নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিরকুট

অরূপ দা

খুবই সাধারন মানুষ। সত্য শুনতে এবং বলতে পছন্দ করি।

অরূপ দা › বিস্তারিত পোস্টঃ

অনুশোচনা

২৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:১৮

পারমাণবিক বোমা ছিল, ভালোবেসে ছিলাম।

তার চোখের তীক্ষ্ণ চাহনি বিমহিত করেছিল আমায়।

বুঝতে পারিনি, তারই তীব্র আঘাতে আমার স্বপ্নদুনিয়াটা খন্ড-বিখন্ড।

কার্বন-ডাই-অক্সাইডের কনা তার পরতে পরতে।

উষ্ণ এ স্বপ্নমন্ডল জুড়ে শূন্যতা আর হাহাকার।





সালফিউরিক এসিড ছিল সে, বুঝতে পারিনি।

স্পর্ষ করেছিলাম এ স্নায়ু কোষ দিয়ে।

ঝলসে গেছে সব কোষ গুলো,

ঘা ধরে যাওয়া কোষে মশা-মাছিদের আস্তানা।





অক্সিজেন ভেবেছিলাম তোমায়,

আমার প্রতিটি গ্রন্থি জুড়েছিল তোমার বিচরণ।

নিমগ্ন ছিলাম কালো জাদুতে।

বুঝতে পারিনি, তোমার হাতেই আমার মৃত্যু।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ১:১৩

সাকিব শাহরিয়ার বলেছেন: ++++

৩০ শে জুন, ২০১৩ দুপুর ১:১৫

অরূপ দা বলেছেন: ধন্যবাদ সাকিব ভাই

২| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ১:২৬

ডি মুন বলেছেন: বাহ , বেশ ভালো লাগল কবিতা +++++++

আমার ব্লগে :) দাওয়াত রইল

৩০ শে জুন, ২০১৩ দুপুর ১:১৪

অরূপ দা বলেছেন: অবশ্যই ভাই। অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.