![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় এলাকায় চালু হয়েছে বৈদ্যুতিক শাটল গাড়ি। গ্রিন ফিউচার ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য আজ সোমবার চালু হয়েছে চারটি গাড়ি। প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এ সেবা চালু থাকবে।
গ্রিন ফিউচার ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য মাহাবুব তালুকদার বলেন, ‘আমাদের পরিকল্পনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য আরও ১৪টি গাড়ির ব্যবস্থা করা। বর্তমানে শিক্ষার্থীদের জন্য চারটি এবং প্রক্টরিয়াল টিমের জন্য একটি ও গ্রিন ফিউচার ফাউন্ডেশনের মেম্বারদের জন্য একটি গাড়ি রয়েছে।’
মাহাবুব তালুকদার বলেন, ক্যাম্পাস শাটলে যাত্রার ভাড়া হবে সর্বোচ্চ ২০ ও সর্বনিম্ন ১০ টাকা। এ ভাড়ায় শিক্ষার্থীরা ক্যাম্পাসের অভ্যন্তরে চলাচল করতে পারবেন। প্রতিটি গাড়িতে গ্রিন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশের একজন করে স্বেচ্ছাসেবক (ঢাবি শিক্ষার্থী) থাকবেন এবং ভাড়া সংগ্রহ করবেন। কুয়েত মৈত্রী হল ও তৎসংলগ্ন হলের শিক্ষার্থীরা এ সেবার আওতায় থাকবেন।
জানা যায়, প্রাথমিকভাবে চারটি রুটে ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়িগুলো চলবে। প্রতিটি শাটলে ১৪ জন করে বসতে পারবেন। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
এদিকে গত নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে শাটল বাসসেবা চালু হয়। তিনটি নন–এসি মিনিবাস সকাল সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত চক্রাকারে ক্যাম্পাসে তিনটি রুটে চলাচল করে।
প্রথম আলো
১৪ ই মে, ২০২৫ সকাল ১১:৫৬
শাহ আজিজ বলেছেন: মিসিং ৪৩ ইয়ার্স।
২| ১৪ ই মে, ২০২৫ সকাল ১১:৪৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: ভালো সংবাদ।
১৪ ই মে, ২০২৫ সকাল ১১:৫৭
শাহ আজিজ বলেছেন: ১৯৭৬ সালে হতো , কি মজাই না হতো ।
৩| ১৪ ই মে, ২০২৫ সকাল ১১:৪৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভালো উদ্যোগ
১৪ ই মে, ২০২৫ সকাল ১১:৫৮
শাহ আজিজ বলেছেন: আধুনিকতার দিক দিয়ে ঢাবি অনেক পিছিয়ে ।
৪| ১৪ ই মে, ২০২৫ দুপুর ১২:৫৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সুন্দর একটি সমাধান।
৫ লক্ষ টাকা ৭ লক্ষ টাকা একেকটার দাম। খুব একটা বেশি না। কিন্তু, কি সুন্দর করে বহু দিনের একটি সমস্যার আকাংখিত সমাধান করা হলো। উদ্যোক্তাদের সাধুবাদ।
আমাদের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মূল গেইট থেকে ক্যাম্পাস প্রায় ১ কিমি ভিতরে। এরকম কিছু ভেহিক্যাল থাকলে ভালো হতো!
১৪ ই মে, ২০২৫ দুপুর ১:১৯
শাহ আজিজ বলেছেন: ভি সি কে বলে চালু করে দিলেই হয় ।
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০২৫ সকাল ১১:২৭
রাজীব নুর বলেছেন: খুব ভালো একটা কাজ হয়েছে।