![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তপ্ত-দুপুর
- যাযাবর জীবন
জ্যৈষ্ঠের সকালটাও আজ ছিল না নরম
দুপুরটা তো তোর মেজাজের থেকেও গরম
আকাশে নেই মেঘের আনাগোনা
কোন ভাবেই বিকেল হচ্ছে না মন;
বৃষ্টিতেও মাঝে মাঝে বরফ মেলে
তোর মেজাজ ঠাণ্ডা হলে
শিলা সামলাতে হয় আমাকেই
তোর শুধুই বৃষ্টিস্নান;
রোদেরও ক্ষয় হয় সন্ধ্যের সঙ্গমে
শরীরে শরীর মিলতে গরম ক্ষয় হবে কি?
একটু বরফ পেলে তোর জ্বর কমাতাম।
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০১৫ বিকাল ৪:৫৮
নুর ইসলাম রফিক বলেছেন: ভালো লাগলো।