নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তীর্থক

তীর্থক

71 আমার অস্তিত্ব, আমার স্বাধীনতা গান আমার জীবন, আমার বেঁচে থাকা কবিতা আমার inspiration, আমার পথচলা আর তুমি, আমার ভালোলাগা, আমার দীগন্ত বিস্তৃত ভালোবাসা ।

তীর্থক › বিস্তারিত পোস্টঃ

বিতর্কিত!

২৪ শে মার্চ, ২০১৯ রাত ৮:০৯

আমার সাথে "হাসান কালবৈশাখির" কিছু তর্ক বিতর্ক নিচে শেয়ার করলাম আপনাদের মতামত জানার জন্য। কার কোথায় ভুল ধরিয়ে দিলে পরে সাহায্য হবে নিশ্চয়ইঃ

আমার পোষ্ট: স্বাধীনতার আগে পাকিস্তান আমাদের যেভাবে শাসন আর শোষণ করত ভারত এখন আমাদের সেভাবে শাসন আর শোষণ করছে, তবে পার্থক্য হল তখন বাংলাদেশকে শাসন করত পাকিস্তান আর এখন শাসন করে আওয়ামীলীগ :)

হাসান কালবৈশাখির মন্তব্য: পাকিস্থান আমল পাকি শাসনে ভাল থাকলে পাকিস্তান চলে যান।

শুনে রাখেন, আর্থ-সামাজিক সহ সকল সুচকে বাংলাদেশ পাকিদের চেয়ে অনেক অগ্রগামী।
ইমরানখান পর্যন্ত বলেছে - "বাংলাদেশের পর্যায়ে পৌছুতে পাকিস্তানের আরো দশ বছর লাগবে"।

আমার জবাব: না পড়ে কমেন্ট করার অভ্যাস বাদ দেন @ হাসান কালবৈশাখী

হাসান কালবৈশাখির পোষ্টে আমার মন্তব্য: এই ব্যক্তি ত অন্যদের পোষ্টে যেয়ে না পড়েই নিজের মত কমেন্ট করে উজবুকের মত!

হাসান কালবৈশাখির মন্তব্য: অজাচিত ভাবে কাউকে উজবুক বলাটা কোন ধরনের ভদ্রতা?

অন্যদের পোষ্টে যেয়ে না পড়েই?
আপনার বালপোষ্ট পড়ার কি আছে, পোষ্ট ওপেন না করেই তো পুরো পোষ্ট দেখা যাচ্ছিল।

আপনার পোষ্টটি ছিল মাত্র দেড় লাইনের, ইমো সহ মাত্র দেড় লাইন।
এই দেড় আঙ্গুলের পোষ্টে ৩ বার ছিল পাকিস্তানের নাম, ১ বার ছিল বাংলাদেশের নাম।
আপনার পাকি বন্দনামুলক দেড় লাইনের প্রতিবাদে আমি মাত্র ৩ লাইন লিখেছি, এতেই আপনার গা জালা শুরু হয়ে উজবুক-
ফুজুবুক বলা শুরু ...

আমার জবাব: হা হা হা! যে ব্যক্তির মুখের ভাষা এত সুন্দর তার মনটা না জানি কত সুন্দর :) তা অজাচিত ভাবে কাউকে পাকিস্তানে চলে যেতে বলাটা কোন ধরনের ভদ্রতা গুরু :)

পাকিস্তানের নাম ৩ বার ছিল তাই আমাকে পাকিস্তানে যেতে হবে? আপনি ত দাদু একটা খনি :) তা দাদু পাকিস্তানের নাম ৩ বার কোথায় পেলেন একটু বলবেন কি? আমার জানা মতে পাকিস্তানের নাম ২ বার ছিল! নিজেই প্রমান করলেন যে পোষ্ট না পড়ে উজবুকের মত কমেন্ট করেছেন :))

