![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যত তাড়িতাড়ি ঈদ চলে আসছে, কেমন যেন এক কষ্ট ধীরে ধীরে মনের মধ্যে বেড়ে ওঠছে আমার।ঈদের দিন আবারও ঘুরে ফিরে সে একই দৃশ্য টেলিভিশনের পর্দায় দেখতে হবে-পথশিশুদের সে অসহায় মুখখানি। ঈদে নতুন জামা কিনতে না পারা,ভালো খাবার খেতে না পারা সে অভিমান, মনের মধ্যে চাপা রেখে ওরা অসহায় মতো চেয়ে থাকে ঈদে নতুন জামা পড়ে ঘুরতে বেড়ানো সমাজের সে সব ধনী,মধ্যবিক্ত মানুষদের দিকে।আমাদের এ দৃশ্যের কি আর পরিবর্তন হবেনা কোনদিন????
©somewhere in net ltd.