![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঘের ডানা থেকে মেঘ পড়ে খসে
যাবতীয় দেনার রঙ মেখে আছি ভেতরে, অদ্ভুত
পোশাকের তলায় লুকিয়ে মুখ বার করে আছি,
এইবুঝি কাঙাল বাঁশি বাঁজবে
ভয় করে, অশেষ ভয়
সংকোচ ধরে গায়।
আঙুলের ডগা থেকে জল শুষে নিলো অন্ধকার
কিম্ভুতকিমাকার;
আমি আমার ভেতর থেকে খুঁজছি আকাশের তারা
অদ্ভুত-কিম্ভূত তারা,
যারা লুকিয়ে আছে অন্ধকার ম্যানহোলে।
জোনাক!! তোরা সব সরে দাঁড়া
আমার সখের ভাঙা ট্যাক্টার গাড়ি বাজিয়ে আসছি আমি,
রত্নখোলা জমির বুক মাড়িয়ে, কেটে কেটে দাগ করে করে;
সোনার পিঞ্জিরার সব খাটি মধুমাখা চেহারা এখন বেশ ঝাপ্সা-
একেবারে ঝাপ্সা।
যার অন্ধকার আছে ভেতরে, একেবারে গভীরে আছে ব্ল্যাকহোল;
যেখানে কোনও আলোই পৌঁছতে পারে না আর।
২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৫
নীলকান্ত দা বলেছেন: ধন্যবাদ।
২| ২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যার অন্ধকার আছে ভেতরে, একেবারে গভীরে আছে ব্ল্যাকহোল;
যেখানে কোনও আলোই পৌঁছতে পারে না আর।
........................................................... ভালবাসার আলো অন্ধকারে ও দেখা যায়
কবিতায় ++
২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৭
নীলকান্ত দা বলেছেন: ভালোবাসা নিবেন।
৩| ২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩২
বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।
মেঘের ডানা থেকে মেঘ পরে খসে.............. পড়ে হবে।
আপনি খুব কম পোস্ট করেন।
শুভকামনা রইল।
২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:০০
নীলকান্ত দা বলেছেন: সংশোধনীর জন্য ধন্যবাদ।
খুব যে লিখতে পারি না দাদা, চেষ্টা করবো তবে।
আপনার জন্য শুভকামনা।
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।