মিয়ানমার সে এক অসভ্য জাতির দেশে আজ মানবতা আর্তনাদ করে নির্বাক নয়নে ভাষা হারা হয়ে ফিরে বিশ্ব দুয়ারে করতে অভিযোগ তার। সভ্যতায় অসভ্যতা চরম আকারে নিষ্ঠুরতা প্রদর্শনে রাক্ষসের মতো চালায় তান্ডব সেথা মানুষের রক্ত প্রবাহের পৈশাচিক জঘণ্য উল্লাসে।
রোহিঙ্গা নিজের দেশে অধিকার হারা হয়ে অবশেষে প্রাণে বাঁচা দায়ে ছেড়ে আপন নিবাস খোঁজে জীবন আশ্রয়। অসম্মান পর দারে তথাপি উপায় কিছুই না খুঁজে পেয়ে ছুটছে মানুষ যদি কারো দয়া মিলে সেই প্রত্যাশায়।
# ছন্দঃ অমিত্রাক্ষর # মাত্রাঃ ৮+৬ # কবিতা প্রকৃতিঃ সনেট
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৬
সনেট কবি বলেছেন:
রোহিঙ্গা ও মিয়ানমার
মিয়ানমার সে এক অসভ্য জাতির
দেশে আজ মানবতা আর্তনাদ করে
নির্বাক নয়নে ভাষা হারা হয়ে ফিরে
বিশ্ব দুয়ারে করতে অভিযোগ তার।
সভ্যতায় অসভ্যতা চরম আকারে
নিষ্ঠুরতা প্রদর্শনে রাক্ষসের মতো
চালায় তান্ডব সেথা মানুষের রক্ত
প্রবাহের পৈশাচিক জঘণ্য উল্লাসে।
রোহিঙ্গা নিজের দেশে অধিকার হারা
হয়ে অবশেষে প্রাণে বাঁচা দায়ে ছেড়ে
আপন নিবাস খোঁজে জীবন আশ্রয়।
অসম্মান পর দারে তথাপি উপায়
কিছুই না খুঁজে পেয়ে ছুটছে মানুষ
যদি কারো দয়া মিলে সেই প্রত্যাশায়।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট