নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি যৎসামান্য কবি যার কাছে মৃত্যু হলো অপূর্ব একটি কবিতা।

প্রলয় নীল

লেখক/কবি

প্রলয় নীল › বিস্তারিত পোস্টঃ

আজ হতে দু\'শ বছর পর

১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২১

আজ হতে দু'শ বছর পর
তুমি-আমি মিলিত হবো- আমি কথা দিলাম অপালা।
সেদিন আমরা সমুদ্র ভ্রমনে যাবো
ভয় পেওনা- তখন পৃথিবী শাসন করবে কবিরা
সংবিধানে যুক্ত হবে নতুন একটি আইন-
'কবি আর তাঁর কবিতার অবমাননাকারীর একমাত্র শাস্তি মৃত্যুদন্ড'।
হায়েনার নখের আঁচড়ে
আর কখনো ফালা ফালা হবে না জোৎস্নারাত
তুমি বেল ফুল দিও খোঁপায়
বেল ফুল আমার বড় প্রিয়
কলিগুলো এখন আর ধর্ষিত হয় না
ফুল হয়ে ফোঁটে- আমি দু'শ বছর পরের কথা বলছি।

এখন টুপি কম কিন্তু জয় হয়েছে ধর্মের
ঈশ্বর এখন বেজায় খুশি
শেয়ালগুলো তাঁকে পুঁজি করে এখন আর রাজনীতি করে না।

বহু পথ হেঁটে আমি বড় ক্লান্ত অপালা
আহ্ অপালা
তুমি আঁচল বিছাও ঘুমোবো আমি
কত দিন- কত মাস- কত বছর- কত যুগ-
ঘুমাইনি আমি
মিলিত হইনি সঙ্গমে আমরা
দেখিনি একে অপরে
আহ্ অপালা
উহ্ অপালা
আহা অপালা
বড় ব্যাথা অপালা।
ওরা ছিনিয়ে নিয়েছিলো আমার কলম
আমি আঁকতে পারিনি তোমায়
আমার কবিতা কেঁদেছে অপালা।
আমি পুড়তে থাকা মানুষ দেখেছি
আমি রাজনের মৃত্যু দেখেছি
যাকাতের বদলে মৃত্যু দেখেছি
নিরন্তর মিথ্যে বলে যাওয়া বুড়ো-বুড়িদের উল্লাস দেখেছি।
অপালা, ওই দ্যাখো নীল জলের হ্রদ
এসো সাঁতার কাটি
কতদিন সাঁতার কাটি না
তোমায় আমায় মিলে।
এসো উষ্ণতার শব্দ সুঁতোয় বুনে শীতের রাত আঁকি।

মানুষ এখন আর শীতে মরে না
পেট পুরে তিনবেলা খেতে পায়
সবার গা'য়ে কাপড় আছে- কুকুরের গায়ে উষ্ণতা খোঁজে না।

এখন ফুটপাথ ধরে মানুষ হাঁটে শুধু
বঁধু ভেবে রাত্রে জড়িয়ে ঘুমায় না
ব্রথেলগুলোতে রোজ হয় কবিতা পাঠ
মূলত- সেগুলো এখন এক একটি বাগান
রোজ ভোরে পাখি গান গায়।
আমায় মুক্তি দাও অপালা
আমি তৃষ্ণার্ত বহুদিন
দ্যাখো জয় হয়েছে কবিতার
তুমি কবিকে মুক্তি দাও অপালা
উন্মুক্ত করো তোমার শুভ্র বুক
যেথা শিশির জমে হয়েছে মুক্তোদানা
পতঙ্গ হবে আমার দু'টি চোখ
আমি ক্রল করে এগিয়ে যাবো তোমার গোপন প্রান্তরে
পাইনের ঘন জঙ্গল শেষে
একটি সাগর দ্যাখা যায়
চলো সেখানে আজ আমাদের মৃত্যু লিখি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫২

হাসান বিন নজরুল বলেছেন: হুম সব পূরণ হবে বাছা শুধু দু'শ বছর পর আমাকে রাজা করতে হবে।

১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৭

প্রলয় নীল বলেছেন: হা হা হা!! তথাস্তু।

২| ১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৮

মাহবুবুল আজাদ বলেছেন: ওয়াও দারুণ

১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৯

প্রলয় নীল বলেছেন: শুভেচ্ছা জানুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.