![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের চোখে দেখা
- যাযাবর জীবন
চোখের আর দোষ কি?
চোখ তো চলেই যায় রাস্তায় পথ চলতে
এদিক ওদিক কত সুন্দরীর পদচারণা।
চোখের আর দোষ কি?
চোখ তো চুম্বক আটকায় স্যাটেলাইট চ্যানেলে
পুরো পর্দা জুড়ে কত সুন্দরী স্বল্প-বসনা।
হাঁ করা চোখ চেয়ে থাকি
চোখ দিয়ে দেহ চাটি
আহা স্বল্প বসনা মেয়েগুলো
কি ভালো, কি ভালো!!
হোক না কিছু মা কিংবা মেয়ের বয়সী
কি আসে যায়?
উফফ! মন জুড়ালো, মন জুড়ালো।
আর এদিকে
ঘরের মা বোন!
কম কাপড়ে?
গালির তুবড়ি ঘরের ভেতরে;
খুব যতনে
মা, বোন কিংবা মেয়েকে
ঢেকে রাখি পুরো নেকাবে
লোভী ঐ পুরুষগুলোর
চোখের সামনে থেকে।
আমারই মা বোন
তাদেরও তো মাঝে মাঝে
আধুনিক হতে ইচ্ছে করে;
আমারই তো মন
কোন ভাবেই মানে না যে
রাখি তাদের ঘরের ভেতর বন্দী করে।
মুখে আধুনিক যতই হই না কেন
পুরনো ভাবনা গেঁড়ে আছে আমাদের মনে
মানুষ নামক সামাজিক জীব, আসলে বন্য
থাকা উচিত আমাদের বনে
আমাদের থেকে বড় হিপোক্রেট
আর কে আছে ত্রিভুবনে?
©somewhere in net ltd.