![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের সিঁড়ি
- যাযাবর জীবন
সিঁড়িটা কখনো ভালো করে লক্ষ্য করেছিস?
ঐ যে ওখানে অনেক ওপরে উঠে গেছে
শেষ সীমাটা যেন দৃষ্টি সীমা ছাড়িয়ে
আরো অনেক অনেক দূরে;
ওখানে উঠতে হয় কিন্তু খুব ধীরে ধীরে
ধাপে ধাপে পা ফেলে
এক পা দুপা করে এগিয়ে
ধাপের পর ধাপ পার হয়ে;
বড্ড কষ্ট ওপরে ওঠা
জীবনের ঊর্ধ্বগতি
উন্নতি
কিংবা ওপরে ওঠার পথ।
নামার সিঁড়িটাও তাকিয়ে দেখ ভালো করে
নেমে চলেছে যেন কোন পাতালে
নামাটা খুব সোজা
তরতর সিঁড়ি বেয়ে
কিংবা ধাপগুলো পার হওয়া
লাফিয়ে লাফিয়ে;
সময় লাগে না নেমে যেতে
নিম্নমুখী পথ বেয়ে
জীবনের
অবনতির
কিংবা পতনে।
ওপরে ওঠার স্বপ্নের সিঁড়িতে সবাই পা রাখে
কেও ধাপ ভেঙ্গে উঠে আসে অল্প কিছুদূর
কেও মুখ থুবরে পরে কিছুদূর এসে
কেও বা চলে আসে অনেকটা পথ
সিঁড়ির ধাপগুলো পার হয়ে;
কেও ধীরে ধীরে
ধাপে ধাপে পা ফেলে
কেও খুব তাড়াহুড়ায়
লিফটে চড়ে
বাকি সবাইকে রেসের দৌড়ে পেছন ফেলে।
নিচে নামার সিঁড়িতেও পা রাখতে হয় সবাইকেই
জীবনের কোন না কোন সময়ে এসে
উত্থানের সাথে পতন, এ যে নিয়তিতেই লেখা আছে;
এক পা, দু পা করে এগিয়েছিল যে ধাপে ধাপে
সাধারণত সে নামে ধীর গতিতে
তার ওপরে থাকার নির্দিষ্ট সময়সীমা পার হয়ে গেলে;
খুব তাড়াহুড়োতে যে ওপরে উঠেছিল লিফটে করে
নামার সিঁড়ি পায় না পায়ের তলে
একবারে আকাশ থেকে মাটিতে পড়ে ধপাস
সকল মানুষের জন্য শিক্ষা, নিয়তির পরিহাস।
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৪
একজন আরমান বলেছেন:
কবিতা ও লেখার স্টাইল দুটোই চমৎকার।