![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনলাইন থেকে আপনি যদি ইনকাম করতে চান তাহলে আপনাকে অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যারা অবশ্য নতুন কাজ শুরু করেছেন তাদের অবশ্যই আগে কাজ ভালো করে শিখে তারপর অনলাইন এ রিমোট কাজে আসা উচিত। আজ ঐ সব বিষয় গুলা নিয়ে আলোচনা করবো কি কি উপায়ে অনলাইন থেকে ইনকাম করতে পারেন।
1. ইউটিউবিং: ইউটিউবিং হচ্ছে আপনি নিজেই যেকোনো বিষয় নিয়ে ভিডিও বানিয়ে তা ইউটিউব এ পাবলিশ করবেন অবশ্যই তা ভিসিটরদের চাহিদা অনুযায়ী ও ইউটিউব কর্তৃপক্ষের রুলস অনুযায়ী। পরবর্তীতে আপনার চ্যানেল এর ভিডিও এর ভিউ ও সাবস্ক্রাইব যত ভালো হবে ইউটিউব এ আপনি ততো ভালো ইনকাম করতে পারবেন।
2. গুগল এডসেন্স : ব্লগিং এর মাধ্যমে আপনি বিভিন্ন ভাবে ইনকাম করতে পারেন তার মধ্যে গুগল এডসেন্স অন্যতম। আপনি আপনার ব্লগ এ ভিসিটরদের চাহিদা অনুযায়ী কনটেন্ট পাবলিশড করবেন তারপর ঐ কনটেন্ট এর মধ্যে গুগল অ্যাড বসিয়ে সেই অ্যাড থেকে ক্লিক ও ইম্প্রেশন থেকে ইনকাম আনতে পারেন।
3. আর্টিকেল রাইটিং: যেকোনো ওয়েবসাইট এ আর্টিকেল দরকার হয় কম বেশি। তাই আর্টিকেল রাইটারদের ডিমান্ডটা একটু বেশি। আপনি চাইলে আর্টিকেল রাইটিং করেও ইনকাম করতে পারেন।
4. সিপিএ মার্কেটিং: CPA বা কস্ট পার অ্যাকশন দিয়ে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন যদি আপনি ওয়েবসাইট থেকে ভিসিটরদের রেজিস্ট্রেশন বা সাইন আপ করাতে পারেন তাহলে আপনি এর মাধ্যমে ইনকাম করতে পারবেন।
5. ওয়েব ডেভেলপিং: ওয়েব ডেভেলপ এর ব্যাক এন্ড ও ফন্ট এন্ড ২ ধরনের কাজ হয়ে থাকে আপনি যেকোনো একটির মাধ্যমে ইনকাম করতে পারেন।
6. গ্রাফিক্স ডিজাইনিং: গ্রাফিকস এর মধ্যে আপনি বিভিন্ন সেক্টর আছে যেমন লোগো ডিসাইন, ফটোশপ ইলাস্ট্রেটর এই গুলোর যেকোনো একটির কাজ শিখে অনলাইনে ইনকাম করতে পারবেন।
7. এফিলিয়েট মার্কেটিং: এফিলিয়েট মার্কেটিং আপনি ২ ভাবে করতে পারেন যেমন ব্লগ করে আমাজন সহ ebay, কমিশন জংশন আরো অনেক প্লাটফ্রম। ভিডিও কনটেন্ট এর এফিলিয়াটে মধ্যে আলিবাবা অন্যতম।
8. এসইও: অর্গানিকভাবে আপনার ওয়েবসাইট এ ভিসিটর আনতে এসইও প্রধান মাধ্যম। আপনি ক্লায়েন্ট এসইও র মাধ্যমে সহজেই ইনকাম করতে পারেন। যেমনঃ আপওয়ার্ক, ফ্রীলান্সার, ফাইবার ইত্যাদি মার্কেটপ্লেস এর মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন।
9. ইন্ডিভিজুয়াল এফিলিয়েট মার্কেটিং: আপনি সহজেই বিভিন্ন ইন্ডিভিজুয়াল কোম্পানি থেকে এফিলিয়েট লিংক এর মাধ্যমে ইনকাম করতে পারেন। এটি এফিলিয়েট নেটওয়ার্ক থেকে ভিন্ন যেমন আপনি চাইলে blue host, HostGator, Flipkart, AWeber, SEMRush মার্কেটিং করে ইনকাম করতে পারেন।
10. ডাটা এন্ট্রি : ডাটা এন্ট্রি মাধমেও আপনি সহজেই ইনকাম করতে পারেন। পিডিএফ থেকে ওয়ার্ড ফাইল এ কনভার্ট বা ওয়ার্ড থেকে এক্সেল শিট এ কনভার্ট করার মাধ্যমে সকল তথ্য সঠিকভাবে বসানোর মাধ্যমে কাজ সম্পাদণ করে ইনকাম করতে পারেন।
©somewhere in net ltd.