![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর কেবল ছাত্রলীগের রাজনীতি নিশিদ্ধ না করে দরকার ছিল শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি নিশিদ্ধ করা। ইন্টারিম সরকারের ভুল সিদ্ধান্তের কুফল ভোগ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়।ক্যম্পাসে ছাত্রলীগের অনুপস্থিতিতে সেই স্থান দখল করেছে ছাত্রদল। হল ভিত্তিক ক্যডার রাজনীতির কালচার একটুকুও বদলায়নি। এখন হলগুলোর একচ্ছত্র দখল নিয়েছে ছাত্র দল। ছাত্র দলের টেন্ডার , চাঁদাবাজির ব্যবসা এখন রমরমা। গতকাল ছাত্রদলের এক ছাত্র খুন হয়েছে। ছাত্রদল নেতা সাম্য মোটরসাইকেলে করে সোহরাওয়ার্দী উদ্যানের পাশ দিয়ে যাওয়ার সময় অন্য একটি বাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এর জের ধরে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে অজ্ঞাত ব্যক্তিরা সাম্যের ডান উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা সবাই বহিরাগত। ঢাবি ক্যম্পাস সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান বহুকাল ধরেই চাঁদাবাজি, মাদক সেবন সহ বিভিন্ন অপকর্মের আখড়া। রাজনৈ্তিক দলগুলোর প্রশ্রয়েই ক্যম্পাস ও উদ্যান এলাকায় এইসব নিশিদ্ধ ও অবৈ্ধ কার্যক্রম চালু রয়েছে বহুকাল ধরেই। বরং এই ইন্টারিম সরকারের সময়কালে ঢাবি ক্যম্পাস এলাকায় পুলিশি প্রহরা বাড়িয়ে অবৈ্ধ মাদক সহ অন্যান্য অসামাজিক কার্যক্রম নিয়ন্ত্রনে এনে ক্যম্পাসের নিরাপত্তা বাড়ানো হয়েছে। তবে সোহরাওয়ার্দী উদ্যান ঢাবি ক্যম্পাসের বাইরে এবং এই এলাকায় মাদক সহ অন্যান্য অসামাজিক কার্যক্রম নিয়ন্ত্রনের দায়ভার আইন শৃংখলা বাহিনীর।
এই ঘটনাকে ইস্যূ করে ছাত্রদল টার্গেট করেছে নীল/সাদা তকমা না থাকা ঢাবির গুনী ভিসি ও প্রক্টরকে। ঢাবির ভিসিকে পুরাই খুনীর মত ট্রিট করছে ছাত্রদল কর্মীরা। সাম্যের লাশ নিয়ে ঘৃন্য ও নোঙরা রাজনীতি শুরু করেছে তারা। কোন কারন ছাড়াই ঢাবির ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবী করছে তারা!! এক ভিডিওতে দেখলাম ভিসি দুই হাত তুলে ছাত্রদের দিকে তাকিয়ে বলছেন'' আমাকে মার , মেরে ফেল আমাকে !!'' এসব দেখছি আর ভাবছি বিএনপির নেতারা কোথায় ? ক্ষমতায় না আসতেই এই দল যা শুরু করেছে , ক্ষমতায় আসলে কি হবে ভেবে অত্যন্ত শংকিতবোধ করছি।
১৪ ই মে, ২০২৫ বিকাল ৪:৫০
মেঠোপথ২৩ বলেছেন: চা সিঙ্গাগারার স্বাদ নষ্ট করে দিচ্ছে বিএনপি। এই দেশকে তারা পুর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর।
২| ১৪ ই মে, ২০২৫ বিকাল ৫:০৩
যামিনী সুধা বলেছেন:
বিএনপি/ছাত্রদলে যারা গেছে তারা ১৯৭১ সালের "পতিত রাজনীতবিদরা", যারা পাকিস্তান রাখার পক্ষে ছিলো কিন্তু রাজাকারে যায়নি; এখন দেশ দখল করেছে তারা রাজাকারদের উত্তরসুরী।
১৪ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:০০
মেঠোপথ২৩ বলেছেন: এইসব আওয়ামী বয়ানের এখন কোনই ভাত নাই। ৭১ নিয়ে অর্থহীন কচকচানিতে এই প্রজন্মমের কোনই আগ্রহ নাই। তারা বর্তমান নিয়ে কথা শুনতে চায়।
৩| ১৪ ই মে, ২০২৫ বিকাল ৫:১০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
মেঠপাথর ছাত্রদল নিইইএ ল্কখছেন্নন????
