নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মাঝে আমি অমানুষ। কোন সভ্য রুপের মাঝেও অসভ্যতা বিরাজিত

নিলয় নীল

মানুষের ভীড়ে অমানুষ একটা। বাস্তবতার সাথে তাল মেলে না। গতিশীল ফুটবল এর মত ভবঘুরে আমি

নিলয় নীল › বিস্তারিত পোস্টঃ

জরুরী প্রয়োজনে রক্তদাতা খুঁজে নিন

০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১:০৩


মানুষের শরীরের মূল্যবান তরল অংশ হচ্ছে রক্ত। বিভিন্ন কারণে এই রক্তের প্রয়োজন হতে পারে।
যেমনঃ গর্ভবতী মহিলার সন্তান জন্ম দানের সময়, কিডনী ডায়ালেসিস রুগীর জন্য, ক্যান্সার, থ্যালাসেমিয়া, রক্তশূন্যতা, আগুনে পোঁড়া বা দুর্ঘটনায় রক্তক্ষরণে ইত্যাদি।

আপনি জানেন কি?

রক্ত কৃত্তিমভাবে তৈরী করা যায় না, শুধুমাত্র একজন মানুষই পারে আরেকজন মানুষকে বাঁচাতে। কিন্তু দুঃখের ব্যাপার, প্রতিবছর বহুসংখ্যক মানুষ মারা যাচ্ছে জরুরি মুহুর্তে প্রয়োজনীয় রক্তের অভাবে। বর্তমানে বাংলাদেশে প্রতি বছর রক্তের প্রয়োজন মাত্র ৯ লাখ ব্যাগ। অথচ জনবহুল এই দেশে এখনো মানুষ মারা যাচ্ছে রক্তের অভাবে। রক্তের এই চাহিদা খুব সহজেই পূরণ করা সম্ভব হবে যদি আমাদের দেশের সকল প্রান্তের পূর্ণবয়স্ক মানুষদের রক্তদানের প্রয়োজনীয়তা এবং সুফলতা বুঝিয়ে সচেতন করা যায়।

একজন মুমূর্ষু রোগীকে তার প্রিয়জনের মাঝে সুস্থভাবে ফিরিয়ে আনা থেকে আনন্দের আর কিছু হতে পারে না। জরুরি রক্তের প্রয়োজনে মুমূর্ষু রোগীদের পাশে থাকুন। যারা রক্তদানে ইচ্ছুক, দয়া করে এই ওয়েবসাইটটিতে রক্তদাতা হিসাবে রেজিস্ট্রেশন করুন। জরুরি রক্তের প্রয়োজনে রোগীরাই আপনাকে খুঁজে নিবে। হ্যাপি ব্লাড ডোনেটিং।

"রক্তদান ঐচ্ছিক বিষয় নয়, এটি দায়িত্বের চেয়েও বেশি কিছু"

এখন কথা হচ্ছে প্রয়োজনীয় মুহূর্তে রক্ত পাবেন কেমন করে?
আমরা যদি সচেতন থাকি তবে নিকট আত্বীয়দের রক্তের গ্রুপ জেনে তার বিপদে সহজে রক্ত প্রাপ্তীর জন্য একই গ্রুপধারী আরো মানুষের তথ্য সংগ্রহ করে রাখব।
যেমনঃ

মোবাইল ব্লাড ব্যাংক - Mobile Blood Bank:

সকল মোবাইল নাম্বার রক্তের গ্রুপ, বর্তমান লোকেশন সহ মোবাইলে সেইভ করি!

example: 01853xxxxxx আমার নাম্বার, আমি থাকি ঢাকা, আপনি মোবাইলে আমার নাম্বার "A+ NILOY DHA " এই নামে সেইভ করতে পারেন।

তখন মোবাইলটাই হবে ছোটখাট একটা ব্লাড ব্যাংক! জরুরি প্রয়োজনে হইতো ঐ মোবাইল ব্লাড ব্যাংক থেকেই পাওয়া যাবে কাঙ্খিত ব্লাড ডোনার!

তবুও বিভিন্ন কারণে রক্ত পেতে সমস্যা হতে পারে তখন কি করবেন?

১) আজকাল ফেসবুকে অনেক স্বেচ্ছাসেবক আছেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন রক্তের জন্য।
তবুও বিভিন্ন কারণে রক্ত পেতে সমস্যা হতে পারে তখন কি করবেন?

১) আজকাল ফেসবুকে অনেক স্বেচ্ছাসেবক আছেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন রক্তের জন্য।
Volunteers in BD (রক্তদানের অপেক্ষায় বাংলাদেশ) এই লিস্টে কিছু ভলান্টিয়ার এর ফেসবুক আইডি লিংক পাবেন যা আপনার কাজে লাগবে।

২) ফেসবুকে অনেক গ্রুপ আছে যে সব গ্রুপে প্রয়োজনীয় তথ্য সমূহ
যেমনঃ
১. রোগির সমস্যা,
২. রক্তের গ্রুপ ও কত ব্যাগ লাগবে,
৩. হসপিটালের নাম ও ঠিকানা, ব্লক/ওয়ার্ড, কেবিন/বেড নং, কত তলায়, (অ্যাডমিট না থাকলে হসপিটালের নাম লিখে সাথে বহিঃবিভাগ লিখবেন)
৪. কোন দিন ও কোন সময়ের মধ্যে লাগবে এবং
৫. মোবাইল নাম্বার (রোগীর সাথে হসপিটালে যিনি আছেন) এবং উনি রোগীর কি হোন?
ইত্যাদি তথ্য প্রদান করে টিউন করবেন হয়তো রক্তদাতা পেয়েও যেতে পারেন!

