![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুভ্র রঙ্গিন আকাশটাতে উদাস চক্ষে
তোরে কভুও খুঁজিনি।
পুঁজিবাদের বাজারে পাল্লা দিয়ে,
রোমান্টিকতা ছোড়ে ফেলেছি,
তাই হয়তো তোর উদয়,দৃষ্টির
অগোচরেই ছিল।
দেখিনি,তবু তোরে চিনেছি,
ভালোবেসেছি।
যদি কভু ইচ্ছে হয় আবার ঠোকা দিস
আমার দরজায়,
না হয় পরজন্মে জাতিষ্মর হয়ে
প্রথম প্রহরেই
অনিন্দিতা,খুঁজে নিব তোরে।।
১০ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৯
সোহাইল বিন জয়নুল বলেছেন: কৃতজ্ঞতা জানবেন,,,,
২| ১০ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:০৩
সেলিম আনোয়ার বলেছেন: যদি কভু ইচ্ছে হয় আবার টোকা দিস
আমার দরজায়,
ভাল বলেছেন ।
১০ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৫০
সোহাইল বিন জয়নুল বলেছেন: ধন্যবাদ,,,,,,
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৩৬
উর্বি বলেছেন: বাহ