![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সাধারণ মানুষ, সাধারণ থাকাতেই যার আনন্দ!
নিস্তব্ধ রাতে,
যখন যান্ত্রিক জীবনের ব্যস্ততা শেষে
নগরের সকল মানুষের মধ্যে ক্লান্তির
অবসান ঘটিয়ে নামে নিদ্রার আভাস,
তখন নগরে একাকী জেগে আমি
আমার জীবনে নেমে আসে না,
ক্লান্তির শেষে একটুখানি তন্দ্রাবিলাস।
সারাদিনের ব্যস্ততা আর বেঁচে থাকার
সামান্য প্রয়াসে
মলিন হয়ে গেছে আমার মত
মধ্যবিত্ত শ্রেণীর মানুষের মুখের হাসি,
ভাবতে এখন কষ্ট হয়,
হায়!জীবন আমাকে যতটা না দিয়েছে
নিয়েছে তার চেয়ে অনেক অনেক বেশী।
মনে পড়ে বন্ধুদের
সাথে মাতিয়ে তোলা সে সব সন্ধ্যা
হঠাত্ হঠাত্ গেয়ে ওঠা অচেনা কোনো গান,
কখনো কখনো বিষাদে ভেঙ্গে পড়া
কখনো আবার কঠিন কোনো অভিমান।
নেই সেই আগের পাগলামো গুলো
নেই সেই আনন্দ বিষাদের সুরতহাল,
উল্লাসের সেই দিনগুলোকে
গ্রাস করেছে মহাকাল।
জীবনযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি আমরা সবাই,
অতীতেরে আঁকড়ে ধরে পড়ে থাকার সময়
কই?
মাঝে মাঝে আনমনে হেঁটে যাই একলা পথে,
কোনো এক বন্ধুর দেখা পাওয়ার আশায়
চোখ মেলে রই।
ঘর সাজানোর স্বপ্ন ভুলে
ঘর বানানোর স্বপ্নে যখন
বিভোর আমার আঁখি,
ব্যয় বহুল এই জীবনযাত্রায়
নিজের খরচ মিটিয়ে তখন
ঋণের বোঝা টানতে থাকি।
ছিন্ন করে এই বন্দী শেকল
ছুটে যেতে ইচ্ছে করে অতীতের স্বপ্ন
রাঙা দিনে
যেখানে নেই কোনো ঋণের বোঝা,
নেই কোনো ধার কিংবা দেনা ;
পারি না যেতে অতীত পানে
পড়ে থাকি এই ইট কাঠের খাঁচায়,
যেখানে রোজ চলে লাখো মানুষের
স্বপ্ন বেচা-কেনা।
যেতে পারিনা আমি বর্তমান ছেড়ে
পারিনা লুকিয়ে রাখতে এই দীর্ঘশ্বাস,
শঙ্খনীল কারাগারে বন্দী আমি
শঙ্খের মধ্যেই সীমাবদ্ধ
আমার বসবাস।
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৫২
ফাতিমা নিশাত বলেছেন: jiboner golpo....
valo laglo......
৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৫৩
অপূর্ণ রায়হান বলেছেন: ++++++ দিয়ে গেলাম
শুভকামনা
৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১১
রমিত বলেছেন: সুন্দর হয়েছে।
'শঙ্খনীল কারাগার' রফিক কায়সারের লেখা একটা কবিতার নাম।
৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪২
আমি বাঁধনহারা বলেছেন: বাস্তবতার চরম নিষ্ঠুরতার কাছে
মানুষ বড় অসহায়।
তবু তো এগিয়ে যেতে হবে
ছিনিয়ে নিতে হবে জয়!
অতীতস্মৃতি কখনও
যায় না ভোলা।
অতীতস্মৃতি মনকে করে
সবসময় উতালা।
সবাই যেতে চাই
অতীতের তীরে।
কিন্তু কেউ তা পারে না
বর্তমানকে ছেড়ে।
মনের মাঝে যতই থাকুক
দুঃখ-বিরহ-আর অতৃপ্ত গ্লানি।
তবু স্বপ্ন দেখতে হবে
নতুন করে বাঁচতে হবে,
নতুনকে দিতে হবে হাতছানি।।।
খুব ভালো লাগল
বোন নাফিজা নুসরাত।
আপনার মনে সুখ আসুক
করি এই মোনাযাত।
+++++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫৫
মাক্স বলেছেন: +++
৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতায় +
৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৫
অপ্রচলিত বলেছেন: কবিতা ভালো লাগল।
৯| ১২ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১২
কবি ইমতিয়াজ হোসেন বলেছেন: দারুণ লিখেছেন।।
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৩৮
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: + +