![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Winning is not compulsory. However, Trying is….Me If you wanna be proactive, think about future…Me পথ চলছি শুধু অনন্ত পথে। পথেই মুক্তি, যায় দুঃখ ভোলা। থেমে যাওয়ার চেয়ে মরে যাওয়া অনেক ভালো।
Rise and Rise again
Until Lambs become Lions
১২শত শতাব্দী। কিং রিচার্ড (দি লায়ন হার্ট) ফ্রান্স এটাক করলেন। তার দলেরই তীরন্দাজ রবিন। খ্রীস্টানদের ধর্মীয় ক্রুসেডের কথা আমরা জানি। লায়ন হার্ট সাহেব ঐ ক্রুসেড কইরা বেড়ান। তবে অন্তরে ভীষন অসুখী বেটা নিজেও জানে যে মানুষ তারে পছন্দ করে না। তার মা তারে পছন্দ করে না, ছোটো ভাই তার মৃত্যু কামনা করে পরবর্তী রাজা হওয়ার জন্য। যুদ্ধের খরচ উঠানোর জন্য উনি দেশের মানুষের উপর জোর জুলুম করে ট্যাক্স আদায় করেন। তাই জনগনও তার উপর বেজায় ক্ষিপ্ত।
যুদ্ধের ময়দানে একদিন রাতে তিনি বাইর হইলেন একজন সৎ লোকের খোঁজে যে তার মুখের উপর তার সমালোচনা করতে পারে। পাইলেন রবিনরে আর জিগাইলেন তিনি যে সব মুসলিমদের স্বর্গে পাঠাইতাসেন আর মেলা সওয়াব কামাইতাসেন তা সম্পর্কে রবিনের কি ধারনা? গড কি তার উপর খুশি হবেন? রবিন রাজার মুখের উপর উত্তর দিলেন যে, না। তারা নির্বিচারে মুসলিম হত্যা করতেসে। আসলে তারা গডলেস। খুব ভালো লাগলো এই ছবিতে এইসব অকপট উক্তি শুইনা তাও একটা টিপিকাল খ্রীস্টীয় হলিউডি মুভিতে। গনহত্যা তা সে যে কোনো জাতির উপরই হোক, গ্রহনযোগ্য না।
যুদ্ধে রিচার্ড মারা গেলে তার মুকুট নিয়া দেশে ফিরলেন রবিন। নতুন রাজা হইলেন রিচার্ডের ছোটোভাই। এই শালা আবার আরেক শয়তান।
রিচার্ডের সেনাপতি রবার্ট লক্সলি ঐ যুদ্ধেই মরার আগে তার শেষ ইচ্ছাস্বরুপ তার তরবারীটা তার বাবার কাছে ফেরত দেয়ার জন্য রবিনরে অনুরোধ করেন। এই রবার্ট লক্সলির বউই হইলো মারিওন। জটিল তেজ তার। তার শ্বশুর আবার নটিংহাম প্রদেশের রাজা। তরবারী নিয়া রবিন ফিরলে রবার্টের আব্বাজান তারে তার পুত্রের স্হান গ্রহন এবং মারিওনরে বিয়ের জন্য অনুরোধ করেন। মানে রাজত্ব আর তার সাথে রাজকন্যা ফ্রি! রবিনকি আর ফিরাইতে পার
নটিংহামের রাজপুত্র হয়া ভালই দিন গুজরান করতে লাগল।
ঐ দিকে নতুন রাজার অত্যাচারে দেশে আরো কেরফা শুরু হয়া গেলো। রাজা তার প্রজাদের শুধু শোষনই করেন কিন্তু কোনো সুবিধা এমনকি ব্যক্তিস্বাধীনতাও দিতে চান না। দেশের অরাজকতার সুযোগ নিয়া যে কোনো মুহুর্তে ফ্রেন্চরা এটাক কইরা বসতে পারে। রবিনের নেতৃত্বে সব পালের গোদারা রাজারে শর্ত দিলেন যে প্রজাদের স্বাধীনতা দিতে হইবো। তাইলে তারা যুদ্ধে রাজারে হেল্প করবো। নতুন রাজা রাজী হইল কিন্তু শালার ভিতরে ভরা ছিলো কুমতলব।
এইদিকে ঠিকই এক ইংরেজ মীরজাফরের সাহায্য নিয়া ফ্রেন্চরা ব্রিটেন এটাক কইরা বসল। সে কি যুদ্ধ!!! রবিনের নেতৃত্বে ইংরেজ বাহিনী ওদের ভালোমতই কচুকাটা করতে লাগলো। ঐদিকে আবাল রাজা কানাওলা কোবা শামসু চিল্লায়া নিজের দলের মানুষরেই হমানে কোবাইতাসে!
