![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অক্ষমতা
- যাযাবর জীবন
তোর কপালে একটি চুমু আঁকতেই
চুলের ঢেউ বেয়ে বিষাদের গাঢ় মেঘ
নদী উপচানো দুটি চোখ ছলছল
হৃদয়ের কানাড়ায় কান্নার কোলাহল;
ভালোবাসা দিতে গিয়ে বেদনা ছড়িয়ে দিচ্ছি প্রতিবার
প্রেম আঁকতে গিয়ে দহন...
সম্পর্ক
- যাযাবর জীবন
স্পর্শে প্রেম
স্পর্শে মায়া
স্পর্শে ভালোলাগা অনুভূতি
স্পর্শে মমতা,
যদি থাকে বন্ধুর মন, গাং পাড় হইতে কতক্ষণ।
স্পর্শে অস্বস্তি
স্পর্শে বিরক্তি
স্পর্শে রি রি অনুভূতি
স্পর্শে ঘৃণা
এই...
গন্তব্য
- যাযাবর জীবন
গতকাল ছিল কর্ম ব্যস্ত সময়
আজকে সারাটা দিন কাটালাম খুশি আনন্দে
আগামীটা দেখেছে কে?
কালকে কি সূর্য উঠবে আমার চোখে?
কালকে...
প্রেমহীন সংসার
- যাযাবর জীবন
সূর্যবৃষ্টিতে ভিজে ঘুম ভেঙ্গে যায় সকালটার
আমি গভীর ঘুমে
আকাশের রোদডানায় দুপুর ঝিমায়
আমি তোর আবেশে;
বসন্ত বিকেলে মনখারাপ ঝরে পরে
আমি স্বপ্নের দেশে...
বেনিয়া
- যাযাবর জীবন
জীবনের কানাগলির শেষ মাথায় কবরের হাতছানি
মাটিতে মিশতেই হবে একদিন,
সবাই জানি;
তারপর আবার পুনরুত্থানের দিনে
হিসেবের খোলা-খাতায় ভালোমন্দের নিক্তি-মাপা,
তাও জানি...
নির্ভরতা
- যাযাবর জীবন
কবেই তো বাঁধ দেয়া হয়ে গেছে অনুভূতিগুলোতে
সমাপনি রেখা টানা হয়ে গেছে ভালোবাসাতে,
তোর আগমনে;
নতুন আহ্বান এখন আর দোলায় না হৃদয়
যা কিছু...
এখনো তুই
- যাযাবর জীবন
খুব হরহামেশা তোর কথা এখন আর মনে হয় না;
তবুও যখনই একা একা
কেও যেন উঁকি দিয়ে যায় মনের জানালায়,
খুব চেনা,
খুব, খুব...
লাগাম
- যাযাবর জীবন
হৃদয়ে ভায়োলিন বাজার সময়টাতে
মনের চালে প্রেমের বৃষ্টিধারা
ভেজা সম্পর্কের শুরুতে লঘু সম্বোধনের ঝড়;
জান, বেবি, কলিজা, ফেপসা, গুর্দা
মিস ইউ, উম্মা উম্মা
তোমারে ছাড়া...
খেলোয়াড়
- যাযাবর জীবন
দেয়ালে সাঁটা ক্যানভাসে ছবি দেখে অভ্যস্ত তোমাদের চোখ
আমি লাল ছড়িয়ে দেই মৃত্যুর ক্যানভাসে
তুলির বদলে না হয় ছুরি, চাকু কিংবা চাপাতি
আমি লালে ছবি আঁকি...
স্বামী-স্ত্রী
- যাযাবর জীবন
আমরা হাসি
আমরা কাঁদি
আমরা ঝগড়া করি
আমরা আদর করি
আমরা রাগ করি
আমরা অভিমান করি
আমরা ভালোবাসি
আমরা সন্তান জন্ম দেই
আমরা বংশবৃদ্ধি করি
আমরা সংসার করি;
কাছে...
অলীক ভাবনা
- যাযাবর জীবন
ইদানীং লাশের রক্তে লাল আকাশে সূর্য উঠে ঘুম ভেঙ্গে
ভোরের খবরের কাগজে লাল কালিতে শব মিছিল
পেট্রল বোমা নাকি আজকাল বড্ড সহজলভ্য হয়ে গেছে...
চুমুকাহন
- যাযাবর জীবন
চুমুতে শুরু
চুমুতে আদর
চুমুতে ভালোবাসা
চুমুতে আকর্ষণ
চুমুতে বিহ্বলতা
চুমুতে কাম;
চুমুর সমাপ্তি কোথায়?
কেও অর্ধেক গ্লাস ভরা দেখে
কেও অর্ধেক খালি
তৃষ্ণা মিটে গেলে গ্লাসের প্রয়োজন...
জমিন
- যাযাবর জীবন
জমি খালি পড়ে থাকে কতকাল?
কেও না কেও কখনো না কখনো দখল নিয়েই নেয়
জানতে বা অজান্তে
আপোষে বা জবর দখলে
সে মাটির জমিনই হোক আর মনের...
সময়-ঘড়ি
- যাযাবর জীবন
জীবনটা নদীর মত
বয়ে চলে
ক্ষণে জোয়ার ক্ষণে ভাটা
নদীর জলে;
সময়টা মুঠোর বালু
ঘড়ি টিক টিক চলে
যতই ধরতে যাই
সময় মুঠো...
ঋণাত্মক প্রেম
- যাযাবর জীবন
কাপড়ের ওপরে সব সুন্দরী রমণী
ভেতরটা কারো সাদা তো কেও বহু-গামিনী
লকলকে রিপুর জিহ্বা সবারই পায়ে ঠেকে
পুরুষের বয়স; কে আর দেখে?
প্রেম...
©somewhere in net ltd.