আমার পোষ্টে পাকিস্তানের বন্দনা ছিল? আসলে দাদু ভারতের জুতার তলা চাটতে চাটতে আপনাদের জ্বীহবার ছাল এমনভাবে উঠে গেছে যে ভারতের বিরুদ্ধে কিছু বললেই জ্বীহবায় ঝাল লেগে যায় আর আবোল তাবোল বলা শুরু হয়ে যায়। দালালি করতে ইচ্ছা করলে দুরে যেয়ে করেন, আমার পোষ্টে দালাল আর রাজাকারদের কোন জায়গা নাই।

লেখাটা ভারতের বিরুদ্ধে ছিল! আপনার যেহেটু গায়ে লেগেছে আপনাকে কি তাহলে পাকিস্তান চলে যেতে বলব ;)

মন্তব্য ৩২ টি রেটিং +০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৯ রাত ৮:১৮

চাঁদগাজী বলেছেন:


হাসনা কালবৈশাখীর অনেক ব্যাপারের দক্ষতা কম থাকার পরও রাজনৈতিক পোষ্ট লিখেন; লেখাগুলো তেমন সুবিধাজনক হয় না; কিন্তু অশিক্ষিত মায়ের মতো বাংগালীদের ভালো চান।

আপনার ভাবনাই অপরাজনৈতিক ভাবনা; আপনি পোষ্ট হিসেবে যা লিখেন, সেগুলো বিরক্তিকর।

২৪ শে মার্চ, ২০১৯ রাত ৮:৩৮

তীর্থক বলেছেন: @চাঁদগাজী, আপনি আমার চরিত্র বিশ্লেষণ করলেন, কিন্তু আপনি এটা বললেন না আমার পোষ্টে পাকিস্তান প্রীতি কোথায় ছিল যার জন্য আমাকে পাকিস্তান চলে যেতে বলা হল! ধরেন আপনি হুমায়ূন আহমেদের একটা উপন্যাস পড়ে মন্তব্য করলেন এই ব্যক্তির চরিত্র খারাপ উনাকে জেলে পাঠানো উচিৎ, কেমন হবে ব্যপারটা?

২| ২৪ শে মার্চ, ২০১৯ রাত ৮:২৪

রাজীব নুর বলেছেন: আসুন আমরা একে অন্যকে বুঝতে চেষ্টা করি।

২৪ শে মার্চ, ২০১৯ রাত ৮:৪১

তীর্থক বলেছেন: @রাজীব নুর, আমার পোষ্টে এসে কেউ যদি আমাকে বলে পাকিস্তান চলে যান তাহলে আমার গায়ে লাগাটাই কে স্বাভাবিক না!
অন্যকে কি করে বুঝতে চেষ্টা করব?

৩| ২৪ শে মার্চ, ২০১৯ রাত ৮:২৪

চাঁদগাজী বলেছেন:


সামুতে ব্লগিং'এ আপনি সবার সবার চেয়ে প্রবীনতম ব্লগার; আপনার পোষ্টগুলো কিন্তু কোনভাবে তার স্বাক্ষর বহন করে না, দু:খজনক ব্যাপার।

২৪ শে মার্চ, ২০১৯ রাত ৯:০৩

তীর্থক বলেছেন: @চাঁদগাজী, আমি জানিনা আপনি আমার পোষ্ট কখনো পড়েছেন কি না! আমি কখনোই বলি না যে আমি ভাল লিখি বা কখনো ভাল লিখতাম, তবু কোন এক সময় সামুতে আমার একটা চিঠি মাসের সেরা লেখা হিসেবে নির্বাচিত হয়েছিল! চিঠিটা এখনো আমার কাছে আছে :)

আরেকটা কথা, প্রবীণতম ব্লগারদের লেখা কেমন হওয়া উচিৎ একটু বুঝায়ে বলবেন প্লীজ?

৪| ২৪ শে মার্চ, ২০১৯ রাত ৮:২৬

চাঁদগাজী বলেছেন:


@রাজিব নুর,

উনার পোষ্ট, সামুতে ব্লগিং ইতিহাস, উনার লেখার প্যাটার্ণ থেকে উনাকে ব্লগার হিসেবে বুঝার চেষ্টা করছি

৫| ২৪ শে মার্চ, ২০১৯ রাত ৮:৩৫

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: বড়দের মতামত আশা করছি আমি।

২৪ শে মার্চ, ২০১৯ রাত ৯:০৫

তীর্থক বলেছেন: আ্মিও .....