শেষে একনেতা গিয়া ওরে থামাইলো।
যুদ্ধ শেষ হইয়া গেসে, ব্যাটা থাম।
জয়ের পর এইবার রাজার জনগনরে দেয়া প্রতিশ্রুতি পালনের পালা। কিনতু রাজা ডায়াসে উইঠাই কইলেন যে এই রাজত্ব তারে গডে দিসে, জনগন না! সো জনগনরে কুনো স্বাধীনতা দেয়া হইবো না।
আর রবিনরে দেশদ্রোহী ঘোষনা দিয়া তারে মৃত্যুপরোয়ানা জারি করলেন!!
শালা আসলেই ব্রিটিশ!!
রবিন বেচারা নিরুপায় তখন নটিংহামের শেরউড জংগলে মারিওনরে নিয়া বসবাস শুরু করলেন। সাথে তার সব সান্গপান্গ। শুরু হইলো তার ধনী লুন্ঠন আর দরিদ্রসেবার মানবীয় ইতিহাস। সেই জীবন দাগী হইলেও ছিলো সুখের।
মুভিটা দেখে আমি অনেক নতুন কিছু জেনেছি। ভালো লাগসে। আশা করি আপনাদেরও সবার খুব ভালো লাগবে।
আমার রেটিং হবে ৮/১০
ডাউনলোড করতে পারেন এইখান থিকা।
২০ শে অক্টোবর, ২০১০ রাত ৯:১৫
নির্বাসিত পথিক বলেছেন: তা ঠিক। কিন্তু এর সিকুয়েল হবে না হ্য়ত তাই এই নাম। ফার্স্ট এন্ড লাস্ট।
২| ২০ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৫৪
গোধুলী রঙ বলেছেন: জট্টিল রিভিউ দিছেন বস। এখনো দেখিনি, ডাউনলোড করে রেখে দিয়েছি। ২৪ তারিখে পরীক্ষা টা দিয়ে এসেই দেখব।
ধইন্যা আপ্নেরে।
২১ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:০৭
নির্বাসিত পথিক বলেছেন: আপ্নেরেও অনেক ধইন্যা।
৩| ২০ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:০৫
রাফি মাহমুদ বলেছেন: সিনেপ্লেক্সে দেখে আসলাম গত পরশুদিন। তেমন একটা ভাল লাগেনি। এর থেকে শ্রেক-৪ দেখলে সময়টা ভাল কাটত মেরিয়ান রে দেখে রাসেল ক্রোর শাশুড়ি মনে হয়েছে, পুরাই বুড়ি
কাহিনীও জানা, দেখানোর স্টাইলও বোরিং। তবে শুধুমাত্র রাসেল ক্রোর জন্য পয়সা খরচ করে দেখা যেতে পারে
২০ শে অক্টোবর, ২০১০ রাত ৯:২০
নির্বাসিত পথিক বলেছেন: সত্যি বলতে গেলে মারিয়নরে আমারও ভালো লাগে নাই। বুড়ি। :-<
কিন্তু কাহিনী অনুযায়ী হ্য়ত সে বুড়ীই আসিলো।
বাট আমি কাহিনীটা বেশী পছন্দ করসি।
৪| ২০ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:২৪
কাউসার রুশো বলেছেন: দেখছি। মোটামুটি লাগছে।
ছবির নাম আসলেই রবিনহুড বিগিন্স হইলে পারফেক্ট হইত
২০ শে অক্টোবর, ২০১০ রাত ৯:২২
নির্বাসিত পথিক বলেছেন: ব্যাটম্যান বিগিন্স এর মতো
৫| ২০ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৩৬
দূরের মানুষ বলেছেন: দেখছি। তেমন একটা ভালো লাগেনি ।মেরিয়ান রে দেখে রাসেল ক্রোর শাশুড়ি মনে হয়েছ।
২১ শে অক্টোবর, ২০১০ রাত ১২:৪২
নির্বাসিত পথিক বলেছেন:
৬| ২০ শে অক্টোবর, ২০১০ রাত ৯:১২
রুবাইয়্যাত বলেছেন: মুভিটা দেইখা পুরাপুরি হতাশ হইছি। একদম বাজে লাগছে। রাসেল সাহেব তার মান আরো নিচে নামাইতাছে।
২০ শে অক্টোবর, ২০১০ রাত ১০:০২
নির্বাসিত পথিক বলেছেন: আপনার কমেন্ট পইড়া উল্টা আমিই হতাশ হইসি। :-<
ছবিটা দেইখা আমার একটা ডায়লগও অকারন মনে হয় নাই , অপ্রাসংগিক তো দুরের কথা। কাহিনীও খুবই সিকোয়েন্সিয়াল ছিলো। পুরাপুরি হতাশ কেন হইলেন তাই বুঝলাম না!
