নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিজেও রিক্সায় চড়ি, মাঝে মাঝে না নিয়মিতই।
কিন্তু কত প্রায় ১ মাস ধরে মূল সড়কে যেমন বেপরোয়া ভাবে ব্যাটারি-রিক্সা ও পা চালিত-রিক্সা চলছে এটা খুব অস্বস্তিকর।
একটু স্পষ্টভাবে বললে, ব্যাটারি-রিক্সা একেবারেই অবৈজ্ঞানিক, অদ্ভুত একটা বাহন। গতি অনেক বেশি, বাটন চাপলেই চলে, যেখানে চালকের ড্রাইভিং জ্ঞান বা দূরত্বের মাপ প্রায় শুন্য। আবার এই প্রবল গতির জন্য ব্রেকিং সিস্টেম শুধুমাত্র সামনের চাকায়। এই রিক্সার ওজন বেশি হওয়ায় একবার গতি উঠার পর তা থামানোর সাধ্য সামনের দূর্বল ব্রেক এর নাই বললেই চলে।
এদিকে পায়ে চালিত রিক্সা ততটা বিপজ্জনক না হলেও গতি কম হওয়ায় ও আচমকা লাইন চেঞ্জ করায় ঝুকিপূর্ণ অবস্থা তৈরি হয়।
আমরা সবাই মূর্খ বলে শেখার জন্য "ঠেকে শেখা" পর্যায় পর্যন্ত অপেক্ষায় থাকি।
এখন যেন না হয়, "শেখার সময়" আসা পর্যন্ত কয়েকজনের অঙ্গহানী হোক, কিছু মানুষ হাসপাতালে পৌছাক, বা আরো তীব্র কিছু ঘটুক।
সবার শুভবুদ্ধির উদয় হোক।
©somewhere in net ltd.
১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:১৩
নতুন বলেছেন: একটু স্পষ্টভাবে বললে, ব্যাটারি-রিক্সা একেবারেই অবৈজ্ঞানিক, অদ্ভুত একটা বাহন।
রিক্সা এতো গতির জন্য ডিজাইন করা না।
পায়ে চালানো রিক্সা অমানবিক। বন্ধ হউয়া জরুরি। কিন্তু বর্তমানের ব্যাটারি রিক্সা দিয়ে না। বরং নতুন ডিজাইনের রিক্সা লাগবে।