৬| ২৪ শে মার্চ, ২০১৯ রাত ৮:৫৩

নীল আকাশ বলেছেন: হাসান কালবৈশাখীর মন্তব্য পড়লে মনে হয় উনি এখনও প্রাগ-ঐতিহাসিক যুগে বাস করেন। উনার কথা শুনে আলাদা পোস্ট করার কোনই মানে হয় না। এইগুলি আর কি? উনি আমাকে একবার যা বলেছেন তারপর তাতে উনার দৌড় কোন পর্যন্ত বুঝে গেছি। শুধু শুধুই সময় নষ্ট করছেন। ধন্যবাদ।

২৪ শে মার্চ, ২০১৯ রাত ৯:১১

তীর্থক বলেছেন: @ নীল আকাশ, আপনাকে ধন্যবাদ! আমি কারো সাথেই ঝগড়া করতে চাইনা। আমি কিছু লিখলে যদি আপনি আমাকে ব্যক্তিগত আক্রমণ করেন সেটা কি অপমানজনক না? লেখাকে যত খুশি অপমান করেন, লেখক কে ব্যক্তিগত আক্রমণ বাদ দেন, আমি এ নীতিতেই বিশ্বাসী!

৭| ২৪ শে মার্চ, ২০১৯ রাত ৯:০৯

অনুভব সাহা বলেছেন: @তীর্থক

দেড় আঙ্গুলের পোষ্টে সত্যি ৩ বার পাকিস্তানের নাম, ১ বার বাংলাদেশের নাম আছে।
https://www.somewhereinblog.net/blog/Nirjharblog/30273212
ফিরে গেলাম পাকিস্তান(১) আমলে
২০ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৫০

স্বাধীনতার আগে পাকিস্তান(২) আমাদের যেভাবে শাসন আর শোষণ করত ভারত এখন আমাদের সেভাবে শাসন আর শোষণ করছে, তবে পার্থক্য হল তখন বাংলাদেশকে শাসন করত পাকিস্তান(৩) আর এখন শাসন করে আওয়ামীলীগ।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৫০
২৬৩ বার পঠিত, ৮টি মন্তব্য ৬টি উত্তর


কাউকে ভারত/পাকিস্তান যাবার কথা বলা ঠিক না।(দলকানারা যেটা করে থাকে)
এসব নিয়ে পাল্টা পোস্ট দেয়াও ঠিক না।

২৪ শে মার্চ, ২০১৯ রাত ৯:২১

তীর্থক বলেছেন: @ অনুভব সাহা, লেখার শিরোনাম সহ ৩ বার, আমি ত জানতাম ২০০ শব্দে যখন রচনা লিখতে বলা হয় তখন শিরোনাম তার মধ্যে কন্সিডার করা হয় না! তবে লেখাটায় ঠিক কোথায় পাকিস্তান প্রীতি ছিল এখনো বুঝিনি কিন্তু!!!

পাল্টা পোষ্ট দেয়াটা ঠিক না আমিও জানি, তবে আমার মনে হয়েছে বিজ্ঞ ব্লগারদের মতামত পাওয়া গেলে অন্যদেরও সুবিধা হবে। কেউ ব্লগে এসে যদি ফেসবুকিও আচরণ করে তাহলে কষ্ট লাগে। আমাকে পাকিস্তান চলে যেতে বলার জন্য উনার লজ্জা হওয়া উচিৎ!

৮| ২৪ শে মার্চ, ২০১৯ রাত ৯:৪৪

মাহমুদুর রহমান বলেছেন: হা হা হা।
ভাই এই ব্লগে কিছু কিছু মানুষকে আমি দেখেছি বয়সের সাথে সাথে বিবেক মাটিতে লুটিয়ে পড়েছে।
এদের পরিহার করুন।

২৪ শে মার্চ, ২০১৯ রাত ১০:৪৫

তীর্থক বলেছেন: @মাহমুদুর রহমান, বিবেক লুটিয়ে পরা মানুষটি যদি আমি হই তাহলে আমাকে পরিহার করুন, করতেই পারেন, তবে আমাকে বাংলাদেশকে যদি কেউ চলে যেতে বলে তার সাথে আমি কোন কিছুর বিনিময়েই আপোষ করব না, তাতে আমাকে যে যা খুশি ভাবুক!!!

০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৪

তীর্থক বলেছেন: পরিহার করে লাভ দেখি না, সুস্থ আলোচনা চাই :)

৯| ২৪ শে মার্চ, ২০১৯ রাত ৯:৫৬

অনুভব সাহা বলেছেন: @তীর্থক
২বার না ১০বার এটা কোন ব্যাপার না। আপনার পোস্টে অনেক কিন্তু আছে,
[স্বাধীনতার আগে পাকিস্তান আমাদের যেভাবে শাসন আর শোষণ করত ভারত এখন আমাদের সেভাবে শাসন আর শোষণ করছে, তবে পার্থক্য হল তখন বাংলাদেশকে শাসন করত পাকিস্তান আর এখন শাসন করে আওয়ামীলীগ।]
এক লাইনের পোস্ট লিখলে ঝামেলা বাধবেই।

১. আপনি ৭১পূর্ব পাকিস্তান আর বর্তমান ভারতকে এক পাল্লায় মাপা ঠিক না।[সীমান্তে/পররাষ্ট্রনীতিতে ভারত এগিয়ে। এ দায় আমাদের সরকার/রাজনৈতিক দলগুলোর]
২। পাকিস্তানের সাথে আওয়ামিলীগকে তুলনা করাটাও বোকামী(যদিও আপাতদৃষ্টিতে অনেক মিল আছে)। মনে রাখতে হবে, স্বাধীনতা আমাদের অনেক বড় পাওয়া। এটা নিয়ে কোন প্রশ্ন নেই।
এখন দেশ বর্তামানে কোন পথে, আমাদের সরকার ও রাজনৈতিক দলগুলো ঠিক পথে চলছে কি না?/আমাদের প্রাপ্তি-অপ্রাপ্তি.... নিজেদের এসব নিয়ে তর্ক-বিতর্ক, আলোচনা-সালোচনা, ক্যাচাল-প্যাচাল করাই যায়। সেটা অবস্যই সিমার মধ্যে।


[কাল বৈশাখির ব্যাপারে নো কমেন্ট। দলকানাদের আমি পছন্দ করি না।]

২৪ শে মার্চ, ২০১৯ রাত ১০:৩৭

তীর্থক বলেছেন: @অনুভব সাহা, গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ!
১৯৭১ কিন্তু আমাদের গৌরব, সুতরাং ৭১এর ব্যপারে কোন তর্ক করার সুযোগ নাই। এক লাইনের পোষ্ট লিখলে ঝামেলা বাঁধতে পারে, মানছি। হয়ত আমি যা বলতে চেয়েছি তা বোঝাতে পারিনি। কিন্তু এখানে পাকিস্তান প্রীতি কোথায় ছিল এবং আমাকে পাকিস্তান চলে যেতে বলার মত কি বলেছি আমি জানতে চাই।
আমি ১, ২ করে যে দুটি মন্তব্য করেছেন তা নিয়ে অন্য কোনদিন লিখব। এই পোষ্ট সেই জায়গা না!

১০| ২৪ শে মার্চ, ২০১৯ রাত ১০:০৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: ব্লগার 'অনুভব সাহা'র মন্তব্যে সহমত।

হাসান কালবৈশাখি@ আওয়াম্লীগের বিরুদ্ধে যায়, এমন কোনো আলোচনা, মন্তব্য সহজে নিতে পারেন না। এটা আমারও ভালো লাগে না।

২৪ শে মার্চ, ২০১৯ রাত ১০:৪০

তীর্থক বলেছেন: @ জুনায়েদ বি রাহমান, আমি সরকারের সমালোচনা করব, এটাই আমার স্বাধীনতা, এখানে কেউ আমাকে দেশ ছাড়তে বলার মানে হচ্ছে উনি হয় রাজাকার নয়ত দালাল। কোন বাংলাদেশী আমাকে কখনোই দেশ ছাড়তে বলবে না!

