নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি যৎসামান্য কবি যার কাছে মৃত্যু হলো অপূর্ব একটি কবিতা।

প্রলয় নীল

লেখক/কবি

প্রলয় নীল › বিস্তারিত পোস্টঃ

কবিত/কু-বিতা

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪০



ধবধবে সাদা একটি কাগজে তুমি যে বাক্যটি লিখেছো-
সেটি কি কথা বলে? সেকি গগণবিদারী স্বরে কিছু বলতে চাচ্ছে?
মনে রেখো- যে অসংখ্য বাক্যের সমষ্টিকে তুমি নাম দিয়েছো কবিতা;
আসলে তা কবিতা নয়; সেটি মূলত 'কু-বিতা'।
যদি অসংখ্য বাক্যের মাঝে অন্তত একটি শব্দও কথা বলে;
তবে তুমি তার নাম দাও কবিতা এবং জানিয়ে দাও তুমি কবি।
যদি না পারো, তবে চলে যাও সমুদ্রে; ভ্রমণ করো অরণ্য
অতঃপর ধ্যান শেষে পাহাড়ে গিয়ে আত্মহত্যা করো।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৮

কল্লোল পথিক বলেছেন: বাহ!চমৎকার লেখা।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৮

প্রলয় নীল বলেছেন: শুভেচ্ছা সহ ভালোবাসা জানবেন।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৯

উল্টা দূরবীন বলেছেন: কবিতা এবং ছবি দুটোই সুন্দর। ভালো লেগেছে।

এক শব্দে পৃথিবী আঁকতে পারা কি আদৌ সম্ভব? পৃথিবী খুব খারাপ জায়গা।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫০

প্রলয় নীল বলেছেন: স্বাগতম। ভাই, খারাপ বলেই তো আঁকতে হবে সুন্দর কিছু। উদাহরণ সৃষ্টি করতে হবে।

অঢেল শুভেচ্ছা জানুন।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১২

দিশেহারা রাজপুত্র বলেছেন: অর্থাৎ ...

কবিতায় পাঠকের হাত ধরে সব বুঝিয়ে দেবার দরকার আছে কি?

যদি অসংখ্য বাক্যের মাঝে অন্তত একটি শব্দও কথা বলে; জীবনের কথা বঞ্চনার কথা আনন্দ কিংবা প্রেম কথা।

অর্থাৎ, মাত্র একটি শব্দে যদি তুমি আঁকতে পারো পুরো পৃথিবী; পৃথিবীর রং রূপ পূর্ণতা। কুৎসিত কদাকার সমাজ।

যদি এমন হয় তবে অর্থাৎ শব্দ কেন?
আর যদি একি হয় দুটি লাইন তবে দ্বিতীয়টি বাহুল্য।

আপনি একটি শব্দের তাৎপর্য উল্লেখ করেছেন। তাই বিস্তারিত মন্তব্যে গেলাম।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৯

প্রলয় নীল বলেছেন: ধন্যবাদ। আপনার মন্তব্য আমার পছন্দ হয়েছে। একটু বদলে দিলাম। শুভেচ্ছা রইলো বন্ধু।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১২

মহা সমন্বয় বলেছেন: আর এর নামই হচ্ছে সফল কবি, এক শব্দে যদি পৃথিবীই আঁকা না যায় তাহলে কবি হয়ে লাভ কি।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১০

প্রলয় নীল বলেছেন: সেতো বটেই। স্বাগতম এবং শুভেচ্ছা।

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৭

বিজন রয় বলেছেন: ছবি ও কবিতা দুটোই সুন্দর।
+++

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১১

প্রলয় নীল বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা জানুন দাদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.