৭| ২০ শে অক্টোবর, ২০১০ রাত ১০:২৪
নুরুন নেসা বেগম বলেছেন: রবিন হুড বই বহুবার পড়েছি। ছবি দেখার ইচ্ছা থাকায় এখানে পড়লাম। ধন্যবাদ।
২০ শে অক্টোবর, ২০১০ রাত ১০:৩৪
নির্বাসিত পথিক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
তবে এইটা রবিনের ডাকু হওয়ার আগের কাহিনী, যা আমার পড়া ছিলো না। তবে ও খুনী রাজা রিচার্ডের মুখের উপর যে জবাব দিসিলো তার জন্য তার উপর নতুন করে শ্রদ্ধা জাগসে।
৮| ২০ শে অক্টোবর, ২০১০ রাত ১০:৩৯
মেঘেরদেশ বলেছেন: রবিন হুড এর মুল কাহিনির সাথে মিলে নাই ল
২০ শে অক্টোবর, ২০১০ রাত ১১:০০
নির্বাসিত পথিক বলেছেন: না। এইটা তারও আগের কাহিনী।
৯| ২০ শে অক্টোবর, ২০১০ রাত ১০:৪৯
স্নিগ বলেছেন: মজার ব্যাপার,আমি আজ সন্ধ্যা থেকেই মুভিটা দেখা শুরু করেছি।
এখনো শেষ হয়নি।তবে,রিডলি-রাসেল জুটির টেস্টটা নাই।এক্সপেকটেশন অনেক বেশি ছিলো ।
সিনপ্লেক্সে গিয়ে দেখার ইচ্ছে ছিলো।মনে হচ্ছে যাবো না।
আপনার রিভিউ ভালো হয়েছে।+
আরো লিখেন আর সিনেমাখোর গ্রুপে পোস্ট দিয়েন।তাহলে আপনার কোনো লেখা মিস হবে না।
শুভ ব্লগিং
২০ শে অক্টোবর, ২০১০ রাত ১১:০৯
নির্বাসিত পথিক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। আমি আসলে রিডলি-রাসেল জুটি দেইখাই ছবিটা দেখতে আগ্রহী হইসিলাম। রবিনের ক্যারেক্টারটা আমারে মুগ্ধ করসে।
কমেডীর জন্য Robin Hood: Men in Tights এডিশনটা দেখতে পারেন। বেশ ফানি।
১০| ২১ শে অক্টোবর, ২০১০ ভোর ৫:৩৪
শুভ্র নামের ছেলে বলেছেন: স্টার সিনেপ্লেক্সে দেখাইতেসে, তয় কাহিনীটা কেমন কেমন যেন।
২১ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:০৩
নির্বাসিত পথিক বলেছেন: আপনারে একটা আইডিয়া দেই।
সিনেপ্লেক্সে না দেইখা ডাউনলোড কইরা সাবটাইটেল সহ দেখেন। তাইলে মজা পাইবেন। ব্রিটিশ একসেন্ট একবার দেইখাই বুঝা খুব কষ্টকর।
এই রিভিউ পইরা দেখলে কিছুটা সুবিধা হওয়ার কথা।
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৫৪
কাঠের খাঁচা বলেছেন: ছবির নাম রবিনহুড বিগিন্স হইলে আরো পারফেক্ট হইত