![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের ভীড়ে অমানুষ একটা। বাস্তবতার সাথে তাল মেলে না। গতিশীল ফুটবল এর মত ভবঘুরে আমি
উপরের ছবির সাথে সবাই কম বেশি পরিচিত।নাম হ্যান্ডওয়াশ। এটা নিয়ে খুব গুরুত্বপূর্ণ খবর আন্তর্জাতিক মিডিয়াতে আসার পরেও অনেকের চোখ এড়িয়ে গেছে। খবরটি ছিলো এরকমঃ FDA (US Food and Drug Administration) এন্টিসেপটিক সাবান ও বডিওয়াশ এর ব্যাবহার নিষিদ্ধ করেছে যাতে এমন কিছু উপাদান থাকে যা দীর্ঘদিন ব্যবহারে শরীরের ক্ষতি হতে পারে! এমনি তারা এও বলেছে জীবানু দূর করার ক্ষেত্রে সাধারন সাবানের চেয়ে এইসব সাবান মোটেও "বেশি কার্যকরী" নয়!
তাহলে রাত দিন যে আমরা বিভিন্ন নায়ক নায়িকা গায়ক গায়িকা থেকে শুরু করে সাকিব আল হাসান এর মুখে পর্যন্ত শুনছি এইসব সাবান, হ্যান্ডওয়াশ ব্যাবহারের কথা সেগুলো কি তাহলে ভুয়া?!
জ্বি, ভাই তাই! FDA মোট ১৯টি উপাদান কে নিষিদ্ধ করেছে যার মধ্যে অন্যতম হচ্ছে triclocarban যেটা ডেটল, স্যাভলন (Click This Link), লাইফবয় (Click This Link) এর মত পরিচিত সব সাবান, হ্যান্ডওয়াশ, বডিওয়াশ এর একটি কমন উপাদান!
কি হয় এই কেমিকেল ব্যাবহারে? রিসার্চ এভিডেন্স অনুসারে এইসব উপাদান হরমোন সাইকেল ব্যাহত করতে পারে, মাংসপেশীর দুর্বলতা সৃষ্টি করতে পারে। FDA এটাও বলেছে সাধারন সাবানের চেয়ে এইসব এন্টিব্যাক্টেরিয়াল সাবান বা হ্যান্ডওয়াশ ব্যবহারে জীবানু দমনে বেশি উপকারীতা পাওয়া যায় এমন কোন প্রমাণ নেই।
২০০৭ সালে ক্লিনিকাল ইনফেকশাস ডিজিস জার্নালে প্রকাশিত একটি গবেষনাপত্র অনুসারে (Click This Link)ঃ triclosan সমৃদ্ধ এসব সাবান সাধারন সাবানের চেয়ে বেশি কোন হেলথ বেনিফিট দেয়না বরং এসব সাবানের ব্যাবহার ভয়ংকার ওষুধ প্রতিরোধী জীবানু তৈরি করতে সাহায্য করে!
2013 সালে FDA এসব কোম্পানিকে তাদের উপাদানের কার্যকারীতা সম্পর্কিত বৈজ্ঞানিক তথ্য উপস্থাপন করতে বলে, কিন্তু তারা যথেস্ট পরিমান তথ্য উপস্থাপনে ব্যার্থ হওয়া এসব উপাদানের উপর নিষেধাজ্ঞা জারি করে আগামী ১ বছরের মাঝে এসব উপাদান কনজিউমার প্রোডাক্ট থেকে সরিয়ে ফেলার আদেশ দেয়া হয়
উপাদানগুলো হলো-
Cloflucarban
Fluorosalan
Hexachlorophene
Hexylresorcinol
Iodophors (Iodine-containing ingredients)
Iodine complex (ammonium ether sulfate and polyoxyethylene sorbitan monolaurate)
Iodine complex (phosphate ester of alkylaryloxy polyethylene glycol)
Nonylphenoxypoly (ethyleneoxy) ethanoliodine
Poloxamer--iodine complex
Povidone-iodine 5 to 10 percent
Undecoylium chloride iodine complex
Methylbenzethonium chloride
Phenol (greater than 1.5 percent)
Phenol (less than 1.5 percent)
Secondary amyltricresols
Sodium oxychlorosene
Tribromsalan
Triclocarban
Triclosan
Triple dye
কিছু কোম্পানি ট্রাইক্লোসান বা ট্রাইক্লোকারবান এর বদলে benzalkonium chloride, benzethonium chloride and chloroxylenol ইত্যাদি উপাদান ব্যাবহার করছে এবং এগুলো সম্পর্কেও যথেস্ট পরিমান বৈজ্ঞানিক তথ্য পাওয়া যায় নি।
আচ্ছা ধরে নিন এসব উপাদানে যদি আসলেই সাধারন সাবানের চেয়ে বেশি জীবানু মরতো এবং অন্য কোন ক্ষতি না হতো তাহলেও কি এগুলো ব্যাবহার করা উচিত? বিজ্ঞান কি বলে?!