৩) রক্তদানের অপেক্ষায় বাংলাদেশ :
এটি একটি ইউনিক ফেসবুক গ্রুপ।

এই গ্রুপে টিউন করার নিয়মঃ

✔ এই গ্রুপের সবচেয়ে মজার এবং ইউনিক ব্যাপার হল, যে রক্তদাতারা রক্ত দানের জন্য প্রস্তুত, তাদের জন্য আমরা সকল ভলান্টিয়ার মিলে রোগী খুজে দেই, প্রস্তুত রক্তদাতাদের জন্য রোগী খুঁজে দেয়ার জন্য এই ফেইসবুক গ্রুপ
✔ আপনার যদি রক্তদানের সময় পূর্ণ হন, অর্থাৎ আপনি যদি রক্তদানের প্রস্তুত হন, তাহলে আপনার রক্তের গ্রুপ, এলাকা, শেষ রক্তদানের তারিখ এবং সম্ভব হলে মোবাইল নম্বর জানিয়ে এই গ্রুপে টিউন করবেন
✔ রক্তদান করে ফেলার পর আপনার টিউনটি অবশ্যই Edit/Delete করে দিন
✔ আপনার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, পরিচিত যে কেউ যদি রক্তদানে প্রস্তুত থাকে, তাহলে উনার রক্তের গ্রুপ, জেলা জানিয়ে উনাকে ট্যাগ করে এই গ্রুপে টিউন করুন... এই গ্রুপের সকল ভলান্টিয়ার মিলে প্রস্তুত রক্তদাতার জন্য রোগী খুঁজে দেয়ার চেষ্টা করবে
✘ রক্তের প্রয়োজনে এই গ্রুপে টিউন করবেন না, রক্তের প্রয়োজনে এই গ্রুপের ওয়ালে যারা রক্তদানের আগ্রহ জানিয়ে টিউন দিয়েছেন, তাঁদের নক করুন।

৪) ডোনার লিস্টঃ রক্তদানের অপেক্ষায় বাংলাদেশ ডাটাবেসের Donor List এই ধরণের অনেক ডোনার লিস্ট পাবেন বিভিন্ন গ্রুপের সংগ্রহ করে রাখুন।

৫) ওয়েবসাইটঃ বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেখান হতেও আপনি ডোনারদের তথ্য পেতে পারেন এবং নিজেও তাতে রক্তদাতা হিসেবে নাম লিখাতে পারেন। যেমনঃ DonateBloodBD.com হচ্ছে তেমনি একটি ওয়েবসাইট।

৬) রক্তদানের কল সেন্টারঃ আপনি শুনে অবাক হবেন শুধু রক্তদাতা খুঁজে দিতেই কল সেন্টার রয়েছে যারা কোন কিছুর বিনিময় ছাড়ায় আপনাকে রক্তদাতা খুঁজে দিবে।
৭) Blood Bot

ব্লাড বট কি?
ব্লাড বট ফেইসবুকের মেসেঞ্জার ভিত্তিক অ্যাপ্লিকেশন। রক্তদাতা এবং গ্রহীতাদের মধ্যে যোগাযোগের একটি প্লাটফর্ম। যারা রক্ত দিতে ইচ্ছুক তারা বটকে রক্তের গ্রুপ, লোকেশন দিয়ে বার্তা পাঠালেই হবে। যখন কেউ রক্ত চেয়ে বটকে বার্তা পাঠাবে তখন বট স্বয়ংক্রিয়ভাবে রক্তদাতাকে তা জানিয়ে দেবে।

সহজ বলা যায়, জরুরী প্রয়োজনে রক্ত দরকার হলে আমরা যেভাবে ফেইসবুক বন্ধুদের নক করে রক্ত চাই। ঠিক একই ভাবে বটের সাহায্যে রক্ত চাওয়া ও দেওয়া যাবে।
যখন কেউ এই ঠিকানায় গিয়ে রক্ত চেয়ে বার্তা দেন তখন ‘ব্লাড বট’ রক্তের গ্রুপ, যে নম্বরটিতে রক্তের জন্য যোগাযোগ করবেন সে নম্বরটি, যে হাসপাতালে রক্ত লাগবে তার লোকেশন জানাতে বলে। নম্বরটিতে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হয়। কোডটি বটকে জানিয়ে নম্বর ভেরিফাই করে নেওয়ার পর বট হাসপাতালের লোকেশনের আশেপাশে ২ কিলোমিটার রেডিয়াসের কাঙ্ক্ষিত রক্তের গ্রুপের ডোনারদের মেসেঞ্জারে নোটিফিকেশন পাঠিয়ে দেয়।

ডোনারকে ‘details, can not go, already donated’ বাটন পাঠায় বট। রক্ত দিতে যেতে চাইলে ‘details’ চাপলে লোকেশন, ফোন নম্বরসহ বিস্তারিত তথ্য দেখাবে। রক্ত ইতোমধ্যে দিয়ে থাকলে ‘already donated’ বাটন চাপলে কোন মাসে রক্ত দিয়েছেন বট তা জানতে চায়। জেনে নিয়ে পরবর্তী চার মাস আর কোনো নোটিফিকেশন দেবে না ওই রক্তদাতাকে।

তথ্য সূত্র এবং কৃতজ্ঞতাঃ Blood Bot https://www.facebook.com/bloodbot
রক্তদানের অপেক্ষায় বাংলাদেশ Click This Link
DonateBloodBD.com http://www.donatebloodbd.com/

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১:২৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ

২| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১:৪১

সচেতনহ্যাপী বলেছেন: সন্ধানীর ডোনার আমি। তাই স্বভাবতঃই আপনার প্রচেষ্টাকে স্বাগতঃ জানাই।। প্রবাসী বলে শুধু মন্তব্য দিয়েই দায় সারলাম।। কিছু মনে নেবেন না।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.