১১| ২৫ শে মার্চ, ২০১৯ রাত ১:২৩

নতুন বলেছেন: আমাদের দেশের দুই দলের সমথ`করা আমাদের ই লোক.... এরা বাইরে থেকে উড়ে আসেনাই। এরা সুবিধাবাজ এরা রাজনিতি করে পেট চালায়, সম্পদের পাহাড় বানায়, দেশ লুটেপুটে খাবার জন্য এরা রাজনিতি করে...।

খালেদা জিয়া পুতুল তার নিজের ঘিলু কখনো তিনি ব্যবহার করেন না। তিনি চলে অন্যের কথায়।

শেখ হাসিনা খালেদার থেকে বুদ্ধিমতী তিনি যদি বাস্তবতা বুঝে সত্যিকারের দেশের জন্য কাজ করতে চায় .... তিনি করতে পারবেন.... আমাদের দেশের মানুষই সত ভাবে চলতে চায় না... তাই শেখ হাসিনার জন্য সত্যতিকারের ভালো কাজ করে পারাও একটু কস্ট কর।

ভারত চেস্টা করবেই যেন ১৮ কোটি মানুষের একটা বাজার দখলে রাখতে....কারা অনেকটাই সফল কিন্তু আমরা্‌েখন পরাধিন বাংলাদের থেকে কোটি গুন ভালো আছি আমরা।

২৫ শে মার্চ, ২০১৯ রাত ১:৪৩

তীর্থক বলেছেন: @ নতুন: আমরা কেমন আছি সেটা আসলে একটা ভিন্ন তর্ক। মুল বিষয় হচ্ছে আপনি মনে করেন কি না যে ভারত আমাদের যথেষ্ট শোষণ করছে এবং ইন্ডিরেক্টলি শাসনও করছে। আর এটা বললে আপনি আমাকে পাকিস্তান চলে যেতে বলবেন কি না? হিসাবটা পরিষ্কার, আপনি রাজাকার, দালাল নাকি বাংলাদেশ।

১২| ২৫ শে মার্চ, ২০১৯ সকাল ৭:২৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: @রাজীব নুর, আমার পোষ্টে এসে কেউ যদি আমাকে বলে পাকিস্তান চলে যান তাহলে আমার গায়ে লাগাটাই কে স্বাভাবিক না!
অন্যকে কি করে বুঝতে চেষ্টা করব?


আমার নানু একটা কথা বলতেন সব সময়- কয়জন বড় না, সয় জন বড়।

০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৩

তীর্থক বলেছেন: সয়ে গেলাম :)

১৩| ২৫ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাই ব্লগের অবস্থা এমনিতেই ভাল না।

তার উপর অযথা কেন কেচালে জড়াচ্ছেন আপনারা।

মূল বিষয় এড়িয়ে ব্যক্তি আক্রমন কাম্য নয়।

০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৭

তীর্থক বলেছেন: ধন্যবাদ

১৪| ২৫ শে মার্চ, ২০১৯ সকাল ১১:২৪

পলাশবাবা বলেছেন: সামুর চিহ্নিত ভারতের দালালেরা যখন গালাগাল করবে তখন বুঝবেন আপনে উচ্চ পর্যায়ের দেশপ্রেমিক।

০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৭

তীর্থক বলেছেন: :)

১৫| ২৫ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০০

আখ্যাত বলেছেন:
বাচ্চারা তোমরা ঝগড়া করনা, শান্ত হও
এই দিকে এসো, তোমাদেরকে একটা গান শুনাই
আগে কী সুন্দর দিন কাটাইতাম আমরা
আগে কী সুন্দর দিন কাটাইতাম.........

০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৮

তীর্থক বলেছেন: দারুণ :)

১৬| ২৬ শে মার্চ, ২০১৯ সকাল ১০:০৪

সায়ন্তন রফিক বলেছেন: পোস্টের বক্তব্য অনুধাবন করে বিষয়ভিত্তিক মন্তব্য করা উচিত। ব্যক্তিগত আক্রমণ কারী আসলে নিজের হীনমন্যতারই পরিচয় দেন।

০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৮

তীর্থক বলেছেন: সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.