![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতৃপ্ত জীবনটা তবু এগোচ্ছে।ছন্দহীন কাব্য
কিংবা সমাপ্তিহীন উপন্যাসের সাথে তুলনা
চলে অদ্ভুত জীবনের।প্রেমিকারা বারবার
আসছে আর যাচ্ছে।কত সুহৃদা,অনিন্দিতাদের
প্রেমে পড়ি আর কতবার তাদের ভুলি তার
হিসেব মনের খাতায় আর করা হচ্ছে না।
কতকাল রাতের ঘুমটা রাতে যাওয়া হয় না।
কতকাল ঘুমের ঘোরে স্বপ্নের রাজকন্যার
হাত ধরে হারিয়ে যাওয়া হচ্ছে না কুহেলিয়া
নদীর তীরে।কতদিন স্বপ্ন দেখি না
শাঙ্রিলার মঠে ফাদার পেরল্টকে কিংবা
ভাবতে পারছি না চাঁদের পাহাড়ের দিকে
চেয়ে আমার প্রশান্তির রাতগুলোর কথা।
ইদানিং কাকের স্বরও একেবারে অপরিচিত
লাগে।কোকিলের কন্ঠ অতি কষ্টেও ভাবনায়
আসেনা।সারারাত মশাগুলোর রসহীন আদরে
জীবনটা পুরো অতিষ্ট।তৃষ্ণার্ত মশাগুলোর
রেখে যাওয়া চুম্বন চিহ্ন বারবার লজ্জার
উদ্রেক গঠাচ্ছে আবার প্রেমিকাদের রেখে
যাওয়া প্রসাধন চিহ্নের অভাবও মিটাচ্ছে।।
প্রেমিকারা যে যার মত সুখে থাকে।নব্য
প্রেমের রোমান্টিক দিনগুলোর কথা মনে
রেখে মস্তিষ্কের চাপ বাড়ায়নি।।যে যার মত
আছে।আজো তৃপ্তির খোজে অতৃপ্ত মন নিয়ে
চাঁদের পাহাড় কিংবা শাঙরিলার খোঁজে
আমি।
©somewhere in net ltd.