![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পূর্ণ-মানবী ও অর্ধ-মানব
- যাযাবর জীবন
তোর হ্যাঁ তে হ্যাঁ মিলাতে না পারলেও
নাগুলো সব সময়ই মেনে নিয়েছি,
অর্ধেক খুশি বিলাতে না পারলেও
অর্ধেক দুঃখ তো কমিয়েছি!
অর্ধ-মানব অর্ধেকটুকু বোঝে
প্রেম
ভালোবাসা
কিংবা ঘৃণার;
আমার কাছে অবোধ্য পূর্ণ-মানবী
তাদের ভালো লাগা
আর না লাগা,
অপূর্ণ মানবের জন্য তাদের
প্রেম প্রীতি কিংবা ঘৃণা;
আমি পূর্ণ হতে চাই না,
না পাওয়ায়, না দেওয়ায়;
স্বার্থপর পৃথিবীতে নিঃস্বার্থ হতে আমার কি পরেছে দায়?
হতে চাই না আমি পূর্ণ-মানব,
চাই না পূর্ণ হতে
ভালোবাসা কিংবা ঘৃণায়।
২| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:০১
শাকিল শুভ বলেছেন: ভাল লাগল
৩| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৩০
কানিজ রিনা বলেছেন: ভালবাসা হোল পাতলা পায়খানা, বেগ দিলে কাপড়
নষ্ট হওয়া সম্ভাবনা থাকে। তাই ঘরের বাথরুম আর
জংগলেই সীমাবদ্ধতা থাকা উচিৎ।
৪| ০৯ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:৩২
মেঘপিয়ন বলেছেন: তোর হ্যাঁ তে হ্যাঁ মিলাতে না পারলেও
নাগুলো সব সময়ই মেনে নিয়েছি,
অর্ধেক খুশি বিলাতে না পারলেও
অর্ধেক দুঃখ তো কমিয়েছি!
অর্ধ-মানব অর্ধেকটুকু বোঝে
প্রেম
ভালোবাসা
কিংবা ঘৃণার;
ভালো বলেছেন , স্বার্থপর পৃথিবীতে নিঃস্বার্থ হতে আমার কি পরেছে দায়? আমরা সবাই এই একি কথাই ভাবি. হয়তো স্বার্থটা একেকজন একেক ভাবে দেখি , যার যার প্রয়োজন বা অপ্রয়োজনে কিন্তু পাওয়া না পাওয়ার হিসেব থেকে আর বেরুতে পারিনা ।
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৪২
রুদ্র জাহেদ বলেছেন: ভালো লাগল