![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রূপান্তর— প্রকৃতির অমোঘ সত্তা।
গভীর ঘুম থেকে জেগে ওঠে হ্রাস হতে থাকি চলমান।
ট্রেনের অনেকগুলি বগির মতো সম্পর্কিত থাকা।
তালতলার প্রৌঢ় বৃদ্ধ, সে জানে এ জগতের খবর।
শান্ত মুখে বসে থাকে তাই, কর্মহীন অনন্ত অবসরে।
তার গভীর চোখের ভেতর নিজেকে আবিষ্কার করে ছাতু মনে হয়।
অথচ কেমন দাম্ভিক স্বরে কথা কয়,
সমস্ত প্রাচুর্যকে পিষে ফেলে।
যোগিনী অনেকক্ষণ ধরে বসে রয়,
ধৈর্যশীল এক বাক্যের জন্যে।
তখন প্রৌঢ় আবার বহুদুরে তাকায়,
আর বলে "শেষ বলতে কিছু নেই, যেখানে শেষ সেখান থেকেই শুরু হয় আবার",
আরো নিকটে গিয়ে প্রকৃতির অমোঘ সত্তার।
২| ২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:২৪
আর্কিওপটেরিক্স বলেছেন: গভীর ভাবনা....
৩| ২৯ শে এপ্রিল, ২০১৯ রাত ২:০৩
কালো যাদুকর বলেছেন: পরজন্ম সম্পর্কিত?
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:১৮
মাহমুদুর রহমান বলেছেন: প্রতিটি সৃষ্ট জিনিসেরই একদিন শেষ আছে।
প্রথম পাতায় দুটো পোষ্ট কখন দিবেন না দয়া করে।