নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীলকান্ত নীল

নীলকান্ত দা

কবিতার ঘ্রাণ আসে, আসে এক বুক গোলাপের নির্যাস

নীলকান্ত দা › বিস্তারিত পোস্টঃ

অশেষ প্রান্তর যুদ্ধ

১৭ ই জুন, ২০১৮ রাত ১০:৫৮



নিজের ভেতর এক উৎসাহিত নরক
নেশাহীন জেগে কাটাবার দায় চোখে,
জানি, সমূহ ফাঁসির মঞ্চ আমার শেষ আশ্রয়
তাই একবিন্দু বিলম্ব হবে না।
জল্লাদের হাত সুনিপুণ কাজ করবে,
আমার ব্যাধি শেষ হবে।

তোমাদের জিহ্বা, দাঁত, নখের আচড়ে
ছিঁড়ে যাবে আমার ফাঁসির দড়ি।
বিক্ষত হবে আগুনের ফলা বিধে যাবার মত,
বন্দুক কাজ করবে না তোমাদের থরথর হাতে।
সকল লোকভূমি ভষ্ম হয়ে যাবে পদতলে,
নগ্ন নিজেকে নিয়ে মেতে উঠবে হত্যায়,
হত্যাও করো, কিন্তু
কখনো সফল হলে না, অনাকাঙ্ক্ষিত।
কখনও আকস্মিক প্রত্যক্ষ হলে নির্লাজ নগ্ন হয়ে যাও,
উলঙ্গ শিশ্ন তখন শেষ আশ্রয় হয়ে ওঠে,
তোমাদের ভেতর।
হয়ত কখনও-
গেলাসের অবশিষ্ট মদিরার মত ফুরিয়ে যাবে
তোমাদের শেষ আস্ফালন।

[Art: Kelly Beall]

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৮ সকাল ১১:১৬

রাজীব নুর বলেছেন: মোটামোটি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.