নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইয়াক্ব্ব্ব্ব্ব

ইয়াক্ব্ব্ব্ব্ব › বিস্তারিত পোস্টঃ

ব্যাকলিংক কি কাজ করবে না ? এর ভবিৎষত কি ?

১৬ ই জুন, ২০১৯ রাত ৩:১৮

প্রিয় ভাই/বন্ধুগণ ক্যামন আছেন সবাই?

ব্যাক : পিছনে/ফিরে
লিক: চেন, শিকল ইত্যাদির এক একটি আংটা, চেইন

আমরা একটি মানুষ কে ভালো মন্দ কিভাবে যাচাই করি, তার ব্যাকগ্রাউন্ড দেখে যাচাই করি: যেমন: লোকটি কোন কোয়ালিটি মানুষের সাথে চলাপেরা করি, লোকটির স্বভাব ক্যামন, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, দেখতে ক্যামন, আচার আচরণ , মানুষের সাথে কিরকম সম্পর্ক ইত্যাদি।

ঠিক তেমনই: একটি পেইজ এর ব্যাকগ্রাউন্ড হিসেবে অন্যতম অংশ ব্যকলিংক কে বিবেচনা করা হয়।

#আপনার কন্টেন্ট ভালো: আপনি বেশ ট্যালেন্ট/ভালো কাজ পারেন।
#আপনার সাইটের ডিজাইন ভালো: আপনি দেখতে সুন্দর
#আপনার সাইটের স্পিড ভালো: আপনি শক্তিশালী,দ্রুত সার্ভি
স/সেবা দিতে পারেন
#আপনার সাইটের বয়স বেশি: আপনি ভারস্ত মানুষ

#আপনার সাইটের ব্যকলিংক বেশি: আপনাকে অনেক মানুষ চেনে, জানে , ভালো মন্দ সম্পর্কে মানুষ জানে। সো- এখন যদি আপনি ভালো হয়ে থাকেন, তাহলে মানুষ আপনার সুপারিশ করবে িএবং যেকোন জায়গায় আপনি স্থান করে নিতে পারবেন। খারাপ হলে সহজেই ধরা খাবেন।

এই পয়েন্ট টা মনে রাখুন: এখন বিষয় হলো: আপনার ব্যকলিংক ১০০০ টি মানে ১০০০ জন চিনে। এখন সেই ১০০০ জনের আবার পিএ ডিএ ক্যামন- তাদের ব্যকলিংক ক্যামন, তাদের সম্পর্কে
মানুষ ভালো বলে না , খারাপ বলে ইত্যাদি দেখতে হবে। ধরুন, ১০০০ জনের মধ্যে ৮০০ জন ভালো মানুষ, এবং ২০০ জন খারাপ মানুষ । ধরুন: খারাপ মানুষ গুলো চোর,ডাকাত, অচল, প্রতিবন্ধী অন্যদিকে, ভালো মানুষ গুলো এমপি,মন্ত্রি,শিক্ষক, ডাক্তার, চাকরিজিবি,সমাজসেবক,স্বনামধন্য মানুষ ইত্যাদি। এখন, যদি ১০০০ জনের মধ্যে ৮০০ জন ভালো মানুষ[এমপি,মন্ত্রি,শিক্ষক”] আপনার জন্য গুগল বা কোম্পানীকে সুপারিশ করে তাহলে আপনাকে আটকানোর মতো কেউ আছে? আপনি রেজাল্ট এ প্রথমে থাকবেন, চাকরি হবে, আপনার কাজ হবে। আর যদি ১০০০ জন চোর , ডাকাত , আপনার সুপারিশ করে তাহলে গুগল আপনার সাইট র‌্যাংক দিবে?আপনার চাকরি হবে?

