![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকই বলেছে আমি একটু অন্যরকম। আমার কাছেও তাই মনে হয়।
প্রতিটি মানুষই হয়ত মরে যাবার আগে অসহায় হয়ে যায়। যদিও তার শেষ চাওয়া গুলো থাকে একনিষ্ঠ, বিনয়ী অনুরোধগুলো থাকে একান্ত শুদ্ধতর। তার চারপাশে সাহায্যের কোন হাত বা করুনাপূর্ণ কোন দৃষ্টি তখন হয়ত থাকেনা। পেটের ক্ষুধা ম্লান হয়ে যায়। তিক্ষ্ণ দৃষ্টি ক্ষীন হয়ে যায়। মনের অস্থিরতায়, হৃদয়ের শুষ্কতায় অবিচল মনোভাব বিচলিত করে চলে প্রতি পদক্ষেপ। পা জড়িয়ে যায় পায়ে। অতি আকাক্ষার মুখ বাতাসের গায়ে ভাসে। স্মৃতিপটে ভাসে বাল্যকাল, বাবা মায়ের মুখ। প্রিয় প্রেমিকার করুন চাহুনি। আকাশ বাতাস নদী, পাহাড়, গাছের পাতাদের চিৎকার করে হয়ত বলতে ইচ্চে করে আমি চলে যাচ্ছি। অথবা আমি যেতে চাইনা। হারিয়ে যাওয়া মানুষগুলো অপাড় থেকে হাত ছানি দিয়ে ডাকে, অগোছাল বিভোর স্বপ্নে তারা আসে যায়। ক্রমশ দেহ থেকে আত্তা বিচ্ছিন্ন হতে থাকে আকাশ পথে। ক্রমশ দেহটা নিথর হতে থাকে সলিল সমাধীর পাশে।
©somewhere in net ltd.