নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাসন এ একা

হাত, পা, মাথা থাকলেই মানুষ হওয়া যায় নাহ্রদয় ধ্বক ধ্বক করলেই বেচে থাকা হয় না

নির্বাসন এ একা › বিস্তারিত পোস্টঃ

মনুষ্যত্ব

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩৬

মনুষ্যত্ব

- যাযাবর জীবন



চামড়ার খোলস হাড়ের ওপর

চড়ানো তো থাকে

জন্তু জানোয়ারেও;

তবে, মানুষ বলে কাকে?

ওপরওয়ালা মনের খোলসেতে ভরে

মনুষ্যত্ব দিয়েছে যাকে।



লোভ রিপুর তাড়নায়

মনুষ্যত্ব দেখি আজ শোভা পায়

শুধুই বই এর পাতায়

কিংবা কোন পাগল কবির

কবিতার ভাষায়

আর না হয় পাগল কোন আঁকিয়ের

সাদা ক্যানভাসে কালো কালিতে

এলোমেলো লেপ্টানো

বড্ড শোভা পায়।



ওপরওয়ালা ওপরে বসে চিন্তিত বড়

বোঝে না আজকের মানুষের মতিগতি

অনেক যতনে নিজ হাতে গড়ে

মাটি আর পানিতে

তাঁরই সৃষ্টি সর্বশ্রেষ্ঠ মনুষ্য প্রজাতি

কোথায় যাচ্ছে এরা

কেন এত তরা

কি হবে এদের গতি?

বিবেককে এরা আজ পুরোমাত্রায় দিয়েছে বিসর্জন

রিপুর কাছে করে দিয়েছে নিজেরে সম্পূর্ণ সমর্পণ

হায় মনুষ্য জাতি;

করেছে মনুষ্যত্ব থেকে বিভাজনে বিবেকটারে,

ওপর ওয়ালা বড্ড চিন্তিত ভাবে

চামড়ার খোলসে ভরে তবে

মানুষ বানিয়েছি কারে?





মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৯

স্নিগ্ধ শোভন বলেছেন:
:( :( :( :(

দারুণ লিখেছেন কবি।

++++

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:২০

নির্বাসন এ একা বলেছেন: ধন্যবাদ শোভন।

ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.