![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ দুদিন থেকেই ঢাকায় উপলক্ষ্য আমার প্রথম কাব্যগ্রন্থ বিবর্ণ তুমিহীনা।আজ অনেক জনপ্রিয় ব্লগারের উপস্তিথিতে মোড়ক উন্মোচন করা হয়।
বিবর্ণ তুমিহীনা
লেখক: নির্ঝর নাসির
বইয়ের ধরন: কবিতা
প্রচ্ছদ: নওশিন আজাদ
৬৪ পৃষ্ঠার এই বইটির মূল্য
------------১২০,০০টাকা
পাওয়া যাচ্ছে ৪১১ ও ৪১২ নং স্টলে।
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৭
নির্ঝর নাসির বলেছেন: দারুন পরামষ
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৮
শিশেন সাগর বলেছেন: শুভ কামনা রইলো
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪
নির্ঝর নাসির বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০২
মিঠাপুর বলেছেন: ভাই, কিছু মনে করবেন না ? এইবার বইমেলায় বেশির ভাগ বইয়েরই দাম একটু বেশি। যদিও মানি সৃজনশীলতার কোন মূল্য হয় না।
তবু বইয়ের বেলায়, পাঠক যদি নাই পড়ল, লাভ কি তবে ?
যেহেতু আপনি বই প্রকাশ করেছেন। অবশ্যই কোন এক প্রকাশকের সাথে আপনার যোগাযোগ আছে,
আমার একটা মতমত হলো, কিছু কপি, বাজারের সবথেকে দামি কাগজে করুন ...
আর কিছু কপি বাজারের সব থেকে কমদামি কাগজে ছাপান। সম্ভবপর সবথেকে কম মূল্য রাখুন...
যাতে সবাই বইটি বেশি বেশি কিনে পড়তে পারে ... একজন পাঠক হয়ত ২০ জন লেখকের বিশ'টা বই কিনতে চায়।
আর যদি প্রতিটা বই গড়ে ১০০ টাকা করেও মূল্য হয়, তাহলে হয় ২০০০ টাকা।
লেখক ও প্রকাশকদের পক্ষ থেকে ভেবে দেখার অনুরোধ করি, মেলায় কয়জন মানুষ ২০০০ টাকার বই কিনে ?
কিছু কপি রাখুন সাজিয়ে রাখার জন্য, কিছু কপি পড়ার জন্য। নয়ত বইমেলা দিনদিন বড়লোকের সোকেজ সাজানো মেলায় পরিনত হবে।
যাই হোক ভাই, কিছু মনে করবেন না,
আমি,
আপনার বইটির সফলতা কামনা করছি...