তর
দিতে পারে ♬
♣♣ collected♣♣
২৭ শে জুন, ২০১৬ দুপুর ২:৩৪
আর. এন. রাজু বলেছেন: হাসান মাহবুব ভাই, আপনি হয়তো বুঝেননি আমার কথাগুলো।
ভাই আমি বলেছি যে, আপনারা উত্তর দেখার আগে নিজে একবার কম সময় নিয়ে ভেবে নিবেন যে উত্তরটি কি হবে।
আশা করি আমি আপনাকে বুঝাতে সক্ষম হয়েছে।
২| ২৭ শে জুন, ২০১৬ দুপুর ২:৩৮
হাসান মাহবুব বলেছেন: জ্বে না। বুঝি নাই। খুব জটিল ব্যাপার। আরো একটু খোলাসা কইরা বলেন পিলিচ!
২৭ শে জুন, ২০১৬ দুপুর ২:৪৯
আর. এন. রাজু বলেছেন: নো প্রবলেম। বলুন কোনটা?
৩| ২৯ শে জুন, ২০১৬ সকাল ১০:৫৮
অতৃপ্তচোখ বলেছেন: প্রশ্ন গুলো জটিল হলেও উত্তর তেমন কঠিন ছিল না। তবে ৪র্থ প্রশ্নটি গোলমেলে, উত্তরটাও।
আপনাকে অনেক ধন্যবাদ। ভালোই মনোযোগ ধরে রাখতে সক্ষম হয়েছেন। শুভ হোক আপনার পথচলা
২৯ শে জুন, ২০১৬ সকাল ১১:০৭
আর. এন. রাজু বলেছেন: হুঁ জটিল হলেও উত্তর গুলো সঠিক।
আপনি কি বুঝতে পারেননি ৪র্থ প্রশ্নটি?
ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।
আপনার জন্য রইলো শুভ কামনা।
৪| ২৯ শে জুন, ২০১৬ সকাল ১১:২০
অতৃপ্তচোখ বলেছেন: হ ভাই, ৪র্থ প্রশ্নটি সত্যিই বুঝতে পারছিনা । তেমন ইন্টারেস্টিংও মনে হচ্ছে না আমার কাছে।
তবে অবশ্যই ভালো পোষ্ট
২৯ শে জুন, ২০১৬ সকাল ১১:২৩
আর. এন. রাজু বলেছেন: ধন্যবাদ
৫| ২৯ শে জুন, ২০১৬ সকাল ১১:২২
আর. এন. রাজু বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুন, ২০১৬ সকাল ১১:০৩
হাসান মাহবুব বলেছেন: আপ্নেই তো সব উত্তর দিয়া দিলেন। আমরা আর কী কমু!