![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে শোনা যাচ্ছে না অনেকবছর
আমি কি বধির হয়ে আছি?
একটা কবুতর ঝপঝপ উড়ে যাচ্ছে,
শুনে চমকে যাচ্ছি।
যতবার তার পাখা ঝাপটায় প্রতিবার শব্দ শুনি
পটকা ফেটে বেরিয়ে যাচ্ছে কবুতরের ছানা।
মাঝরাতে পূর্ণিমার চাঁদ; তোমার মত
নিবিড়ভাবে বসে আছে শব্দহীন পূজারবেদী।
কোন পাখি, আকাশে উড়ার জন্য বসে রয়
ক্রোশ যোজন দীর্ঘ প্রতিক্ষা করে।
তীরের ফলা দিয়ে কেটে যার বুক দৈব রক্তে ভেজা
উদান সঞ্চার করে রয় অনেকক্ষণ।
আরো পরে, সবুজ সকালের ক্ষেত আর শিশির,
প্রেমমুগ্ধ শুভতার উপহার।
আমাদের একান্ত যাপনের সময়
সন্ধ্যাপ্রদিপ জ্বালব, জোনাক ভর্তি মাঠে চন্দ্র পড়ে রবে।
২| ১২ ই মে, ২০১৮ সকাল ১১:০৮
নীলকান্ত দা বলেছেন: ধন্যবাদ শাম্মী দিদি।
৩| ১২ ই মে, ২০১৮ সকাল ১১:০৯
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
৪| ১২ ই মে, ২০১৮ সকাল ১১:১০
নীলকান্ত দা বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই....
৫| ১২ ই মে, ২০১৮ বিকাল ৩:২০
কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো। শুভকামনা। হ্যাপি ব্লগিং
৬| ১২ ই মে, ২০১৮ রাত ৮:০৩
নীলকান্ত দা বলেছেন: ধন্যবাদ হাফেজ ভাই
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৮ সকাল ১১:০২
খালেদা শাম্মী বলেছেন: শেষের দুই লাইন মন কেড়েছে। অসম্ভব সুন্দর কবিতা লিখেছেন নীল ভাই।