চিকিৎসা বিজ্ঞানে Hygiene Hypothesis বলে খুব মজার একটি বিষয় আছে। এই তত্ত্ব অনুসারে ছোট বেলায় বাচ্চাদের খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ও জীবানুমুক্ত রাখলে বাচ্চা আজীবনের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতার দুর্বলতায় ভুগতে পারে! আমাদের শরীরের চামড়া থেকে শুরু করে নাক মুখ গলা, পেটের নাড়ি পর্যন্ত সব খানেই কিছু না কিছু জীবানু থাকে যাদেরকে আমাদের বন্ধু বলা যায় কেননা তারা আমাদের রোগ প্রতিরোধে ভূমিকা রাখে। এইসব জীবানু আমরা পাই ছোট বেলা থেকেই বিভিন্ন ছোট খাট ইনফেকশন থেকে। প্রথম অবস্থায় এরা হয়ত রোগ সৃষ্টি করলেও পরে আমাদের শরীরের অংশই হয়ে যায়। সুতরাং যেসব বাচ্চা ধুলা কাদা মেখে হেসে খেলে বড় হয় তারা একেবারে পরিচ্ছন্ন জীবানুমুক্ত পরিবেশে বড় হওয়া বাচ্চাদের তুলনায় বেশি সুস্থ থাকে! পরিছন্ন বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতার দূর্বলতায় অতিরিক্ত এলার্জি, হাপানি বা এধরনের রোগের প্রকোপ ও বাড়ে! আর বড় হলে অল্পতেই রোগাক্রান্ত হয় সেটা তো দৃশ্যমানই!
সারা বিশ্বে ২য় বিশ্বযুদ্ধের সময়ে এন্টিবায়োটিক এসেছিলো আশীর্বাদ হিসাবে। আমরা এর যথেচ্ছ ব্যাবহারের মাধ্যমে এর কার্যকারীতা নস্ট করছি, জীবানুরা হয়ে উঠেছে এসব ওষুধ প্রতিরোধী, আমাদের খরচ হচ্ছে লক্ষ কোটি ডলার, চলে যাচ্ছে হাজারো লাখো প্রাণ তবু জীবানু মরছে না, ভবিষ্যতে কোন এন্টিবায়োটিকই কাজ করবে না এমন সময় আসন্ন।
তাই আসুন আমরা সচেতন হই, ব্যাবসায়িক প্রচারনায় বিভ্রান্ত না হয়ে, অযোগ্য লোকের কথায় বিভ্রান্ত না হয়ে চিকিতসকের পরামর্শ ব্যাতিত নিজের স্বাস্থ্য নিয়ে ঝুকিকর উপাদানে (সেটা এন্টিবায়োটিক হোক কিংবা সাবানই হোক) অভ্যস্ত না হই। আপনার আজকের সিদ্ধান্তই আপনাকে সহ পুরো পরিবার।নিজে জানুন অপরকে সচেতন করুন
তথ্যসূত্রঃ
http://www.fda.gov/NewsEvents/Newsroom/PressAnnouncements/ucm517478.htm
http://edition.cnn.com/2016/09/02/health/fda-bans-antibacterial-soap/
http://www.npr.org/sections/health-shots/2016/09/02/492394717/fda-bans-19-chemicals-used-in-antibacterial-soaps
https://s3.amazonaws.com/public-inspection.federalregister.gov/2016-21337.pdf
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৩২
নিলয় নীল বলেছেন: আসলে আমরা সচেতন না। সচেতনতার বিশাল অভাব।আর আমাদের স্বাস্থ্য অধিদপ্তর বা কতটুকু সক্রিয় এ ব্যাপারে!
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৪১
রক্তিম দিগন্ত বলেছেন:
বিষয়গুলো অজানা অনেকেরই। বিজ্ঞাপন দেখেই তো ব্যবহার করছে। যদি পরিবারে কেউ এগুলো সম্পর্কে জানে - তাহলেই একটু এড়িয়ে চলে।
পোস্টটা ভাল লাগলো। +
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৩৩
নিলয় নীল বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৪৪
সচেতনহ্যাপী বলেছেন: আজ আপনাকে সমর্থন দিয়ে রাত পোহালেই আমি ভুলে যাবো।। হয়তো আপনার লেখাটি একটু হলেও আবেদন সৃষ্টি করবে।। ধন্যবাদ।।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৩৪
নিলয় নীল বলেছেন: নিজের ভালো টা নিজে বোঝা উচিত অন্তত।আপানাকেও ধন্যবাদ পড়ার জন্য
৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:১৬
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জাজাকাল্লাহু খায়রান।
৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৩৯
একটি পেন্সিল বলেছেন: হুম আমাদের সচেতন হওয়া উচি৳
৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৯
সুমন কর বলেছেন: কি আর করবো বলুন, কি খাবো আর কি ব্যবহার করবো !!!! সবই ভেজাল আর ক্ষতিকর !!
তথ্যবহুল পোস্ট। শেয়ার করার জন্য ধন্যবাদ।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৩
নিলয় নীল বলেছেন: সবখানে আছে কিন্তু যেটা কম সেটা অন্তত ব্যবহার আর খাওয়া উচিত
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:২০
নতুন বলেছেন: মানুষের এতো দেখার সময় কই... বিঙ্গাপনের কথাই এরা বিশ্বাস করে।