![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের ঢল ঠেলে পিছে ফিরে দেখি আগামীর দিন
নতুন নাওয়ের পাল উঠে আছে দিগন্তের।
মধুবেলা চলে গেলে পর বিতৃষ্ণায় উঠে ভরে
আরো অধিক সময়; অনন্ত সময়ের তরে।
আমি জানি এই পরাবাস্তবতার আধেকখানি
এই নীলজলে হয় ক্ষয়,
তোমার নেত্রমণ্ডলীর মত সমুদ্রও যেন
সদা বুক উর্বর জেগে রয়।
তথাপি এই যাওয়া সুদুরের পথ অস্তগামী হলেও
সুজাতার প্রেম কি সিদ্ধার্থ ভুলে যাবে?
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।