নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীলকান্ত নীল

নীলকান্ত দা

কবিতার ঘ্রাণ আসে, আসে এক বুক গোলাপের নির্যাস

নীলকান্ত দা › বিস্তারিত পোস্টঃ

♦ মতামতের নিষ্প্রাণ বিস্তার ♦

০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৮

বুদ্ধ একদা কোসাম্বির (এলাহাবাদের কাছে) সিম্সাপা অরণ্যে অবস্থান করছিলেন। তাঁর হাতে কিছু পাতা নিয়ে শিষ্যদের জিজ্ঞেস করলেন - "হে ভিক্ষুগণ, কোনগুলো বেশি? আমার হাতের পাতাগুলো নাকি অরণ্যের পাতাগুলো?"

'ভন্তে, তথাগতের হাতের পাতাগুলো যৎসামান্য, কিন্তু, প্রকৃতপক্ষে, সিম্সাপা অরণ্যের পাতাগুলো অনেক অনেক বেশি।'

'ঠিক এরকমই, ভিক্ষুগণ, আমি যতটুকু জানি, তার অল্পই বলেছি, আর যা বলিনি তার পরিমাণই বিপুল। এবং কেন আমি এগুলো বলিনি? কারণ তা প্রয়োজনীয় নয়.... নির্বাণের দিকে পরিচালনা করে না। এই কারণে আমি আপনাদের ওইসকল বিষয় বলিনি।'

যা জেনেও বুদ্ধ আমাদের বলেন নি সে-সম্পর্কে অনুমান করা নিষ্ফল, যেরকম কিছু পণ্ডিত বৃথা-চেষ্টা করেন। বুদ্ধ অপ্রয়োজনীয় অধিবিদ্যামূলক প্রশ্নের জবাব দিতে আগ্রহী ছিলেন না যেগুলো সম্পূর্ণ অনুমান-নির্ভর এবং কাল্পনিক সমস্যা তৈরি করে। তিনি সেগুলোকে 'মতামতের নিষ্প্রাণ বিস্তার' হিসেবে বিবেচনা করেছিলেন।

তথ্যঃ
১) মজ্ঝিম-নিকায় I (PTS), পৃঃ ১৩৪-১৩৫
২) সংযুক্ত নিকায় V (PTS), পৃঃ ৪৩৭



উদ্ধৃতাংশ - "মনের বৌদ্ধিক দৃষ্টিভঙ্গি" থেকে
লেখকঃ ওয়ালপোলা রাহুল
ভাষান্তরঃ জয়দেব কর (গ্রন্থঃ ভাষান্তরে বুদ্ধভাবনা)
----------------------------------------------------------

মতামতের নিষ্প্রাণ বিস্তার-

কল্পনা জগত অবশ্যই মানুষের অলস সময়কে গতীময় করে তোলে। তদুপরি কল্পনা যুক্তি-বিজ্ঞান সবকিছুর উর্ধে। অলস মস্তিষ্কের ব্যায়াম বলা যায় কাল্পনাকে। তবে বাস্তববাদী বুদ্ধের শিক্ষার সাথে কল্পনার দিন-রাত পার্থক্য স্পষ্ট করে দেয় প্রকৃত উপলব্ধিগত মানুষগুলোর চোখে। কাল্পনিক ও অতি-কাল্পনিক জগতে বাস করা মানুষের কাছে তার আর কতটুকুই বা প্রভাব বিস্তার করতে পারে, যারা সেই মহাজ্ঞানীর ধম্মকে নিয়ে অলৌকিকতার ধারাপাত মুখস্ত করিয়ে দিচ্ছে? সহজ-সরল মানুষ গুলোকে পোষ মানা নির্বোধ প্রাণী গুলোর মতো বোবা করে দিচ্ছে?

এরা কারা?
এরা কি এই মানব সভ্যতার দুর্বিত্ত? যেমন আই.এস এসে আমূল ঢুকে পড়ছে, বেড়িয়ে পড়ছে ধ্বংসাবশেষ নিয়ে?
এরা কি সেই লোভী দুর্বিত্তরা যারা সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠায় একদিন বুদ্ধের প্রাণের প্রতিও হাত বাড়িয়েছিলো?

এসব কল্পনা ও অনুমানের জগত থেকে বেড়িয়ে আসার ডাক বুদ্ধের আড়াই হাজার বছর পূর্বে, মানুষের জন্য। কল্পনা, অতি-কল্পনা ও অনুমানের অন্ধ জগত মানুষকে গণ্ডার করে দেয়।
তাই হুমায়ুন আজাদ বলেন- "মৌলিকতা হচ্ছে মঞ্চ থেকে দূরে অবস্থান"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.