১৪ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:০০
মেঠোপথ২৩ বলেছেন: ্কি কইতে চান?
৪| ১৪ ই মে, ২০২৫ বিকাল ৫:৩৫
সৈয়দ কুতুব বলেছেন: এনসিপিতে ছাত্রদের পাশাপাশি অভিজ্ঞ লোক দরকার। আপনার দ্রুত জয়েন করা উচিত।
১৪ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:০৩
মেঠোপথ২৩ বলেছেন: এনসিপিতে যারা আছে তারা সবাই একেকজন তুখোর নেতা । সভা সমতি, টকশো সব ফাটিয়ে দিচ্ছে এরা। এই দেশের প্রথাগত রাজনীতিকে বদলে দেবে এরা।
৫| ১৪ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:২৪
আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: ৭১ নিয়ে অর্থহীন কচকচানিতে এই প্রজন্মমের কোনই আগ্রহ নাই। তারা বর্তমান নিয়ে কথা শুনতে চায়।
- ৭১ নিয়ে আলোচনা করলে বা কথা বললে সেটা "কচকচানি " হয় না। ৭১ নিয়ে আলোচনা আজীবন হবে , যতদিন বাংলাদেশ নামক দেশ থাকবে।
১৪ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:২৭
মেঠোপথ২৩ বলেছেন: আমরা যারা সভ্য দেশে বাস করি সে দেশগুলোর গৌরবজ্জ্বল স্বাধীনিতার ইতিহাস আছে। সেই ইতিহাস নিয়ে এসব দেশে ব্যবসা হয় না, অর্থহীণ কচকচানি হয় না। ইতিহাস যেখানে আলোচনার জায়গা সে জায়গাতেই হয়। গুম, খুন, টাকা পাচারের মত মারাত্মক অপরাধ আড়াল নিতে স্বাধীনতার গৌ্রবজ্জ্বল ইতিহাস ব্যবহ্রত হয় না। আওয়ামিলীগের মত কুখ্যাত সন্ত্রাসী সংগঠনের এইসব ন্যরেটিভ ব্যবসা বন্ধ করার উদ্যোগ নিতে হবে।
৬| ১৪ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:৩২
কামাল১৮ বলেছেন: ৭১ আমাদের ভিত্তি।ভিত্তিতে যারা অস্বীকার করে তারা পরগাছা।
১৪ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:৩৯
মেঠোপথ২৩ বলেছেন: পোস্ট সম্পর্কিত মন্তব্য না করে যারা কথায় কথায় ৭১ টানে তারা গুম, খুন, টাকা পাচারকারীর কুখ্যাত সন্ত্রাসী সংগঠন আওয়ামিলীগের দোসর।
৭| ১৪ ই মে, ২০২৫ রাত ৯:০৩
যামিনী সুধা বলেছেন:
আওয়ামী চুরি করেছে, ওরা বাংগালী; আপনার দল মিলিয়ন মানুষ হত্যা করেছে ১৯৭১ সালে; ১৯৭১ সাল আপনাকে পেছনে টেনে নিবে সব সময়।
১৪ ই মে, ২০২৫ রাত ৯:০৯
মেঠোপথ২৩ বলেছেন: কমেন্ট প্রতি পেমেন্ট কেমন হয়?
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০২৫ বিকাল ৪:৪৫
যামিনী সুধা বলেছেন:
আপনি তো চা-সিংগারা খাওয়া শেষ করেছেন যথাসম্ভব; তারপরও সমস্যা?