![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন সারথী
___নির্জন মন ।
অন্তরে অন্দর তার ভিতরে তুমি,
স্বপ্নের স্বপ্নরথে তোমায় নিয়ে ভ্রমি ।
তুমি আশার সারথী, প্রানের আকুতি-
খরায় তৃষ্ণাজল- নিঃস্বের অমরাবতি ।
বিষন্ন যাতনায়-দুঃখের হতাশায়,
মৃত্যের যাত্রায়-শুধু বেঁচে আছি তোমারি নেশায়...
তুমি এ জীবন...
তুমি
___নির্জন মন ।
জানিনা কেমনে তুমি এ জীবন পথে প্রবেশিলে,
কিযে এক কোমলতায় হৃদয় স্পর্শিলে ।
হয়তো তুমি অপ্সরী, পৃথিবীতে এসে গেছো ভুলে,
নয়তো তুমি জলকন্যা, তোমার চোখর নীলিমা তাই বলে ।
এই পরিপাটি পৃথিবী...
আগুন্তুক
---নির্জন মন ।
জানি আমার অপ্রত্যাশিত আগমনে -
মুখ বাঙলা পাচঁ করে নাক শিটকাবে ভদ্রলোক !
আমি সেই দুর্নিবার, ফুটপাত হতে ওঠে আসা
রাজপথে বজ্রমুষ্ঠি হাতুড়ির সুর - আগুন্তুক ।
আমি বনো-জঙ্গল থেকে শুষে নিয়ে...
কোথায় তুমি- ?
---নির্জন মন ।
মোর হৃদয়ের নদীর ঘাটে
কত রমণীর আনাগোনা নিত্য,
ভালোলাগে তাদের কিন্তু
তাতেও নই আমি পরিতৃপ্ত ।
হঠাৎ আমার হৃদয় ঘাটে
বিদ্যুৎ চমকালো,
এক রূপসী ঢেউ তুলে তায়
ছড়িয়ে দিলো আলো ।
কল-কলো-কল তার হাসি
আর...
অস্তিত্ব সংকটে ভূত "৩০০০ সাল"
----------------------নির্জন মন ।
৩০০০ সাল- পৃথিবী অভূতপূর্ব উৎকর্ষ সাধন করেছে । মানুষ মহাকাশে যেকোন গ্রহে অবাধ বিচরণ করছে । এবং বিভিন্ন গ্রহর এলিয়েনদের সাথে যোগাযোগ ও সমন্বয়...
দুঃস্বপ্ন পেড়িয়ে
___নির্জন মন ।
আশা নিরাশার মাঝে হাবুডুব খায় চাওয়া পাওয়া
আজকের এ রাত অতি বিমর্ষ কদাকার,
যেন ব্ল্যাক আইটে ঘিরে রেখেছে মহাকাল............
চাদঁকে আড়াল করে মেঘ গুলো হাসছে-
পৈশাচিক হাসি.............................................!!!
উঃ জ্বালা ধরে যায় সারা...
ভূলবোনা তাদের.............
___নির্জন মন ।
ক্রমশ জটিলতায় তলিয়ে যাচ্ছে জীবনটা
বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সকল সংযোগ ।
চেনা মানুষ গুলো অচেনা হয়ে যাচ্ছে
ক্রমান্বয়ে ইট সরিয়ে নিচ্ছে সবাই,
ধ্বস নেমে আসছে মনের দালানে
তলিয়ে যাচ্ছে এ মন পাহাড়...
আকাঙ্ক্ষা
____নির্জন মন ।
বড় একা ! একা !! সঙ্গীহীন এ জীবন,
কেউ কখনও হৃদয়ের কড়া নেড়ে ঘটায়নি স্বপণ ।
বড় কন্ঠকীর্ণ এ জীবন, বড় ব্যথা তবু একাই-
বড় একা- ভালোবাসা প্রেম বলিতে কেহ নাই...
চুম্বন
___নির্জন মন ।
তোমার পেলব ঠোটে এক চুমুক
মোর জীবনের অমৃত সুখ ,
স্পন্দনে কাপে দুরুদুরু বুক
প্রণয় বাসনায় করে উন্মুখ ।
তোমার কোমল ঠোটে চুম্বনে
ওষ্ঠ অধরে কম্পনে-
শিহরীয়া ওঠে হৃৎপৃন্ড
বয়ে য় এ দেহে ঝড় প্রচন্ড...
বিসর্জন
___নির্জন মন ।
ভালোবাসা যাবে যদি যাওনা
ফেরাতে তোমাকে চাইনা,
শুনলেনা গান, তোমার ভরলোনা প্রান
তবে কেন এ পিছুটান? তোমাকে আর চাইনা.............
ভেবোনা আমি পরাজিত
শুধু আহত-ক্ষতবিক্ষত
এ হৃদয় মাঝে অগ্নিদাহ
ভালোবেসে আর চাইনা কেহ
বিগত দুঃখে এবং ক্রোধে...
প্রেম
___নির্জন মন ।
অন্তস্থল তোমার বাসা
হৃদয়াঙ্গম তোমার কথা,
চাও কি তুমি এ আত্নাটা
ক্ষুদ্রতা ছোয় বিশালতা.........
দৃষ্টিতে করেছো দৃষ্টিহারা
হৃদয়ে বাজে নুপুর বৃষ্টিধারা,
প্রতিক্ষায় প্রতি প্রহর গুনা
তোমার জন্য এ মন পাখি খাচাঁ ছাড়া.............
ষোড়শী রূপসী, তুমি উর্বসী
আমার...
নিরুপায় প্রেম
___নির্জন মন ।
এ মন আজ উদভ্রান্ত পরিশ্রান্ত-
ক্লান্ত প্রান আজ স্থিমিত শান্ত ।
দুঃসহ ঘোর কাটিয়ে এ\' মন
চোখেঁ নিয়ে নতুন স্বপ্নাঞ্জন
ভেবেছিলাম কেটে গেল সংশ্ময়,
তবু কেন মনে লাগে ভয়-?
বুকে কেন তবু হা-হা...
ভালোবাসা এখন
____নির্জন মন ।
ভালোবাসা এখন-
কেমন আছো? হয়তো ভালো,
সুখে থেকো, ছড়িয়ে জ্যোতির আলো ।
ভালোবাসা এখন-
উদভ্রান্ত আমি, চাপা ব্যথা বয়ে বেড়াই দিবসযামী,
আজ দু\'দিকে দু\'জন, তোমার তুমি- আমার আমি ।
ভালোবাসা এখন-
চাইনা কোন সুখ...
জীবন প্রেম এবং বিসর্জন
________নির্জন মন ।
এখন পশ্চিমের শেষ দিগন্তে সূর্যটা ডুবিডুবি করছে,
আমিও ডুবে যেতে চলছি, সময় ফুরিয়ে এসেছে -
বিদায়ীক্ষণ সাজিয়ে ফেলেছে বহর ।
চলে যাচ্ছি তোমাদের ছেড়ে-
তিলেতিলে গড়েতোলা এ জীবন
দহনে দহনে...
©somewhere in net ltd.