![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কী – ওয়ার্ড রিচার্স সম্পর্কে কিছু বিস্তারিত বলার চেষ্টা করলাম। এই গুলো রিচার্স করে যতটুকু বুঝতে পারছি, ঠিক ততটুকুই শেয়ার করার চেষ্টা করেছি, যদি কারো একটু হলেও উপকার হয়ে থাকে, তাহলে জানাবেন এবং এর বাহিরে কেও যদি ভালো কিছু রিসোর্স পান, ধারণা পান, তাহলে আপনিও শেয়ার করার চেষ্টা করবেন ।
১। কী–ওয়ার্ড (Keyword) কী ?
কী-ওয়ার্ড বলতে আমরা মূলত বুঝি যে সকল ওয়ার্ড গুলো গুগল বা অন্য কোনো সার্চ ইঞ্জিনে লিখে সার্চ করি। সে সকল ওয়ার্ড গুলোই হলো কীওয়ার্ড। কীওয়ার্ড আপনার ওয়েবসাইট তথা আপনার ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা আপনি আপনার ওয়েবসাইটটি তৈরি করেছেন মূলত আপনার প্রতিষ্ঠানের সেবা বা পণ্য গুলোকে প্রমোট করার জন্য। কিন্তু আপনার ওয়েবসাইটের ঠিকানা প্রকৃতপক্ষে এই পৃথিবীর সকল ইন্টারনেট ব্যবহারকারীদের পক্ষে জানা সম্ভব নয়। কিন্তু এই সকল মানুষও যেন আপনার ওয়েবসাইটটি দেখতে পায় বা আপনার ওয়েবসাইটটি ভিজিট করে আপনার প্রতিষ্ঠানের পণ্য বা সেবা গ্রহণ করার সুযোগ পায় তারই সহজ উপায় হলো SEO তথা কী-ওয়ার্ড।
অতএব কীওয়ার্ড আপনার ওয়েবসাইট বা আপনার প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এই সকল কীওয়ার্ড সিলেক্ট করার জন্য সঠিক ভাব কীওয়ার্ড রিসার্চ করাটা খুবই জরুরি।
২। কেন আমরা কী–ওয়ার্ড রিসার্চ করবো ?
সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন পুরো বিষয়টির মধ্যে কীওয়ার্ড বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কীওয়ার্ড এবং সার্চ ইঞ্জিন এর মধ্যে সম্পর্ক খুঁজতে গেলে এভাবে পুরো বিষয়টিকে বলা যায় যে কোন ওয়েবসাইট এর SEO বিষয়টি নির্ভর করে এই কী-ওয়ার্ড এর উপর অর্থাৎ কোন ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন এর প্রথমে নিয়ে আসতে কি পরিমান সময় লাগবে অথবা ঐ ওয়েবসাইটকে কত সহজে সার্চ ইঞ্জিনের প্রথমে নিয়ে আসা যাবে সেটি নির্ভর করে ঐ ওয়েবসাইট এর কীওয়ার্ড এর উপর। এক-কথায় বলা যায় কোনো ওয়েবসাইট এর SEO করাটা মূলত কীওয়ার্ড এর উপর নির্ভর করে। যেমন ধরুন SEO Course in Bangladesh সার্চ দিলেই দেখবেন এই https://www.nshamim.com/seo-training-bd/ ইউআরএলটা ১ম এ চলে এসেছে। এইখানে টার্গেট কীওয়ার্ড হচ্ছে বাংলাদেশের এসইও কোর্স আর রেজাল্টস এ দেখাচ্ছে এসইও ট্রেনিং কোর্স গুলা।
তাই সর্বোপরি কোনো ওয়েবসাইট এর জন্য ভালো SEO করতে ভালো কীওয়ার্ড সিলেকশন করাটা খুবই গুরুত্বপূর্ণ। আর ভালো কীওয়ার্ড সিলেকশন করার জন্য সঠিক ভাবে কীওয়ার্ড রিসার্চ করতে হবে। কেননা সঠিক ভাবে কীওয়ার্ড রিসার্চ করার মাধ্যমেই আপনি আপনার কাঙ্খিত কীওয়ার্ড গুলো পেতে পারেন।
©somewhere in net ltd.