![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হ্যাঁ আমি কবি; এটি আমার বিশ্বাস।
কবিতার কসম; তোমরা যাই বলো না ক্যানো।
আমি সমুদ্র'কে বুকে নিয়ে ঘুরি
আমার মনের মাঝে ভিসুভিয়াস
তোমাদের দেয়া উপহার।
তৃষ্ণা পেলে আমি চলে যাই শ্মসানে;
শালের দোনায় পান করি মহুয়া
তোমরা আমাকে মাতাল বলতে পারো।
আমি এক চুমুকে শুষে নিতে পারি
পৃথিবীর তাবৎ দুঃখ-যন্ত্রণা-
পারবে তোমরা? যদি পারো-
তবে এসো মর্গে যাই;
রাত এলে আমি মূলত মর্গেই ঘুমাই।
'মর্গের বাতাসে কোনো ছলনা থাকেনা';
মৃত ফুসফুস নিয়ন্ত্রণ করে বাতাস তাই-
সে বাতাসে নিশ্বাঃস নিতে আমার বড় ভালো লাগে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৭
প্রলয় নীল বলেছেন: স্বাগতম। হ্যাঁ এটিই শক্তিশালী আইন। শুভেচ্ছা নিরন্তর।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৪
কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।
শুভ কামনা জানবেন।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৮
প্রলয় নীল বলেছেন: ধন্যবাদ কল্লোল দা। আপনাকেও অঢেল শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২২
বিজন রয় বলেছেন: হ্যাঁ আমি কবি; এটি আমার বিশ্বাস, এটিই শক্তিশালী লাইন।
+++