এখন, কি বুঝলেন? যদি ১০০০ জন চোর ডাকাত আপনার সুপারিশ করে তাও লাভ হবে না, অন্যদিকে, ২-৪-৫ জন এমপি,শিক্ষক, ডাক্তার সুপারিশ করলে আপনার লাভ হবে,কাজ হবে।

এই ব্যাকলিংক সুপারিশ বা রেফারেন্স হিসেবে কাজ করে, যেমন: আমরা চাকরির সিভি তে রেফারেন্স উল্লেখ্য করি। এখন আসুন এই ব্যপারটিতে: এখন যদি ডাক্তারী পাশ করেন, চাকরির জন্য সিভি লিখেন , আর রেফারেন্স এ ৫ জন্য শিক্ষক এর রেফারেন্স দিলেন, আপনার চাকরি হবে? না হবে না। কারণ শিক্ষক ডাক্তারী বিষয়ে ভালো বোঝে না, যাকে সুপারিশ করছে, ভুল করে সুপারিশ করতে পারে, যেহেতু জানে না এ বিষয়ে। আবার ইন্জিনিয়ারিং চাকরিতে ডাক্তার এর সুপারিশ কাজে দিবে না।

সুতরাং, নিশ রিলেভেন্ট ব্যকলিংক করতে হবে, যে যে বিষয়ের মানুষ সে বিষয়ের মানুষ এর থেকে রেফারেন্স নিতে হবে

নোট: ডাক্তার, ইন্জিনিয়ার, শিক্ষক, যেহেতু গুরুত্বপূর্ণ ব্যক্তি সেহেতু তাদের সুপারিশ এ কাজ না হলেও অনেকটা অনুমান করা যায়ম আপনি ভালো বা আপনার সাইট ভালো।

এখন আসুন: এলাকার ১০০ জন ভালো মানুষ, সাধারণ মানুষ যদি সুপারিশ করে , অন্যদিকে একজন এমপি মন্ত্রি সুপারিশ করে তাহলে আপনার চাকরি বা সাইট র‌্যাংক করবে।

আর ১০০০ জন চোর ডাকাত সুপারশি করলেও লাভ নেই।
উদাহারণ: নেইল প্যাটেল , ব্রেইন ড্রেইন যদি উনার ওয়েব সাইট এ আপনার লিংক দেয়, তাহলে মানুষ বা ভিজিটর মনে করবে নেইল প্যাটেল যখন সুপারিশ করেছে সুতরাং সাইট টি ভালো।

সুতরাং- ব্যকলিংক মরে যায় নি, কখন মরবে ও না। শুধূমাত্র ব্যাকলিংক এর উপর প্রতিস্টিত হয়েছে অনেক বড় বড় কোম্পানী, সফটওয়ার, প্লাগইন।

অনপেইজ ই সব মনে করে অনেকনে করে এবং সেভাবে কাজ করে। তাদের ধারণাও ঠিক, কিন্তু সব জায়গায় কাজ করে না, প্রতিযোগীতা ই টিকতে হলে , অস্ত্র লাগবে। যেমন: একজন যোগ্য চাকরি প্রার্থী চাকরির জন্য গেল চাকরি ও হল। অন্যদিকে, অনেক এ আছে মামা চাচার জোরে চাকরী পেয়ে যায়।

ভালো থাকবেন, এই পর্বএর দ্বিতীয় আরেকটি পর্ব লিখবো। পাশে থাকবেন।

পোষ্টটি ক্যামন লাগলো কমেন্ট এ জানাবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।

বানান ভুল হলে ইগনোর করুন।

নোট: অনেক সময় , কোম্পানীর মালিককে নেশা,ব্লাকম্যাজিক ইত্যাদি খিলোনোর কারণে খারাপ প্রার্থীর চাকরি হয়ে যায়, ভালো প্রার্থী
র চাকরি হয় না। কিন্তু কোম্পানীর মালিক এর যখন নেশা কেটে যায় তখন একশন নেয়। পুওর লিংক ফাক্ট, ,অনেক সময় স্পাম ব্যাকলিংক কেও র‌্যাংক দেয়, পরে এই অবস্থা হয়। তাই ভালো কোনো ট্রেনিং সেন্টার থেকে SEO শিখুন ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.