![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিবর্ণ
- যাযাবর জীবন
পাতাঝরা দিনের পড়ে থাকা
হলুদ বিবর্ণ ঝরা পাতাগুলো দেখেছিস কি?
সবুজ সতেজ পাতাগুলো গাছে খেলছিল
এইতো মাত্র কয়েকদিন আগে
আজ মাটিতে অবহেলায় আছে পড়ে
বিবর্ণ শুকনো হয়ে
ঠিক আমার মত করে।
বছর গড়ালে আবার হয়তো
সতেজ সবুজ হয়ে উঠবে
ওই গাছের ফাঁকে ফাঁকে
আমার আর ফেরা হবে না
বিবর্ণ হৃদয়ে সবুজের আভা খেলে না
মনটা গেলে মরে।
২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৮
বিষাদ সজল বলেছেন: বিবর্ণ জীবনে প্রভাত আসবে কবে
যেদিন সুখপাখিটা কেবলই আমার হবে ???????
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৬
মাহবুবুল আজাদ বলেছেন: বছর গড়ালে আবার হয়তো
সতেজ সবুজ হয়ে উঠবে
ওই গাছের ফাঁকে ফাঁকে
আমার আর ফেরা হবে না । কথাটা ভাল লাগল।