![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের দ্বারে দ্বারে ঘুড়েছি আমি পুড়েছি শতবার, অঙ্গারে ভাসিয়েছি গা, পাইনি ঠিকানা, অজ্ঞাত নামা, আমার নেইতো জানা
রুমে বসে বসে তথাকথিত ‘সুশীল সমাজের’ কয়েকজন বুদ্ধিজীবীর অভিবাসন সংক্রান্ত বিচার-বিশ্লেষণ অনলাইন পত্রিকায় আওড়াচ্ছিলাম। হঠাৎ বহুদিনের চিন্তাটা ঝেঁকে বসেছে। ব্লগে একাউন্ট খুলে মুক্তচিন্তার বিস্ফোরণ ঘটাবো। কথাগুলো বিড়ালের মতন মিউ মিউ করে বলছিলাম। পাশে বিসিএস প্রস্তুতিতে পূর্ণ মনোনিবেশ করা বন্ধুটি লাফিয়ে উঠে বলল, বন্ধু দরকার নেই। যেভাবে ব্লগাররা খুন হচ্ছে.. তোকে হারাতে চাই না। মুক্তচিন্তার বিকাশ করতে গিয়ে যদি জঙ্গীগোষ্ঠীর নিষ্ঠুর চাপাতির নিচে পড়তে হয়, সেই রক্তের দাম একসময় না একসময় জাতি দিবেই। এ জাতিতো হার মানবার নয়।
অনেকদিন থেকেই ইচ্ছে ছিল ব্লগে লিখবো। নিজের মতাদর্শের বিস্ফোরণ ঘটাবো। তার সুযোগ হয়ে গেছে। আশা করছি সামনের দিনগুলোতে সময়োপযোগী বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ধন্যবাদ সবাইক.
©somewhere in net ltd.