![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'বর্তমানে বাংলাদেশ একটি স্বাধীন দেশ- বর্তমানে বাংলাদেশ একটি রাষ্ট্র- বর্তমানে বাংলাদেশ একটি রাষ্ট্রের নাম- বর্তমানে বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম দেশের নাম' কিন্তু এটি কি আদৌ সত্য এবং সঠিক'?
বাংলাদেশের বয়েস তেতাল্লিশ পেরিয়ে গেছে অথচ আজও আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের সত্যতা নিয়ে প্রশ্ন উঠছে! পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত, অপর্ণা সেন পরিচালিত সানন্দা পত্রিকার প্রচ্ছদ এই প্রশ্নের জন্ম দিয়েছে। গত ২৯ ফেব্রুয়ারী এটি প্রকাশিত হয়েছে। সেই প্রচ্ছদে 'বাংলাদেশ' এর স্থলে লেখা হয়েছে 'পূর্ববঙ্গ'! অথচ সবাই চুপ। কেউ কোনো প্রতিবাদ কিংবা নিন্দা করছেন না।
বিরুদ্ধমতের দল/ব্যক্তি পড়তে গিয়ে ভুলক্রমেও যদি 'অ' এর স্থলে 'ক' পড়ে ফেলেন তো সর্বনাশ! 'এরা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, এরা টেরোরিষ্ট, এরা বাংলাদেশকে পাকিস্তান বানানোর চক্রান্তে লিপ্ত' বলে ড: মুহাম্মদ জাফর ইকবাল- শাহরিয়ার কবির- আবদুল গাফফার চৌ: গং এর মতো 'রিচার্জেবল দেশপ্রেমীরা' পাগলা কুকুর রুপ ধরে খেঁকিয়ে উঠে অবিরাম চেঁচাতে থাকবে। শাহবাগে গিয়ে রাজপথে বসে 'হায় হুসেন' কে কপি করে বুক চাপড়ে 'হায় চেতনা- উহ চেতনা' বলতে বলতে ভোকাল কর্ডের ভুষ্টিনাশ করে ফেলবে কিন্তু-
কিন্তু আনন্দবাজার গোষ্ঠি স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের নাম নিয়ে খেলা করলেও ওরা চুপ থাকবে। খোদ বাংলাদেশ রাষ্ট্র চুপ থাকবে। অথচ ব্যপারটি মোটেও ছেলেখেলা নয়! এটি সকল বাংলাদেশিদের জাতিগত অস্তিত্বের প্রমাণ নিয়ে প্রশ্ন। কিন্তু কে করবে এর প্রতিবাদ? আদৌ কি কেউ করবে? আমি সন্দিহান।
সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ কে বলছি- আমি শুধু একটি কথাই বলবো, অবিলম্বে সমগ্র বাংলাদেশে সানন্দা পত্রিকার বাজারজাত বন্ধ করা হোক- ব্যান করা হোক যতদিন চিরদিনের জন্য।
সানন্দা কর্তৃপক্ষ, এটি পূর্ববঙ্গ নয়; এটি স্বাধীন বাংলাদেশ।
০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৩
প্রলয় নীল বলেছেন: ঠিকই বলেছেন
২| ০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩০
আহলান বলেছেন: তো কি হয়েছে .... পূর্ব বংগই না বলেছে, পূর্ব পাকিস্তান তো আর বলে নাই ... খিয়াল কইরা ...!
০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩২
প্রলয় নীল বলেছেন: হ বাঈ- খিয়াল করছি
৩| ০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৪
পাউডার বলেছেন: দুনিয়ার শত শত জাতির মাঝে আমরা বাঙালি। ৩০ কোটি জনসংখ্যার এই জাতির আদি ও বর্তমান নিবাস এই বাংলা। যা বর্তমান বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ। ১৯৪৭ এবং ১৯৭১ সালে এই জাতি বিভক্ত হয়। রাস্ট্র যত শক্তিশালীই হোক না কেন, আসলে তা একটি সাময়িক সীমানা প্রাচীর ছাড়া কিছুই না। ষাট বছর আগের পরাক্রম সোভিয়েত এখন কতগুলো দেশ!
বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সীমানা বার্লিন ওয়ালের চেয়েও ঠুনকো। এপাশে দাদার বাড়ি ওপাশে নানার। এপাড়ে বিয়ে, ওপারে বাজার। ১৯৪৭ এবং ১৯৭১ সময় লাখ লাখ মানুষ রিফিউজি হয়ে দেশান্তরী হয়। কেউ কেউ ভুলে যায় অতীত স্মৃতি। আর কারো লুকিয়ে থাকে মনের গহীনে। তাই ভারত-বাংলাদেশের খেলায়, ভারতের উইকেট পড়লে কলকাতার অনেক রিফিউজির ছেলের মনের অজান্তে হর্ষধ্বনি বেড়িয়ে আসে। ময়মনসিংহের ক্রিকেটারকে মনে হয় এলাকার সন্তান।
এবার সানন্দার কথায় আসি। লাখ লাখ রিফিউজি মানুষেরা এখনও তাদের জন্মস্থান নিয়ে ভাবেন। কেমন ঘর-বাড়ি ছিলো, কেমন রান্না হতো। সুনীল বই এর পরতে পরতে পাবেন এসব কথা। তাদের কাছে পূর্ববঙ্গ একটি আদরের নাম। যেমন আপনার আকিকা করা নাম থাকলেও ছোট ভাইরা ভাইয়া/দাদা ডাকে, মা সারা জীবন বলে বাবু। অবাঙালি ইন্ডিয়ানরা কখনো 'পূর্ববঙ্গ' বলবে না। তাদের কাছে এটা নিছক বাংলাদেশ।
আশা করি বোঝাতে সক্ষম হয়েছি।
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩০
প্রলয় নীল বলেছেন: হ্যাঁ ভাই সক্ষম হয়েছেন তবু একটি কিন্তু থেকেই যায়! সেটি কি জানেন? নথিপত্রে এই অঞ্চলের নাম বৃটিশ আমলে ছিলো পূর্ববঙ্গ, পাকিস্তান আমলে ছিলো পূর্ব পাকিস্তান কিন্তু ৭১ এ মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীনতা লাভ করে এবং নতুন একটি সংবিধান লেখা হয় যেখানে 'বাংলাদেশ' নামের নতুন একটি দেশের জন্ম হবার কথা উল্লেখ করা হয়েছে।
ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।
৪| ০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৭
গোধুলী রঙ বলেছেন: এইগুলা সানন্দারে বইলা কি করবেন, পারলে ঘরের বেডি গুলারে কন যারা এইটা কেনে
৫| ০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৩
রাজীব বলেছেন: আমরা যখন উত্তরবঙ্গ বলি তখন ??
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩২
প্রলয় নীল বলেছেন: দুঃখিত ভাই, আপনার বলা তখন এর উত্তর আমার কাছে নেই।
৬| ০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভৌগোলিক অবস্থানের দিক থেকে আমাদের দেশ পূর্বে এবং পশ্চিম বঙ্গ পশ্চিমে অবস্থিত। তাই ব্রিটিশ আমলে আমাদের অঞ্চলটিকে পূর্ববঙ্গ বা পূর্ব বাংলা বলা হতো। দেশভাগের পর পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়ায় এই অঞ্চল পূর্ব পাকিস্তান নামে পরিচিত হয়। কিন্তু বর্তমানে স্বাধীন সার্বভৌম 'বাংলাদেশ' নামে সারা বিশ্বে পরিচিত। এখন কেন আনন্দবাজার গোষ্ঠী তাদের সানন্দা পত্রিকায় আমাদের দেশকে পূর্ববঙ্গ নামে পরিচিত করানোর চেষ্টা করছে, সেটা সত্যিই নিন্দনীয় ব্যাপার। আমি এর তীব্র প্রতিবাদ করছি।
৭| ০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫২
আরণ্যক রাখাল বলেছেন: হা হা।
বাংলাদেশ পূর্ববঙ্গ নয়?
আপনার অতিরিক্ত দেশপ্রেম দেখে সত্যি হাসি পাচ্ছে
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২২
প্রলয় নীল বলেছেন: হাসুন রাখাল ভাই, প্রাণখুলে হাসুন। হাস্যরত মানুষ তো ইদানীং খুঁজেই পাই না! আমি সবসময় দোয়া করি পৃথিবীর সমস্ত মানুষ কান্না ভুলে যাক কিন্তু হাসতে শিখুক।
আমার উল্লেখিত বিষয়টি যতই উদ্ভট কিংবা বালখিল্য হোক তবু তো একজন মানুষকে আমি আমি হাসাতে পেরেছি! এই পাওনাই বা কম কিসে?
শুভেচ্ছা জানবেন।
৮| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১০
বদমায়েশ বলেছেন: @ পাউডার
দাদা বলছি কি, আপনার ওপারের দাদারা আমাদেরকে কি পরিমাণ আদর করে তার একটা উদাহরন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে দেখিয়ে দিয়েছে তারা, সেটা বোধহয় লক্ষ্য করেছেন। আর সোস্যাল নেটওয়ার্কিং সাইট গুলোতে হামেশাই দেখতে পাবেন আমাদেরকে আদর করে কি কি বলে। যেমন: কাঙাল, কাঙলাদেশ, বিড়াল ইত্যাদি।
০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০৬
প্রলয় নীল বলেছেন: আপনার মন্তব্যে স্বস্তিবোধ করছি। শুভেচ্ছা রইলো।
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৭
ফেরদাউসুর রহমান বলেছেন: এ কথাগুলো দাদারা বললে দোষের কিছু নেই। দাদারা তো মুক্তিযোদ্ধা।