![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
1. প্রথমত টারগেট করুন আপনার নিশ রিলেটেড ব্লগ। ভালোভাবে আর্টিকেলটি পড়ুন। আর্টিকেলে কনসেপ্ট বুঝে তারপর কমেন্ট করুন। বানান ও গ্রামার ভুলগুলো এড়িয়ে চলবেন। ভাল ব্লগ কমেন্টের সাহায্যে আপনার ব্রান্ড এবং অথোরিটি তৈরি করতে পারবেন। মি. অথোরিটিকে কষ্ট দিবেন না।
2. কমপক্ষে ৩টা বাক্য ব্যবহারের লক্ষ্য নিবেন। ব্লগাররা চায় রিডাররা তার আর্টিকেলে এঙ্গেজ হোক। সুতরাং মূল্যবান কিছু একটা বলার চেষ্টা করুন। তাই wow, great article, great post, I agree, cool website!!, amazing হেন তেন ছোট ছোট, শুধু পামমারা কমেন্ট পরিহার করুন।
3. অটো অ্যাপ্রুভ ব্লগ কমেন্ট এড়িয়ে চলুন। কারন এখানে স্প্যামাররাও ভিড় জমাবে। ওই সাইটের স্প্যাম স্কোর বেড়ে যাবে। গুগল সহজেই মার্ক করতে পারবে। তাই এডেটোরিয়াল লিংকে বেশী গুরুত্ব দিন। ওয়েবমাস্টারের কাছে প্রমান দিন যে আপনি হিউম্যান।
4. রিয়াল নাম ব্যবহার করার চেস্টা করুন। এতেও অথোরিটি ও আস্থা তৈরি করবে।
5. শুধু হোমপেজেই লিংক করবেন না। ইন্টারনাল পেইজও লিংক করবেন।
6. কনভারসেশনের প্রয়োজনে কমেন্টের মধ্যে লিংক দিন অন্যথায় নয়। দেখতেই স্প্যামি লাগে।
7. আপনার সাইটের জন্য লাগাতার শত শত ব্লগ কমেন্ট করবেন না। আপনার সাইটে বেশীরভাগ লিংক শুধু ব্লগ কমেন্ট হয়ে থাকলে আপনি পান্ডা, হামিংবার্ড বা পেঙ্গুইন পাখিকে আমন্ত্রন জানাচ্ছেন। লিংক ডাইভারসিটি রাখুন। ডেইলি, মান্থলি টারগেট নেওয়ার প্রয়োজন নেই।
8. নিজেকে ব্যতিক্রম প্রমান করতে আপনি প্রশ্ন করতে পারেন। যখন সে ভাববে অন্য রিডারের জন্যও এই প্রশ্নের উত্তরটা জানানো দরকার তখন গুরুত্বের সাথে অ্যাপ্রুভ করবে এবং অ্যান্সারও দিবে।
©somewhere in net ltd.